
প্রিয় ১৯,
তোমাকে বিদায় দিতে হবে এটাই চিরন্তন সত্য। বিগত বছর গুলোর মতো একটু একটু করে তুমিও হয়ে যাবে স্মৃতি। পুরোনো স্যাঁতস্যাঁতে কিছু স্মৃতি। যে স্মৃতি মাঝে মাঝে রোমন্থন হবে ঠিকই কিন্তু কোনো বিশেষ অর্থ বহন করবে না আমাদের জীবনে। কি আর করার বলো আমরা এমনিই।
আমরা যে স্মৃতি আঁকড়ে বাঁচতে পারি না। তাই তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাকে বিদায় জানাতে মরিয়া হয়ে উঠেছি। তোমাকে ভুলতে তৎপর হয়ে উঠেছি অথচ নতুন বছরে যখন হৃদয়ের শুকনো বালিতে কষ্টরা তাদের ধারালো পা দিয়ে আঁচড়ে দেবে, আঘাত করবে তখন কিন্তু ক্ষণিকের জন্য হলেও সেই তোমাকেই মনে পড়বে। সেই তোমাতেই ফিরতে চাইবে, সেই তোমাকেই বলবে ফিরে আসতে। কিন্তু সে যে আর কখনো সম্ভব নয়। কারণ যা যায় তা আর কখনো ফিরে আসে না। স্মৃতিতে ফিরলেও বাস্তবে তা ফিরে আসে না। সেই সব সুখের মুহূর্ত, ভালোলাগার আর ভালোবাসার মুহূর্ত গুলো আজন্ম স্মৃতি হয়ে থাকলেও দুঃখের মুহূর্ত, খারাপ লাগার মুহূর্ত গুলোই বেশি রোমন্থন হয়, হচ্ছে, হবে। আমরা বড়ই অদ্ভুত আর বিচিত্র প্রাণী।
খুব ভালো থেকো ১৯। জানি তোমারও কষ্ট হবে আমাদের ছেড়ে যেতে কিন্তু তবুও যে যেতে হবে। এটাই চিরাচরিত নিয়ম, প্রকৃতির নির্মম পরিহাস। মর্মান্তিক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাই তোমাকে জানাই বিদায়। স্মৃতির অতল গহ্বরে থেকেও ভালো থেকো প্রিয়। তোমার জন্য রইলো অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা।
প্রিয় ২০,
পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানাতে হয় এটাই চিরাচরিত নিয়ম। আমরা কেউ এই নিয়মের উর্ধ্বে যেতে পারি না বলেই পুরোনোকে নাচে গানে ঢাকঢোল পিটিয়ে বিসর্জন দিয়ে তোমাকে গ্রহণ করছি। আশা করছি তুমি সবার সব মনোবাসনা পূর্ণ করবে নিঃশর্তে। তুমিই হয়ে উঠে সবার সেরা। তোমার কাছে যার যা চাওয়া আছে সে সব গুলো চাওয়া পাওয়ায় পরিণত করবে। সবার জন্য সুন্দর সুখময় হয়ে উঠবে তুমি। তোমাকে বিদায় জানানোর সময় যেনো কারো কোনো আক্ষেপ না থাকে সে দিকে খেয়াল রেখো। কেউ যেনো আফসোস করে না বলতে পারে ২০ আমাকে কিছুই দেয়নি। অনেক শুভ কামনা রইলো তোমার জন্য। তোমাকে নিয়েই যেনো আগামীর দিনগুলো সুন্দর কাটে সবার। অনেক অনেক ভালো থেকো সবাইকে নিয়ে তুমি।
পুরোনো জীর্ণশীর্ণ অতীত ভুলে সুন্দর স্বচ্ছ শান্ত সুখময় হোক সবার বর্তমান ও ভবিষ্যৎ। সোনেলা পরিবারের সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নতুন বছর নতুনত্ব আর বিশাল প্রাপ্তি নিয়ে পুরাতনকে ভুলিয়ে দেবে এই কামনা রইলো। সুন্দর হয়েছে। শুভ নববর্ষ
সুরাইয়া পারভীন
নতুন বছরের শুভেচ্ছা রইলো দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
সোনেলা পরিবারের সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
সাথে আপনার জন্যও শুভ কামনা !
শুভ নববর্ষ !
সুরাইয়া পারভীন
নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
ছুড়ে ফেলাই যেন নিয়তি, কত অবলীলায় তা হয়েও যায়,
যাক না যে গেছে, এই মহতী উদ্যেগের শুভ কামনা জানাচ্ছি নূতন বছরে।
আপনিও ভাল থাকবেন অনেক করে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ সহ নতুন বছরের শুভেচ্ছা রইলো
ভালো থাকবেন সবসময় ভাইয়া
রুমন আশরাফ
নতুন বছর সবার ভাল কাটুক, ভাল থাকুক সবাই।
সুরাইয়া পারভীন
নতুন বছরের শুভেচ্ছা রইলো
আন্তরিক ধন্যবাদ জানবেন
তৌহিদ
পুরনো সকল গ্লানি মুছে যাক, নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি।
আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য অনেক শুভকামনা রইলো। লেখা ভাল লেগেছে আপু। নববর্ষের শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ সহ নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া। ভালো কাটুক সবসময়।
ফয়জুল মহী
অনেক সুন্দর লিখেছেন । আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ সহ নতুন বছরের শুভেচ্ছা রইলো
জিসান শা ইকরাম
পুরানো বাদ দিয়ে নয়, পুরানো স্মৃতিকে লালন করে নতুনের সাথে নিয়ে জয়গান গাবো।
শুভ নববর্ষ।
গ্ৰহণ, টাইপো – গ্রহণ
সুরাইয়া পারভীন
আমার কি দোষ? আমি ফোন থেকে ব্লগে লিখলে গ্ৰ এরকম ই 😭😭
অনেক বার চেষ্টা করেও ঠিক করতে পারিনি।
কপি করে দিলে আবার নেবে। কিন্তু টাইপ করলে নেয় না।
জিসান শা ইকরাম
অভ্র দিয়ে লেখেন?
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ সহ নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া। ভালো থাকুন সবসময়
সুরাইয়া পারভীন
গুগল কিবোর্ড এ বাংলায় লিখি তো
মনির হোসেন মমি
টুয়েন্টি টুয়েন্টি লাকী বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইল। জীবন স্মৃতিকাতর স্মৃতি জড় পদার্থ কেবল স্বরণে আসে বাস্তবতায় আসে না।তবুও ২০২০টির কাছে নিশর্তে চাওযাগুলো যেন হয় সবার মঙ্গলে।
চমৎকার উপলব্দি বিদায়ের সূরে স্বাগতমের আগমনে আশা আকাঙ্খার অনুভুতি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ সহ নতুন বছরের শুভেচ্ছা রইলো
ভালো থাকবেন ভাইয়া সবসময়।
সাবিনা ইয়াসমিন
আজকের দিন আগামীর অতীত। আজ-কাল সবই আমার। দিনগুলো শুভ হোক প্রতিদিন।
নতুন বছরের শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ সহ নতুন বছরের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময় 💓💓
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
সুরাইয়া পারভীন
নববর্ষের অনেক শুভেচ্ছা রইলো দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়