
ঝাঁঝ বেড়েছে পেয়াজে
বাজার পুরো গরম
নিন্ম আয়ের জনগোষ্ঠি
ভোগান্তিতে যে চরম ।
শাষক গোষ্ঠি পক্ষ নিলো
ফটকাদের দলে
জনস্বার্থে প্রচার হলো
পেয়াজ ছাড়া চলে ।
ভোটে মারবি, জোটে মারবি
মারবি পেয়াজের ঝাঁঝে
নিজ দেশে আমরা বুঝি আর
রইলাম না কোন কাজে ।
ফটকা কারবারী লুটে নিলো
আমার ঘামের দাম
রক্ত দিয়ে কিনেছিলাম, তাইতো
বাংলাদেশের নাম ।
~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৯/১১/১৯
ঢাকা
২১টি মন্তব্য
নিতাই বাবু
আমরা হুজুগে বাঙালি, গুজবে বিশ্বাসী! ইদানীং লবণ নিয়েও তেলেসমাতি চলছে। ধরাও খাচ্ছে! তো, আপনার পেঁয়াজ নিয়ে লেখা কবিতা কোথায়?
কামরুল ইসলাম
লেখাটি পাননি?
বুঝতেছিনা, খুব বিরক্ত করছে
ব্লগে ঠিক মত ডুকতে পারছিনা,
হঠাৎ লগ আউট হয়ে যাচ্ছে,
পোস্ট দিলে পোস্ট নিচ্ছে না
নিতাই বাবু
সার্ভিস সার্ভারের কারণে মাঝে মাঝে এমন হয়ে থাকে, দাদা। এটা কোনও সমস্যা হয়! রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ।
কামরুল ইসলাম
ব্লগে নতুন তো, তাই বিড়ম্ভনায় পরি
কামাল উদ্দিন
দারুণ লিখেছেন ভাই, ছন্দে আমাদের বর্তমান বাস্তবতা তুলে এনেছেন। আশা করছি আমরা হুজুগে বাঙালীদের লবন নিয়েও এমন কিছু ছন্দ পাবো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
লবনের ঝাঁঝ কমে গেছে,
তাই আর পাবেন না
কামাল উদ্দিন
তাহলে মনে হয় আর কয়টা দিন বাড়তি দামটা থাকা উচিৎ ছিল,,,,,,,,,
কামরুল ইসলাম
হাহাহা,
একটা কবিতার জন্য এমন বললেন?
এস.জেড বাবু
শাষক গোষ্ঠি পক্ষ নিলো
ফটকাদের দলে
জনস্বার্থে প্রচার হলো
পেয়াজ ছাড়া চলে ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
নৃ মাসুদ রানা
এবার লবণ নিয়ে লিখুন
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
লবনের ঝাঁঝ কমে গেছে
ছাইরাছ হেলাল
সমসাময়িক লেখার আবেদন অনন্য।
ব্লগে কী কী সমস্যা হচ্ছে একটু গুছিয়ে যদি বলে দিতেন,
তাহলে হয়ত মাডারেটরগন সমস্যাটি ভাবনায় নিতেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
নিজ ইচ্ছায় লগ আউট হয়ে যাচ্ছে।
অনেক সময় একটা কমেন্ট করলে আরেক টা শো করে।
জিসান শা ইকরাম
কামরুল ভাই, আপনার পোস্ট দিতে সমস্যা হচ্ছে বুঝতে পারছি।
গত পোস্ট দিয়েছিলেন ফিচার ছবি একটা, কবিতা একটা। অর্থাৎ একটি পোস্ট দুই ভাগ করে দিয়েছেন।
এই পোস্ট দিয়েছিলেন সুধু ছবি।
সমস্যা কি হচ্ছে বলবেন একটু?
আমি যতটুকু বুঝতে পারছি, লেখা আপ্নি প্রথমে ফেইসবুকে দেন। এরপর কপি করে ব্লগে পেস্ট করেন।
আপনার সমস্যাটা কি তা জানিয়ে সোনেলা গ্রুপে পোস্ট দিন।
শুভ কামনা।
কামরুল ইসলাম
হ্যা ভাই, আমি আগে ফেবুতে দেই, তার পর ব্লগে দেই,
ব্লগে আমার কমেন্ট ঠিক মত গ্রহন করছে না,
কবিতা আসলে ছবি আসে না, ছবি আসলে কবিতা আসে না,
মুল ব্লগে ডুকতে ( নিউজ ফিড) গেলে একেক বার একেক জায়গায় চলে যাই,
কাউকে কমেন্ট করলে অনেক বার ই নেয় না
জিসান শা ইকরাম
কিভাবে পোস্টে লেখা পেস্ট করবেন তার স্ক্রীন শট দিয়ে সোনেলা গ্রুপে পোস্ট দিয়েছি। দেখুন।
কামরুল ইসলাম
সরি, গত রাতে আমার ফেবু আইডি হ্যাক হয়েছে,
যদি পারেন, সোনেলা গ্রপে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েন
জিসান শা ইকরাম
পেস্ট করার পুর্বে visual এর পাশে ‘ লেখা ‘ শব্দে ক্লিক করে পেস্ট করবেন। এর পর visual এ ক্লিক করে প্রকাশ করবেন।
প্রথমে শিরোনাম, বিভাগ আর ফিচার ছবি দিবেন। এরপর পেস্ট।
সৈকত দে
সময়োপযোগী কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ