
একটা জলরংয়ের প্রতিচ্ছবিকে ভালবাসি আমি,
এক কৈশরের দুর্দান্ত দুরন্তপনায়।
একান্তে নিরবতায়, বা পছন্দের কোন ঝংকারে।
যেন ঝড়, মেঘ, ঝর্ণা, আকাশ আর ঢেউ-
এক রাশি শুভ্রতার মাঝে অশান্ত মায়াবী প্রকৃতি ॥
সবটুকু দৃশ্যপটে সে নিরব দৃস্টি আমায় মোহিত করে-
দুনিয়ার সব আকর্ষণ দিয়ে যেন কেউ আঁকে চোখ-
সাদায় আর কালোয়-
কি নিদারুন সৃস্টি শিল্পীর ॥
কখনো ভেজা সেঁতসেতে সেই রংয়ের মাঝে,
অনেক দুর চলে যায় দৃস্টি।
ক্যানভাসের বুক চিরে, আমি দেখি নতুন দুনিয়া,
কলকাকলীতে ভরা হৃদয়ের শূণ্য মাঠে,
ডেকে উঠে অশান্ত কোকিল !!
আমি সুর মিলাই …..কুহু কুহু
ব্যাকুল হয়ে উঠে নিঃশ্বাস,
আমি আরও ডুবে যাই- তার প্রতিশব্দে ॥
অনেকটা দুরে –
আলেয়া আর অবছায়ার অন্তরালে উড়ে চলে শ্বেত বলাকা,
আর, আমি নেশাক্ত সে কোকিলের উড়ে আসার অপেক্ষায় !
আমার যে বাঁজেনা বীন-
যে সুরে মোহিত হয় পাখীরা,
যে সুরে মাতাল হয় প্রকৃতি-
সে সুর আজও অজানা ।
কি নিদারুন যন্ত্রনা সে নেশার, সে প্রতিক্ষার-
যদি তুমি তা কখনো জানতে …॥
-০-
২২/০৪/২০১৮
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
জলরং-প্রতিচ্ছবিকে ভালবাসি আমি,
কৈশর-দুর্দান্তের দুরন্তপনায়।
একান্ত নীরবতায়, পছন্দ-ঝংকারে।
এই তিনটি লাইন পাঠক নিজ আনন্দে এমন করে পড়তে চাইলে,
কবি কি মাইন্ড খাইবে!
সতর্কবার্তা! ইহা কোন ভুল ধরাধরি না কিন্তু।
তবে হ্যা, আপনাকে অবশ্যই টাইপো ঠিক করতে হবে। আমি কিন্তু শিখে ফেলতে পারি,
তাই এমন করে বলা, অন্য কিছু না।
এস.জেড বাবু
না রে ভাই, মাইলেজ করার কিছু নেই।
মূলত আমি সে ভাষায় বা সে ঢংয়ে লিখি, যে ঢংয়ে আমি কথা বলি। সহজ শব্দ প্রতিস্থাপন করতে চেষ্টা করি।
একসময় টাইপো শিখে নিবো- আসছে সময়ে যে কোন লিখায় আপনার কথা মাথায় রাখবো।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই
ছাইরাছ হেলাল
মগ্ন-হৃদয়ের দ্বার খুলে
এ কার প্রতীক্ষা!
নিদারুণ যন্ত্রণার বিষ গিলে গিলে;
শূন্যতার হৃদয় জুড়ে চেয়ে আছে শুধুই
একটি কাজল-আখি…………
ধুর! আপনি কত্ত সুন্দর লেখেন।
এস.জেড বাবু
ইউ অলওয়েজ বেষ্ট।
তাৎক্ষণিক লিখায় আপনি অনন্য
সঞ্জয় মালাকার
বাবু ভাই প্রতিটা লাইনই মগ্ন- হৃদয়ের দ্বার খুলে।
একটা জলরংয়ের প্রতিচ্ছবিকে ভালবাসি আমি,
এক কৈশরের দুর্দান্ত দুরন্তপনায়।
একান্তে নিরবতায়, বা পছন্দের কোন ঝংকারে।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
অনেক উৎসাহ পাই
আপনারা দেন। এবং আপনাদের জন্যই সব পোষ্ট।
কৃতজ্ঞতা ভাইজান।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ বাবু ভাই।
নৃ মাসুদ রানা
অনুভূতি…..
এস.জেড বাবু
জ্বী ভাই
অনুভুতি
অনেক ধন্যবাদ ভাই
তৌহিদ
কি দারুণ অনুভূতি লিখলেন। আমি কবিতা কম বুঝি তবুও পড়ে ভালো লেগেছে।
শুভকামনা বাবুভাই।
এস.জেড বাবু
অসংখ্য ধন্যবাদ তৌহিদ ভাই।
আপনার মন্তব্য বুক ভরে দেয়।
জিসান শা ইকরাম
নেশা যন্ত্রনারই হয়,
যদিও এ যন্ত্রনা সুখ আর আনন্দের।
ভাল হয়েছে খুব।
এস.জেড বাবু
অনুপ্রাণিত হলাম প্রিয় ভাই।
সুখের হয় বলেই হয়ত কেউ কেউ যন্ত্রনা কিনে আনে।
ধন্যবাদ ভাইজান
সুরাইয়া পারভিন
যে কোনো নেশাই যন্ত্রণার।
আর তা যদি হয় প্রেম বা প্রণয়ের প্রতীক্ষা।তবে তো কথায় নেই।
আপনার সবগুলো লেখাই দুর্দান্ত
এস.জেড বাবু
আর আপনার লিখা আমি মনযোগ দিয়ে পড়ি তিন চার বার।
আর মন্তব্য অনেক অনুপ্রেরনার।
কৃতজ্ঞতা আপু
সুরাইয়া পারভিন
ধন্য আমি আপনাদের আন্তরিকতায়
এস.জেড বাবু
শুভেচ্ছা এবং দোয়া
জাকিয়া জেসমিন যূথী
কখনো ভেজা সেঁতসেতে সেই রংয়ের মাঝে,
অনেক দুর চলে যায় দৃস্টি।
ক্যানভাসের বুক চিরে, আমি দেখি নতুন দুনিয়া,
কলকাকলীতে ভরা হৃদয়ের শূণ্য মাঠে,
ডেকে উঠে অশান্ত কোকিল !!—-
অসাধারণ লাগলো।
এস.জেড বাবু
ভিষণ খুশি হলাম আপু।
শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা রইলো।
শিরিন হক
চমৎকার অনুভুতির প্রকাশ।শিল্পির শৈল্পিকতা একজন দক্ষ মানুষই খুঁজে পান। সবার দৃষ্টিশক্তি শিল্পির নিপুণতাকে খুঁজে পায়না যা আপনি পেয়েছেন।
এস.জেড বাবু
মন্তব্যে অনেক অনুপ্রানিত হলাম আপু।
কৃতজ্ঞতা সহ অসংখ্য শুভেচ্ছা রইলো।