প্রজাপতি বায়না//

বন্যা লিপি ১০ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ০৬:১৭:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

ভুলে যাবার আগেই মনে রাখি
অক্ষরের বারুদে শব্দের মিতালী
স্ফুলিঙ্গের আদরে প্রশ্রিত সুরের গীতালি।

মৌনতার ভান্ডার পরিপূর্নতায় উপচে পরা সুফলা মিষ্টত্ব
চলে পড়শীপারায় উৎসবের মহোৎসব
অসি’র তীক্ষ্ণতায় সোচ্চারিত বর্নমালা’র খোঁচা
নিশ্চুপ টুঁটির আগে আলোর নাচন, স্ফিত সহজলভ্যতা।

সহসাই বীরাঙ্গনা প্রতীকের জয়জয়কার!!
সঙ্গোপন প্রকোষ্ঠে দারুচিনি দ্বিপের সুমন্দবাসিনী!
সহসাই বিমূর্ত প্রতীকের প্রজাপতি বায়নার আর্তনাদ!!

৬৯৩জন ৬৯১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ