পুড়ে যাওয়া কথাগুলোঃ

ইফতি হাবিব (অভিন) ২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ১০:২২:০৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তখনো কি ভোরের কাছে নত ছিলোনা শেষ রাতের আকুতি, নাকি মত্ত ছিলো সুদূরের চেনা কোলাহলে আবছায়া হয়ে? এতো বিষণ্ণ ক্ষণ আগে ফিরে আসেনি, স্তব্ধ আচ্ছন্নতায় মৌন দৃষ্টি নিয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া যাযাবর ধোঁয়ার করার কিছুই ছিলোনা। দুই আঙুলে ফাঁকে খুচরো তার প্রতিবিম্ব দেখে অবাক হই, এই তো কিছু মুহূর্ত আগেও বেঁচে ছিলাম বায়বীয় অধ্যায়ে। অথচ, বেঁচে থাকার নিঃশ্বাস টুকু নিমিষেই ছন্নছাড়া করে দেয়ার প্রবল উল্লাস ধুলোয় গড়িয়েছে, পোড়া গন্ধের ভার বইবার শক্তি হারিয়েছে অনুভূতিরা, মৃত লাশে গোধূলি বিচূর্ণ। কেউ ফেরেনি, দূরত্ব মেপে গন্তব্যহীন অমানিশায় আঁধারেরা শুধু কোরাস গেয়ে গেছে অনবরত। প্রতিসরিত নাগরিক জীবনে দায় শুধু পরাজিত মানুষগুলোর, হেরে গিয়ে শিখিয়ে গেছে নুইয়ে রাখার মতো শিরদাঁড়া ঋজু হবার নয়, পতিত গলিতে মোড়ক লাগানো মড়ক নাম্বার প্লেটে অস্তিত্ব বহন করে। এখানেই সকল যন্ত্রণা পুড়েছে সমাধির মতো শ্মশান হয়ে, শুধু চন্দন কাঠে জারুলের দেহাবশেষ আত্মার পুরাধায় অবিমৃষ্য। আমরা শুধু খুঁজি ব্যথাতুর মনের ভাষা, আমরা শুধু খুঁজি তোমাদের হারায়ে…….//

#Ovin
22-02-19

৫৮৭জন ৫৮১জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ