
একদিন আমিও ভালো থাকবো তোমার মতো;
অপেক্ষার ভাঁজ খুলে খুলে আজো প্রতিনিয়ত
স্বপ্নের কাঁটাতারে ঝুলতে দেখি জোড়া হাঁসের গল্প।
টুথপেস্ট ভরা শাসনে কত ভোরের আলিঙ্গন
রোদ সরানো জানালায় দেহের উষ্ণ কারুকাজ
অলসতার ঝাঁপি ভরা এক ঘুম তাড়ানো বকুনি
ত্রিফলা স্বপ্ন ক্যান্সারের মতো খুঁড়ে খুঁড়ে ভোগায়
যদি কোনো মধ্যদুপুরে কুকুরের চিৎকার থামিয়ে
অনামিকা, গোলাপী আভায় রঞ্জিত ঠোঁটে
বলতে আসো- কেমন ছিলে, কেমন আছো?
অশ্রুজলে ঢেউ তুলে হাঁসের ছানা ঝাপটে ধরতাম
মাটির বুক আগলে রেখে চিৎকার করে উঠতাম
-ভালো,যেমন থাকে মানুষবিহীন জীবন চর্চায়।
নেত্রকোনা, ময়মনসিংহ
১৫টি মন্তব্য
অনন্য অর্ণব
অসাধারণ সুন্দর সব শব্দ ঝংকার। অনন্য উপস্থাপনা।
নাজমুল হুদা
অফুরন্ত ভালোবাসা ভাইয়া
নৃ মাসুদ রানা
টুথপেস্ট ভরা শাসনে কত ভোরের আলিঙ্গন
নাজমুল হুদা
ভালোবাসা জানবেন ভাইয়া 💞
কামাল উদ্দিন
কবিতা এতো কঠিন করে লেখেন কেন ভাই? আমি তো আবার জটিল বিষয়গুলো বুঝি কম………..কবির জন্য শুভেচ্ছা।
কামাল উদ্দিন
তবে ছবিটা কিন্তু অসাধারণ! হয়েছে কবি।
মোহাম্মদ দিদার
অনন্য সৃজন
বেশ ভালো লাগলো
সঞ্জয় মালাকার
চমৎকার শব্দচয়ন, বেশভালো লাগলো।
এস.জেড বাবু
বিরহি লিখে মনে হল-
নইলে অভিমান হবে হয়ত।
সুন্দর হয়েছে ভাই।
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম। সত্যি অসাধারণ! খুবই ভালো লেগেছে। কবিকে শুভেচ্ছা।
মনির হোসেন মমি
ভাইয়া এক কথায় মুগ্ধ!!
টুথপেস্ট ভরা শাসনে কত ভোরের আলিঙ্গন
রোদ সরানো জানালায় দেহের উষ্ণ কারুকাজ
এমন সব শব্দ সম্ভারে বাক্যের অনুভুতি জীবনের কথা কয়। কবি এবং কবিতা একেই বলে।
রেহানা বীথি
ভালো লাগলো অনেক
হৃদয়ের কথা
অনেক সুন্দর একটি কবিতা।
সাবিনা ইয়াসমিন
আমিও সবার মতো বলতে চাই ভালো হয়েছে, সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। কিন্তু বলতে পারছিনা, কারন আমি কবিতাটি বুঝতে অক্ষম। 🙁
সুরাইয়া পারভিন
বলতে আসো- কেমন ছিলে, কেমন আছো?
অশ্রুজলে ঢেউ তুলে হাঁসের ছানা ঝাপটে ধরতাম
মাটির বুক আগলে রেখে চিৎকার করে উঠতাম
-ভালো,যেমন থাকে মানুষবিহীন জীবন চর্চায়।
চমৎকার প্রকাশ