
কোথায় যেন দেখেছি তোমাকে আমি
হাজার বছরের পুরনো বেহালার তার
অথচ নিত্য নতুন সুরেতে বাজো
নতুন রূপেতে গড়ো যে অলংকার।
চাহনি তোমার জলজ ক্লান্তি ঘেরা
অলীক স্বপ্নে সাজিয়ে প্রমোদতরী
নিত্য সেথায় করেছি যাওয়া আসা
দারুন ব্যথায় বিভোর বিভাবরী।
প্রথম যেদিন দেখেছি সে রূপ সুধা
আপনি বলিলে বন্ধু তব হে গুণী
কি গান রচিলে মম মঞ্জিলে দানি
সুরখানি তার দাওনা বাজিয়ে শুনি।
বলেছি সেদিন চোখের ভাষা কি বলো
মনের আকুতি প্রোত্থিত করিতে পারে ?
যত ব্যথা যত বেদনা ঢালিতে পারো
আপনি রাঙাবো সে দান অলঙ্কারে ।
হাসিয়া কহিলে বন্ধু ও মোর সাথী
তোমার পৃথিবী আলোয় আলোয় ভরা
আমার ভরা পূর্ণিমার এই চাঁদের
জোছনাতে আজ তপ্ত মরুর খরা ।
কি সুর তুমি বাজাবে এ মোর বীণায়
রাগিনী যে তার নিঃস্ব বাহুতে বাঁধা
আকুল ব্যথার মর্মে গাঁথা যে বেণী
তার সে মধুর বেদনে বাধিত রাধা ।
সোহাগে যে তার জাগেনি আমার প্রাণ
সুরের মাদুলী পরালাম যার গলে
আমার সকলি দিয়েছি উজাড় করে
অবহেলা সে যে করেছে সুকৌশলে ।
ভীষণ প্রেমের ঝড়েতে যখন একা
চোখের জলেতে রজনী করেছি ভোর
বন্ধু ও মোর প্রাণের প্রণতি সখা
আসেনি সেদিন কেউতো খোলেনি দোর।
আজকে আমার ঝড় যে গিয়েছে থেমে
অশ্রু নামের ঝর্ণা জলেতে ভাসি
কি গান শোনাবো তোমার বাহুতে বেঁধে
আমার করুণ বেদন বিহাগী হাসি ।
বলেছি বন্ধু তোমারি অশ্রু জলে
রচিবো হাজার কাব্য কথার শ্লোক
পরের জন্মে নাহয় তোমাকে পাবো
এপারে তোমার ব্যথার সমাধি হোক ।
ফটো : Afreen Momee
১৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভীষণ প্রেমের ঝড়েতে যখন একা
চোখের জলেতে রজনী করেছি ভোর
বন্ধু ও মোর প্রাণের প্রণতি সখা
আসেনি সেদিন কেউতো খোলেনি দোর। আসবে মিলবে ওপারে আশা রাখি প্রণয়ারতি কব্যবানে মজিলাম।
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং। ভালো থাকুন সুস্থ থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
অন্তরে জাগে সদা চঞ্চলা বিরহের ধারা,
তবুও মন অস্ফুট আশায় চলছে গেয়ে
হয়ে আত্ম হারা।
জানি গো হবে না আর এ জীবনে দেখা,
না হয় সোহাগে এঁকো ওপারেই রেখা।
সুন্দর সুধার ধারায় অনন্য নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
রোকসানা খন্দকার রুকু
এমনি হয়, প্রেমে অপ্রেমে।
শুভ কামনা সবসময়!!!!
অনন্য অর্ণব
শুভ কামনা আপনার জন্যেও। ভালো থাকবেন সবসময়।
আলমগীর সরকার লিটন
চমৎকার লাগল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
উনি দিদি নয় , ভাই। ধন্যবাদ
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ লিটন ভাই।
আপু লিটন ভাই প্রায় কমেন্টস এ দিদি সম্বোধন করেন, বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগে। আমি অপেক্ষা করছিলাম যে কতদিন পর্যন্ত উনার কাছে আমি অপরিচিত থাকতে পারি সেটা দেখবো। আপনি দিলেন তো ভুলটা ভেঙ্গে হা হা হা 😀
সুপর্ণা ফাল্গুনী
স্যরি মজাটা নষ্ট করে দিলাম 😌😌😌
সুপর্ণা ফাল্গুনী
প্রেমের প্রণয়ে বাঁধিনু ঘর , সে ঘর ঝড়ে উড়ে গেল। পরজন্মে পাবার আকাঙ্ক্ষায় এপাড়ে ব্যথার সমাধিতে অশ্রূজলে সিক্ত হই। ভালো থাকুন নিরাপদে থাকুন
অনন্য অর্ণব
নিয়তির নির্মম করাঘাতে জর্জরিত এমন অসংখ্য প্রেমোপাখ্যান ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে। অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় 😍
হালিমা আক্তার
ব্যথার সমাধি হোক। প্রেমের সমাধি চাই না কভু। চমৎকার প্রেমের উপাখ্যান। শুভ কামনা রইলো।
অনন্য অর্ণব
তবে তাই হোক। শুভ কামনা নিরন্তর 💝
সাবিনা ইয়াসমিন
কবিতা পড়ে একটা গান মনের ভিতর গুনগুনিয়ে উঠছে! আশা ভোঁসলের গাওয়া ” খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, কোথায় দেখেছি আমি কোথায় দেখেছি, পড়ছে না মনে” হাহাহাহা। যদিও কবিতার মুল ভাবের সাথে এই গান মিলছে না, কিন্তু কি করার! পাঠক মনে কত কিছুই ঘটে যায় পাঠ-প্রতিক্রিয়ায়!
শুভ কামনা 🌹🌹
অনন্য অর্ণব
অনেক কৃতজ্ঞতা আপু। ভালো থাকবেন সবসময় 😍