দুরে যাওয়ার গল্প..
আজ একটু সকাল সকাল উঠেছি। সকালের পরিবেশ টা অনেক সুন্দর ছিল। ছাদে গেলাম ইয়োগা করতে। সকাল সকাল খোলা আলো বাতাসে ইয়োগা করলে বেশ ফ্রেশ লাগে।। আসনে বসে ধ্যিয়ানে মনোনিবেশ করেছি। হঠাৎ পাশের ছাদ থেকে….
Chahata kitna tumko dill tum nahin jante…
Kya hai meri dill ki mushkil tum nahin jante..
তাকিয়ে দেখি সেই বিরক্তিকর পুষ্প।। আজ আরো বেশি বিরক্তিকর বেশে। ৭০দশকের নায়িকাদের মত চোখে লম্বা করে কাজল দিয়েছে। ওড়নার একপাশ ধরে আংগুলের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ন্যাকামি করে গান গাচ্ছে আর পঁচা এক্সপ্রেশন দিচ্ছে। আসহ্য!!!!!!!!
ইগনোর করে আবার ইয়োগাতে মনোনিবেশ করলাম।। আবার…
Sajna hai mujhe sajhna ke liye…
মহা বিরক্ত হয়ে অন্য মুখে ঘুরলাম।। আবার গান…
Katein nahin katte yeh din yeh raat…
Kehni thi tumse jo dill ki baat…
Lo aaj main kehta hoon…
I LOVE U..
I LOVE U..
ততক্ষণে পানি মাথার উপরে উঠে গেছে। টোলারেট করতে না পেরে আমি চিল্লিয়ে গেয়ে উঠলাম..
Kisi ki haat na aayega yeh ladka…
ছাদ থেকে চলে এলাম। প্রচন্ড রাগ হচ্ছিল। চলে গেলাম ওদের ছাদে।
ঃ এই মেয়ে সমস্যা কি??
ঃ আমার কোন সমস্যা নেই।
ঃ তাহলে বেহায়ার মত আমাকে দেখে গান গাচ্ছ কেন?
ঃ আপনাকে দেখে?? হা হা হা। নিজেকে কি ভাবেন বলুন তো? রানবির কাপুর?? আপনি মনে করেন আপনার প্রেমে আমি মরেই যাচ্ছি?? মটেও সেটা না।।।।
ঃ আমি সেটা বলিনি। কিন্তু আমাকে বিরক্ত করা বন্ধ কর।।
বলে চলে আসবো এমন সময়।
ঃ এই যে শাহরুক খান বিকেলে ফ্রী আছেন??
ঃ কেন??
ঃ আপনার সাথে ঘুরতে যাব………….
মনে হল কানের নিচে বাঁজিয়ে দিয়ে আসি। কিন্তু আর কথা বলার রুচি হল না। সাথে সাথে চলে এলাম। মানুষ এত বেহায়া কিভাবে হতে পারে??????
>:( >:(
১৫টি মন্তব্য
বনলতা সেন
আপনার দূরে যাওয়ার গল্প পড়লাম কিন্তু কী বলব তা
বুঝতে পারছি না ।
পরের বার দেখা হলে কানের নীচে বাজাতে ভুল করবেন না ।
সনেট
আমাকে প্রতিনিয়ত এডাম টিজিং করেই চলছে। ইনশাল্লাহ এরপর বাজাবো
বনলতা সেন
আমি কিন্তু আপনার পক্ষ নেইনি , দেখবেন একটু সাবধানে থাকবেন । নিজের কান যেন
সাথে নিয়ে ফিরতে পারেন ।
দেশে এবার সাধু-সন্ততে ভরে গেল নাকি ?
লীলাবতী
মেয়েটি এটুকু করেছে, আর তাতেই এভাবে বেহায়া বললেন। ছেলেরা যে কত অসভ্যতামি করে, জানেন আপনি ? (y) -{@
সনেট
হয়ত করে। কিন্তু আমি আসলে এসবে অভ্যস্ত না।।। একটু ভদ্র টাইপ
খসড়া
আপনি দেখি হিন্দি সিনেমার গল্প লিখে ফেলেছেন।
সনেট
🙂
নীহারিকা
ঘটনা কি সত্যি মিঃ শাহরুখ খান? বেশ মজাই তো লাগলো 😀
সনেট
সত্যই তো ছিলো। বেচারি অনেকদিন ধরেই আমাকে পছন্দ করে। আমার আবার জিএফ আছে।। এই হচ্ছে অবস্থা :p
স্বপ্ন
হাই মি: শাহরুখ খান \|/
সনেট
লোল
প্রহেলিকা
হায় ! হায়! কি বলেন আপনি ভাই মেয়েটা তাহলে আপনার উপর দিওয়ানা হয়ে গেছে। শ্রদ্ধেয়া বনলতা সেনের কথা শুনে আবার সত্যি সত্যি বাজিয়ে দিয়েন না যেন। সবার ভালবাসারই দাম আছে। আপনার কাছে বিরক্ত লাগলেও কারো মনে কষ্ট দিবেন না। তবে হা একেক জনের প্রকাশ ভঙ্গি একেক রকম হয় সেটা মাথায় রাখবেন। ভালো লেগেছে। শুভ কামনা। (y)
সনেট
তাহলে আমার কি করা উচিৎ!!!
হতভাগ্য কবি
পুলিশে খবর দেন, :@ :@ বাংলাদেশকে এইভাবে আম্রিকা হয়ে যেতে দেয়া যাইবে না ।
সনেট
হয়েই যাচ্ছে।।।। কিভাবে আটকাবেন!!!!