
আমাকে ক্ষত বিক্ষত করার জ্বালা কি টের পাচ্ছ তোমরা?
আমাকে তিলে তিলে ধ্বংস করার ফল কি পাচ্ছ তোমরা?
একটা সময় চারিদিকে সবুজ ছিল,
একটা সময় সুনির্মল বায়ু ছিল,
একটা সময় বিশুদ্ধ পানি ছিল,
তোমরা যাকে ইকোসিস্টেম বলো, তার ভারসাম্য ছিল।
আমার আশীর্বাদ ছিল তোমাদের উপর,
ঋতুচক্র স্বাভাবিক রাখতাম তোমাদের মঙ্গলে।
কিন্তু তোমরা পারলে না আমার আশীর্বাদের মূল্য দিতে।
ভেঙে দিলে নিজেদের ইকোসিস্টেম নিজেরাই।
সবুজ হয়ে গেল বিরানভূমি, বায়ূকে করে দিলে বিষাক্ত,
পানির বিশুদ্ধতাও কেড়ে নিলে তোমরা।
তারপরও অপেক্ষায় ছিলাম, তোমরা বদলাবে,
বুঝতে শিখবে, মূল্য দেবে আমার ভালোবাসার।
কিন্তু ওপরে ওঠার জন্য গোয়ার্তুমি যেন আরও
তীব্র হয়ে উঠলো তোমাদের, আমার উপহারকে
তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদের সাম্রাজ্য বানানোর
চেস্টা যেন দিন দিন বেড়েই চললো তোমাদের।
তাই আমি এখন কঠোর হলাম। আমার ধৈর্য্যের বাঁধ
ভাঙ্গার অপরাধে তোমাদের শাস্তি দেয়া হচ্ছে এখন।
কস্ট হয় আমার কিন্তু তোমাদের এই শাস্তির কারণ
তোমরা নিজেরাই। এই সুন্দর পৃথিবীকে অসুন্দর করার
জন্য আমার এই অভিশাপ প্রাপ্য ছিল তোমাদের।
হ্যাঁ, আমি প্রকৃতি বলছি,
হে মানবজাতি, আমাকে অসুন্দর করার জন্য
তোমার উপর প্রতিশোধ নিলাম।
১৬টি মন্তব্য
তৌহিদ
করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। ইকোসিস্টেম আবার নির্মল হচ্ছে। মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনে অভ্যস্ত হচ্ছে। তবে এই শিক্ষার বিনিময়ে আমাদের অনেক প্রাণকে বিসর্জন দিতে হলো এটাই দুঃখজনক।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
হালিম নজরুল
আসলেই প্রকৃতির প্রতিশোধ বড্ড নির্মম।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
ফয়জুল মহী
ভালো লাগলো। ঘরে থাকুন। ভালো থাকুন।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
সুরাইয়া নার্গিস
অসাধারণ লেখাটা ভালো লাগছে ভাইয়া।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময় শুভ কামনা রইল।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
এস.জেড বাবু
তারপরও অপেক্ষায় ছিলাম, তোমরা বদলাবে,
বুঝতে শিখবে, মূল্য দেবে আমার ভালোবাসার।
কেউ যেন অপেক্ষার মূল্য দিতে শিখেনি।
হোঁচট না খেলে কেউ অপেক্ষার মূল্য দেয়না-
পরিনাম বর্ণ করে নেয়।
চমৎকার লিখেছেন-
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতি ঠিক তার হিসাব নিকাশ কড়ায় গন্ডায় মিটিয়ে নিচ্ছে। খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
সুরাইয়া পারভীন
প্রকৃতি তার উপর অত্যাচারের প্রতিশোধ নিয়েই থাকে।
সত্যিই অসাধারণ লিখেছেন
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
জিসান শা ইকরাম
মানুষ কিছুটা হলেও বদলাবে এখন।
শুভ কামনা।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ঘরে থাকুন, সুুস্থ থাকুন।