প্রজাপতিবেলা

নীলাঞ্জনা নীলা ৯ জুন ২০১৫, মঙ্গলবার, ১১:৪৯:৪১অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

10156061_10206182223450939_8788953681416719640_n
তোর কাছে কি এখনও আছে
আমার সেই নাটাই-ঘুড়ি ?
পুতুল খেলা-রান্নাবাটি আনন্দ ভরা বিশাল ঝুড়ি ?

অলস সময় , দুপুর ঘুম
ব্যস্ত ভোরে আলোর ছুট
কাঁধে ব্যাগ , বাবার হাত
ভয় আর দ্বিধা করতো লুট ।

তুই এখনও কাঁদিস নাকি বালিশে মুখ গুঁজে ?
সন্ধ্যে হলেই মায়ের কাছে ডুব দিস কি বইয়ের মাঝে ?

লুকোচুরী , কুমির-কুমির জন্মদিনে বৌয়ের সাজ লজ্জ্বামাখা মুখটি নিয়ে নীরবে করা কাজ-অকাজ ।

তুই কি আজোও আকাশ ছুঁতে নীল-নীল স্বপ্ন দেখিস ?
গভীর কালো চোখটি মেলে লক্ষ-কোটি তারা গুনিস ?

নাকি তুই বদলে গেছিস
এই এখনের আমার মতো ? নিরুদ্বেগ জীবন থেকে
সঙ্গী ভেঁজাল সময় যতো !

মুখ থুবড়ে কি আছিস পড়ে ডানা-ভাঙ্গা পাখী হয়ে ? মুখোশ পড়া এই মুখের মতো যন্ত্রণাগুলো যাচ্ছিস সয়ে ?

প্রজাপতি মেয়েবেলা যেমন চায় অসহায় চোখে
তুই কি এখন থেমে গেছিস স্মৃতি হয়ে আমার বুকে ?

আয়না যেমন চেনেনা আমায় তোকেও চিনিনা আজকাল
বলতে পারিস কেন আমার স্বপ্নালু চোখের এমন হাল ?

কষ্টের সুর বাজে বুকে
তবু জানিস হেসে চলি ?
হোকনা অভিনয় , তাতে কি ! নীরবে তো নিজেই জ্বলি ।

টিমহর্টন মেইন স্ট্রীট,
এন্টিগোনিশ,
কানাডা।
২৯ ফেব্রুয়ারী , ২০১২ ইং

পুরান লেখা হতে একটি সবার সাথে শেয়ার দিলাম।

৫০৩জন ৫০৩জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ