সমৃদ্ধির পৃথিবীতে সমাজের নিয়মিত
সামাজিক বন্ধনের অস্পষ্ট বন্ধন ।
ষড়ঋতুর আসে-যায় নিয়মে ,
রূপ-গন্ধ নেই,
সাড়ার কোন প্রভাব নেই-
এখানে অভিমানের মূল্য নেই-
এখানে শোকের তাৎপর্য নেই-
এখানে সহনশীলতার প্রভাব নেই-
এখানে দান নেই, দয়া নেই-
এখানে শুধু সময়কে হারিয়ে ফেলা –
এখানে প্রতিদিন কর্তব্যের অকরুণ দায়িত্ব-
এখানে প্রতিদিন অপরিসীম শূন্যতায়
সূর্যোদয় ও সূর্যাস্তে–
শুধু শুকনো পাতায়-
কাঠবিড়ালির গাছ বেয়ে ওঠা ।
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পৃথিবীতে মানব আসার উপলক্ষ্য আর কি বা হতে পারে।সহমত আপনার সাথে।অভিনন্দন সোনেলায়।কোথায় যেনো মনে হচ্ছে জলছবিতে আপনাকে দেখেছিলাম।শুভ কামনা। -{@
সৈয়দ আলী উল আমিন
তাই- ধন্যবাদ ভাই
শুন্য শুন্যালয়
শুধু শুকনো পাতায়-
কাঠবিড়ালির গাছ বেয়ে ওঠা — অসাধারণ লেখার হাত ভাইয়া।
বন্ধন অস্পষ্ট হলেও আমরা এই বন্ধনে মাতি, সবকিছু অর্থহীন হলেও অর্থ খুঁজি। নিয়মিত পেতে চাই এমন লেখা। অন্যদেরকেও উৎসাহ দিন লেখার আলোচনা সমালোচনায় অংশ নিয়ে।
স্বাগতম সোনেলার ছোট বাড়িতে -{@
সৈয়দ আলী উল আমিন
চেষ্টা করব । ধন্যবাদ আমাকে গ্রহণ করবার জন্য। আর হ্যাঁ নিশ্চয়ই অন্যদের লেখায় আমাকে পাশে পাবেন।
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায়।
প্রতিদান পাওয়ার ব্যকুলতা প্রতিদান পাওয়া থেকেই দূরে সরিয়ে দেয় বলেই মনে হয় আমার।
সৈয়দ আলী উল আমিন
ধন্যবাদ ভাই।
জ্বি ভাই।
নিহারীকা জান্নাত
এখানে শুধু সময়কে হারিয়ে ফেলা!
দারুন!
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ-
জিসান শা ইকরাম
স্বাগতম এই ছোট্ট সোনেলায়। আপনার জন্য হয়ত এই সাইট সত্যিই ছোট হয়ে যাবে। ছোট বাড়িতে বড় মেহমান যেমন। তবে শিখতে চাই আমরা, নিয়মিত আসুন শিক্ষার্থীদের কথা ভেবে।
প্রতিদিন এমনই, তারপরেও বেঁচে থাকা, স্বপ্ন দেখা,
ইঞ্জা
স্বাগতম ভাই, খুব আনন্দিত হলাম আপনাকে আমাদের মাঝে পেয়ে, আপনার মতো বড় মাপের লেখকের লেখা পড়েই আমরা শিখবো এই আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি।
সৈয়দ আলী উল আমিন
আমিও আনন্দিত আপনাদের মাঝে আসতে পেরে। আন্তরিক ধন্যবাদ ।
মোঃ মজিবর রহমান
এককথায় অসাধারন প্রকাশ, সব বয়ে যায়, জীবন ধনমান থাকবে কি? তাই ভাবি নাই, সৃতি তাও কত দিন, সবাই অতল তলে হারাবে স্রিতিই নিজে বহমান হবে? মানুষ মাঝে? সুরে সুরে বইবে? জানিনা কিছুই ……………………
সৈয়দ আলী উল আমিন
জ্বি ভাই। আন্তরিক ধন্যবাদ।
মৌনতা রিতু
সবকিছু এখন সত্যি বড়ই যান্ত্রিক। স্বার্থের জালে আটকা পড়ে আছে সম্পর্কগুলো।
কাঠবিড়ালী সবুজ সতেজতা ফিরে পাক।
খুব ভাল লেখার হাত। এমনই লেখায় আমাদের আলোকিত করুন এই কামনা।
সোনেলা পরিবারে স্বাগতম।
শুভকামনা রইলো।
রিফাত নওরিন
ভালো লাগলো আপনার লিখাটি, স্বাগতম আপনাকে সোনেলায়…
নীলাঞ্জনা নীলা
খুবই ভালো লেখেন আপনি। আগেও বলেছি, আবারও বললাম।
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ। ভাল থাকেবেন।