
#প্রতিশ্রুতি
“তুমি আমার না থাকলেও আমি তোমারই থাকবো”
কেউ একদিন এই কথাটা বলেছিলো তার তথাকথিত প্রেমিকাকে
মেয়েটি সেদিন কথাটির মানে বুঝতে পারেনি,শুধু শুধু ভেবে মরছিলো
অপর প্রান্ত থেকে ছেলেটি মেয়েটিকে বলছিলো বুঝলে না তো?
কেমন গুলিয়ে যাচ্ছে তো,অচেনা লাগছে না কথা গুলো?
সেদিন মেয়েটি সত্যিই কথা গুলোর মানে বোঝেনি,হয়তো বোঝার চেষ্টাই করেনি।মেয়েটি তো অন্ধ ছিলো ছেলেটির ভালোবাসায়,কেয়ারিং আর কন্ঠের মায়ায় পাগল প্রায়,
মেয়েটি প্রেম কি জেনেছিল ছেলেটির আগমনে,,ভালোবেসে ছিলো তাই তার সব কথায় বাধ্যতা স্বীকার করতো।মেয়েটি কখনোই কারো বাধ্য ছিলো না,কতটা ক্ষমতা থাকলে একজন অবাধ্য মেয়েকে বশে আনা যায়?
“তুমি আমার না থাকলেও আমি তোমারই থাকবো”কথাটি মেয়েটির ভালোলেগে ছিলো।মেয়েটি ছেলেটিকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে,ভালোবাসতে শুরু করে।আর যা হোক ছেলেটি মেয়েটিকে কোনো দিন ছেড়ে যাবে না এই বিশ্বাস থেকে মেয়েটি তাকে পাগলের মতোই ভালোবাসতে থাকে।যতদিন যায় মেয়েটির ভালোবাসা গাঢ় হয়।
ছেলেটির ছোট ছোট আবদার ছিলো মেয়েটির কাছে,,মেয়েটি এতে গুরুত্ব দিতো না। কারণ মেয়েটি বিশ্বাস করতো ছেলেটি তাকে ছেড়ে যাবে না কোনো দিন
কিন্তু মেয়েটির ভাবনায় ভুল ছিলো,মেয়েটি ছেলেটিকে ভুল চিনে ছিলো।
ছেলেটিও তো মানুষ ছিলো তাই খুব স্বাভাবিক তারও কিছু চাহিদা ছিলো
ছেলেটি নিজের দেওয়া কথা ভুলে যেতে শুরু করলো,অবশেষে ছেলেটি
অন্যের হয়ে গেলো।ভুল প্রমানিত হলো ছেলেটির কথার
তুমি আমার না থাকলেও আমি তোমারই থাকবো
অথচ ছেলেটি অন্যের হয়ে গেলো আর মেয়েটি ছেলেটিরই রয়ে গেলো।
মেয়েটি হতবাক!এই কি কথা তবে রাখা
তবে কি ভালোবাসার থেকে চাওয়া পাওয়াই বড় হয়ে উঠলো ছেলেটির কাছে?
সবটাই কি মুখোশে ঢাকা অভিনয় ছিলো মাত্র,ছেলেটি মেয়েটির জন্য কেঁদেও ছিলো। কান্নাটা কি মেয়েটিকে দেখানোর জন্যই ছিলো?
অবশেষে মুখ আর মুখোশ আলাদা হলো,ছেলেটি সত্যিটা স্বীকার করলো নির্বোধ মেয়েটি সবটা শুনে কি করবে ভেবে পেলো না?
এভাবেই চাওয়া পাওয়ার কাছে হেরে যায় ভালোবাসা,বিলীন হয়ে যায় সম্পর্কের বন্ধন।
২১টি মন্তব্য
তৌহিদ
দুজনের মধ্যে ভালোলাগা থাকলেও সব কিছু পূর্ণতা পায়না। কিছু সময় চাওয়া-পাওয়াগুলো অধরাই থেকে যায় মনের গহীনে। তবুও আমরা ভালোবেসে যাই একে অন্যকে।
ভালো লিখেছেন। শুভকামনা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি
জিসান শা ইকরাম
প্রেমে অধিকাংশ ক্ষেত্রে এমনই হয়,
এখানে ছেলেটি চলে গেলো, অনেক ক্ষেত্রে মেয়েটি চলে যায়।
আসলে প্রেম ভালোবাসা মানুষের মনে কিভাবে আসে, কিভাবে চলে যায়, তা হয়ত সে নিজেই জানে না।
একটি ব্যাপার ঘটে, যে কোনো একজন ছেড়ে চলে যায়, দুজনের যাওয়া হয় না।
ভালো লেগেছে আপনার লেখা।
শুভ কামনা।
সোনেলা ব্লগ কেমন লাগছে?
সুরাইয়া পারভিন
খালি মনে হচ্ছে আরো আগে কেনো এলাম না। এখানে এসে ফেসবুকের নেশা কেটে গেছে আমার। আপনাদের আন্তরিকতায় সত্যিই মুগ্ধ আমি
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
এস.জেড বাবু
প্রত্যেকটা প্রেমের গল্প- এক একটা অবাধ্যকে বশে আনার গল্প। —
একসময় চাওয়া পাওয়ার প্রেক্ষাপটে অধিকাংশই আবারো অবাধ্য হয়ে উঠে।
সম্পর্কটা হয়ত মরে যায়না, অতীত হয়।
সুন্দর লিখেছেন আপু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি
এস.জেড বাবু
অনেক ভালো লিখেন আপনি,
আপনার কল্যান কামনা করছি।
অনন্য অর্ণব
আরেকটু খোলাসা করে বলেন। পাঠকের যাতে বুঝতে অসুবিধা না হয়👹👹
সুরাইয়া পারভিন
হা হা হা ,,,তোমার বুঝে কাজ নেই বাপু।😜😜
নিতাই বাবু
সহ্য করতে না পেরে কেউ কেউ হঠাৎ অন্যরকম সিন্ধান্ত নিয়ে ফেলে। নিজের বুকে নিজেই ছুরি ধরে, আত্মহত্যা করে। কেউ আবার তা না করে সময়ের সাথে মিশতে শুরু করে। কিন্তু জীবনের প্রথম প্রেমের কথা কেউ কোনদিন ভুলে যেতে পারে না। শুধু মনে পড়তেই থাকে, পড়তেই থাকে।
সুরাইয়া পারভিন
একদম সত্যি কথা বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি
ছাইরাছ হেলাল
এমন চনমনে টনটনে প্রেম লেখায় আসলে কী লিখব বুঝছি না।
তবে লেখা পড়ে বুঝতে পারছি, প্রেমে একটু রয়ে সয়ে যেতে হবে,
আবার গুনে বেছে, কাটা আর কম্পাসের মাপ দিয়ে-ও তো ভালবাসা হয় না।
জোরছে লিখুন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি
মাহবুবুল আলম
এভাবেই বোকারা রঙিন চশমা চোখে বাস্তবতার কথা ভুলে যায়!
ভাল থাকবেন।
সুরাইয়া পারভিন
ঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
কামাল উদ্দিন
ভালোবাসায় কুশলী হতে পারেনি মেয়েটি, তাই হেরে গেল। এমনটা অহরহ হয়ে থাকে, তাই বলে জীবনতো থেকে থাকেনা। নতুন ভাবে পথচলে পুরোনোকে পিছে ফেলে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ…………
সুরাইয়া পারভিন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন
মোহাম্মদ দিদার
ভালোবাসা!
আমার কাছে খুবি কৌতুহলের বিষয়।
বিশ্বাস করতেই ভালোবাসি।
বাট এ ক্ষেত্রে বিশ্বাস টা আসেনা, একেবারেই না।
সুরাইয়া পারভিন
যে যেমন ভাবে দেখবে ভালোবাসা আসলে ঠিক তেমনই
আন্তরিক ধন্যবাদ জানবেন
মনির হোসেন মমি
স্বর্গ হতে আসে প্রেম স্বর্গেই যায় মিশে…প্রেম এমনি হয়তো যা সব বুঝে শুনে হয় না হঠাৎ হয়ে যায়। সুন্দর অনুভুতি বোন।
সুরাইয়া পারভিন
দারুণ বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন