এসো তবে পুঞ্জত বিরাম চিহ্ন এঁকে বসাই সভ্যতার দীর্ঘশ্বাসে, তোমাদের বিয়োগাত্মক ভাগফলে শূন্যের সমাহার কর্পূর মগজে অবাস্তবের ফোড়ন কেটে যায়। কোনো ক্ষুদ্র রাতের বিনিময়ে অচ্ছুত ডায়েরীর চেনা পাতায় ঘুমিয়ে আছে একমুঠো জোনাকির আলো, সেখানেও কি অস্তিত্ব বহমান? যেখানে জেগে থাকে শবেরা, অনির্বাচ্য শব্দহীনতা শুকনো নদীর অববাহিকায় স্রোতস্বিনী সাজে, এর নাম বোধহয় প্রণয়িনী ছল। গোপন অভিসার [ বিস্তারিত ]