ভুলে যাবার আগেই মনে রাখি
অক্ষরের বারুদে শব্দের মিতালী
স্ফুলিঙ্গের আদরে প্রশ্রিত সুরের গীতালি।
মৌনতার ভান্ডার পরিপূর্নতায় উপচে পরা সুফলা মিষ্টত্ব
চলে পড়শীপারায় উৎসবের মহোৎসব
অসি’র তীক্ষ্ণতায় সোচ্চারিত বর্নমালা’র খোঁচা
নিশ্চুপ টুঁটির আগে আলোর নাচন, স্ফিত সহজলভ্যতা।
সহসাই বীরাঙ্গনা প্রতীকের জয়জয়কার!!
সঙ্গোপন প্রকোষ্ঠে দারুচিনি দ্বিপের সুমন্দবাসিনী!
সহসাই বিমূর্ত প্রতীকের প্রজাপতি বায়নার আর্তনাদ!!
২১টি মন্তব্য
মায়াবতী
এ ভাবে ও বুঝি ভাবা যায়! প্রজাপতি বায়নার আর্তনাদ ভুলে যাবার আগেই যেন মনে রাখি…
ভালো লাগে এভাবে ভাবতে পারলে ….. (3
বন্যা লিপি
ভাবনাগুলোই এমন! আসে আর প্রজাপতির মতোই উড়াউড়ি চাঞ্চল্যে হারাবার পথ খোঁজে।এভাবেই মনে রেখে ছেড়ে দেই ভাবনার খেয়ায়।
কি ভালোই না বলেন আপনি!!
আমার যে ভীষণ ভালো লাগে আপনার ভাবনার শব্দাবলি (3 নিরন্তর শুভেচ্ছা -{@ -{@
জিসান শা ইকরাম
অনেক ভালো একটি লেখা। শুভ কামনা।
বন্যা লিপি
অনেক অনেক অনুপ্রেরিত। ধন্যবাদ শুভ কামনা নিরন্তর -{@
মাহমুদ আল মেহেদী
চমৎকার উপস্থাপন । ধন্যবাদ আপু।
বন্যা লিপি
আপনাকেও অনেক ধন্যবাদ।আপনার জন্যেও শুভাশীষ রইলো। -{@
মোঃ মজিবর রহমান
মৌনতার ভান্ডার পরিপূর্নতায় উপচে পরা সুফলা মিষ্টত্ব। চলে পড়শীপারায় উৎসবের মহোৎসব। অসি’র তীক্ষ্ণতায় সোচ্চারিত বর্নমালা’র খোঁচা। নিশ্চুপ টুঁটির আগে আলোর নাচন, স্ফিত সহজলভ্যতা।
দারুন ভাবনা, বাভুকেরা ভাবুক আমি পড়ি।
অনেক অনেক শুভেচ্ছা, সুন্দর ভাবনার জন্য।
বন্যা লিপি
ঠিকই তো! ভাবুকেরা ভাবুক! আপনি শুধুই পড়ে যান, আর আপনার ভাবনাটুকু নিয়ে এসে জানিয়ে দেবেন। আমার তাতেই চলবে। সতত শুভেচ্ছা -{@
মোঃ মজিবর রহমান
আপনাকেও শুভেচ্ছা নিরন্তর। -{@
ইঞ্জা
বিমোহিত করলেন আপু, লেখাটি বেশ লেগেছে। -{@
বন্যা লিপি
প্রীত হলাম, হলাম অনুপ্রানিত।আশা রাখি বিমোহিত করার আরো সুযোগ পাবো। নিরন্তর শুভ কামনা। -{@
ইঞ্জা
শুভেচ্ছা আপু
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভুলে যাবার আগেই মনে রাখি।
অক্ষরের বারুদে শব্দের মিতালী।
স্ফুলিঙ্গের আদরে প্রশ্রিত সুরের গীতালি।
দারুন বাক্য চয়ণ। -{@
বন্যা লিপি
ভালো লাগলো প্রেরনা’র বাক্য টুকু
অনেক ধন্যবাদ। শুভ কামনা -{@
সাবিনা ইয়াসমিন
আপনার লেখা আমার ভালো লাগে বন্যা ,,,অনেক লিখবেন ,এটা আমাদের বায়না , (3 -{@
বন্যা লিপি
আর আমার ভালো লাগে আপনার ডিকসনারীর শব্দচয়ন। ভালো লাগে আপনার প্রশ্রয়।নিরন্তর ভালোবাসা (3 -{@
প্রহেলিকা
সুন্দর গতিময় লেখা! ছোট্ট অথচ ভাবায়। ভালো লাগে লেখার মাঝে ভাবনার খোরাক পেলে।
শুভকাম, লিখুন নিয়মিত।
বন্যা লিপি
আপ্লুত হলাম, ছোট্ট অথচ বিশ্লেষন মূলক মন্তব্য! যা ভীষন প্রয়োজন প্রতিটি লেখার ক্ষেত্রে। ধন্যবাদ, শুভ কামনা, শুভেচ্ছা (y)
নীলাঞ্জনা নীলা
অক্ষরের বারুদ, স্ফুলিঙ্গের আদর, সুফলা মিষ্টত্ব; এ সবকিছু একাকার হয়ে গেছে বায়নার আর্তনাদে। কিন্তু বীরাঙ্গনা প্রতীক মানেই তো জয়! তাই সবশেষে এসে প্রজাপতি দারুচিনি দ্বীপের রাজকন্যা হয়ে গেছে।
কবিতায় আপনি অসাধারণ। :c
বন্যা লিপি
“প্রকোষ্ঠে দারুচিনি দ্বিপের বিরঙ্গনা’র আর্তনাদ প্রজাপতি’র বায়না ”
সকল কিছু ছাপিয়ে সুমন্দ বাসিনী একাই জয় করে নেয় আবদারের প্রজাপতি।
আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি।থাকি এ জন্য….. শব্দের আকুলতা আপনাকে কতটা ভাবায় জানার জন্যে। শব্দেরা সার্থক হয়ে ওঠে আপনার চোখের আলোতে। নিরন্তর ভালোবাসা (3 (3
নীলাঞ্জনা নীলা
একেকটি অক্ষর দোল খায়, তারপর একেকটি শব্দ তৈরী হয়। তবে শব্দ-মালা তৈরীর জন্য যথার্থ কারিগর লাগে। আর কিছু কি বলতে হবে? আপনি সেই শব্দ-মালা কারিগর।