
– তুমি শাড়ি পরো?
– তুমি দাড়ি রাখো?
“শাড়িতে নারী হলে দাড়িতে কেন পুরুষ নয়!”
ভালোবাসা মানে
পাশাপাশি তুমি আমি, আর ঠান্ডায় বিরক্ত এক কাপ চা 🙂
ভালোবাসা মানে
তুমুল ঝগড়ার পর জানতে চাওয়া “ বাবু খাইছো? ” 🙂
ভালোবাসা মানে,
“তুমি একটা ফালতু,
তুমি একটা জঘন্যতম বাজে লোক..”
বলাবলির পর “আই লাভ ইউ জান/সোনা” বলতে পারার মনোবল রাখা 🙂
ভালোবাসার অনেক ধরণ,অনেক কারণ থাকে। কিন্তু ভালোবাসার প্রকৃত সংজ্ঞা সারাজীবন ভালোবেসেও সবটা জানা হয় না 🙂
********************************************************************************
ফেসবুকে ঘুরতে-ঘুরতেই বুঝলাম আজকে পুরুষ দিবস! (তাদের বসগিরি দেখতে দেখতে মনেই থাকে না যে তাদেরও একটা নির্দিষ্ট দি-বস আছে 😜)
যাইহোক, পুরুষ দিবসের শুভেচ্ছা রইলো সকল পুরুষের প্রতি। যারা নিজেদেরকে মনে-মানে-সম্মানে সত্যিকারের পুরুষের আসনে অধিষ্ঠিত রেখেছেন/ করেছেন তাদেরকে শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা জানাই।
যারা পুরুষ হয়েও নিজেদের পুরুষ ভাবতে চান না, মেয়েদের নামে ফেইক আইডি চালান, তাদেরও শুভেচ্ছা। আফটার অল দিন শেষে কেউই নিজেকে কাপুরুষের তালিকায় রাখতে চায় না।
পুরুষরা শুধু নামে/ লিঙ্গে নয় পুরুষত্ব ধারণ করুক নিজস্বতায়।
শুভ হোক পুরুষ দিবস 🌹🌹
ফিচার ছবি- নেট থেকে।
৩৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
অনেকের ক্রাশ অক্ষয় সাহেব লেখার মতই সত্যিকার পুরুষ। একটু বুড়ো লাগছে।😜
রুটি ভালো বেললেও পুরুষ হওয়া যায়। শরীরে শক্তি নারীর চেয়ে শক্তি বেশি,ক্ষমতা বেশি এসবের দিন আসলে শেষ।
নারীর সুরক্ষকই আসল পুরুষ।
যেহেতু পাশাপাশি থাকার অঙ্গীকার নিয়ে আমরা দাঁড়িয়ে সুতরাং আমরা নারীরাও তাদের জন্য হাজির শুভ কামনায়।
ভালো লাগলো এমন পোষ্ট। শুভ কামনা রইলো। শুভ দুপুর।🌹🌹
সাবিনা ইয়াসমিন
অক্ষয় কুমার অনেকের মতো আপনারও ক্রাশ নাকি! ছবিতে তাকে বুড়ো দেখাচ্ছে? ইচ্ছে করেই দিয়েছি, যেন আমার ক্রাশে অন্য কেউ ক্রাশ না খায় 😜😜
নারীর জন্য পুরুষকে অবধারিত করা হয়েছে, তেমনি পুরুষের অবারিত ভালোবাসায় নারী প্রাধান্য পেয়েছে। দুইয়ে মিলেই জগৎ-সংসার-সমাজ। তাই কেউ কাউকে উপেক্ষা অবহেলায় না রেখে সমানুপাতিক ভাবে মেনে নেয়াই সম্পর্কের সার্থকতা।
প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অক্ষয় রে নিয়ে চুল টানাটানি, মারামারি, কাইজ্যা কইরেন না। লাইনে দাঁড়িয়ে যান , সবাইকে সমান ভাগ দেয়া হবে 😋😋
রোকসানা খন্দকার রুকু
যার যতটুকু নেবার সে সব অবস্থায় নিতে পারে। ক্লিন শেভ আর পাকা দাঁড়িতে কিছু যায় আসে না।😜😜
রোকসানা খন্দকার রুকু
দিদিভাই আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যাথা করলেও পাবো না। তাই আশায় জীবন না ভাসাই। সাবিনা আপুরই থাক।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, সে আমারই। টানাটানি ভাগাভাগির দরকার নেই। যার যেমন মন চায় তেমন করেই নিজের বানিয়ে নিন 😜
সুপর্ণা ফাল্গুনী
সাবিনা আপু ভাইয়া জানে তো এসব কথা ?🤭🤭। শুভ কামনা রইলো অবিরাম
শামীম চৌধুরী
এটা ভাল লাগছে। পুরুষ হয়েও যারা নারী নামে ফেক আইডি চালান।
আসলে আপু দিন শেষে নারী-পুরুষ সবাইকে আয়নার সামনে দাঁড়াতে হয়। আর তখনই সারাদিনের কর্মগুলি ভেসে উঠে।
খুব সুন্দর লিখেছেন।
সাবিনা ইয়াসমিন
সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ভাইজান। শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
পুরুষরা শুধু নামে/ লিঙ্গে নয় পুরুষত্ব ধারণ করুক নিজস্বতায়।
সেটাই আসল।
ভালো বলেছেন, দিদি।
সাবিনা ইয়াসমিন
একদম ঠিক। নিজের স্বকীয়তা ত্যাগ করলে তার কোনো মূল্যায়ন থাকে না। শুভেচ্ছা তোমাকে 🌹🌹
ফয়জুল মহী
পুরুষরা শুধু নামে/ লিঙ্গে নয় পুরুষত্ব ধারণ করুক নিজস্বতায়।
শুভ হোক পুরুষ দিবস , চমৎকার ।♥️♥️♥️
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই। শুভেচ্ছা রইলো 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো বলেছেন আপু। পুরুষরা শুধু নামে/লিঙ্গে পুরুষ না হোক। পুরুষ ছাড়া নারী অর্ধেক আর নারী ছাড়া পুরুষ ও অর্ধেক। শুভ হোক পুরুষ দি-বস। ভালো থাকবেন সুস্থ থাকবেন
সাবিনা ইয়াসমিন
দুজন দুজনের পরিপুরক। তাই দুপক্ষই মানে সম্মানে অটুট থাকুক।
আপনিও ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
শুভেচ্ছা আপনাকেও।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মমি ভাই।
শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপায়ন বড়ুয়া
পুরুষরা শুধু নামে/ লিঙ্গে নয়
পুরুষত্ব ধারণ করুক নিজস্বতায়।
বলেছেন যতার্থ।
তা নাহলে যে পুরুষ নয়।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
শুধু নামে লিঙ্গে যে নিজেকে পুরুষ দাবী করে, সে পরিপূর্ণ পুরুষ নয়। নারী সার্থক হয় তার নারীত্বের গুণে, তেমনি পুরুষ জনম সার্থক করতে হয়ে নিজস্ব স্বকীয়তায়।
অনেক ধন্যবাদ দাদা। শুভেচ্ছা আপনাকে 🌹🌹
জিসান শা ইকরাম
ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসা। একে সম্পূর্ণ ভাবে সংজ্ঞায়িত করা যায় না।
পুরুষ দিবসও আছে! জানতামই তো না। এই দিবসের প্রতিপাদ্য বিষয় কি, তাও জানিনা।
পুরুষ হোক সত্যিকার পুরুষ, ভেজাল মুক্ত।
শুভেচ্ছা আপনাকে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সংজ্ঞা বানানে ভুল ছিলো! ধন্যবাদ 🙂
ভেজাল মুক্ত সত্যিকারের পুরুষদের জয় হোক।
শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর 🌹🌹
আলমগীর সরকার লিটন
শাড়ির সাথে দাড়ি কথা কেমন জানি মনে হলো কবি আপু
সাবিনা ইয়াসমিন
বাঙালী নারীদের প্রায়ই এমন কথা শুনতে হয়, শাড়িতেই নারী। হয়তো তাকে সম্পূর্ণ নারীরুপে দেখার জন্য পোশাকের ক্ষেত্রেও বৈশিষ্ট্যময় হতে হয়। কিন্তু কিছু পুরুষ শুধু নাম আর দেহগত বৈশিষ্ট্য নিয়েই পুরুষ থাকতে চায়। শাড়ী/ দাড়ির ব্যাপারটা প্রতীকি অর্থে ব্যবহার হয়েছে।
প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। এমন প্রশ্ন লেখায় মনোযোগ বাড়ায়। ভালো থাকুন লিটন ভাই, শুভ কামনা রইলো 🌹🌹
ছাইরাছ হেলাল
প্রথমে বেশ কড়কড়া লেখা!!
আর পরে,
ফেসবুক !! আমি কিছু-ই জানি না, কোন সে দিবস-ফিবস!!
সাবিনা ইয়াসমিন
হায়রে, কি লিখবো আর কি লিখবো না তারই কূলকিনারা পেলাম না আজও 🙁
এটা ছিলো পুরুষ দিবস, মানে আপনাদেরই দিবস। আমি ইক্টু শুভেচ্ছা দিলাম আর কি।
নিন মহারাজ, শুভেচ্ছা শুভ কামনা নিয়ে ধন্য হোন।
ছাইরাছ হেলাল
এবার ঠিক আছে।
আরজু মুক্তা
পুরুষ দিবস সফল হোক
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🌹🌹
তৌহিদ
একজন পুরুষ নারী ছাড়া অসম্পূর্ণ। কাজেই পুরুষ দিবসে একজন নারী ব্লগারের কাছ থেকে এরকম পোস্ট অবশ্যই সকল পুরুষ ব্লগারদের জন্য আনন্দদায়ক এবং উদ্দীপনার।
শুভকামনা আপনার জন্যও আপু।
সাবিনা ইয়াসমিন
সৃষ্টিকর্তা আমাদের তৈরী করেছেন একে অপরের পরিপুরক করে। এটা অস্বীকার করার কোন কারন নেই। শুভেচ্ছা আপনাকে ভাই। ভালো থাকুন 🌹🌹
দালান জাহান
মর্মে আঘাত করেছেন কবি। পুরুষ হোক পুরুষের মতো। খুব সুন্দর বিষয়। অভিনন্দন আপনাকে
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দালান ভাই। শুভেচ্ছা ও শুভ কামনা আপনাকেও 🌹🌹
আশরাফুল হক মহিন
পুরুষ ছাড়া নারী অর্ধেক আর নারী ছাড়া পুরুষ ও অর্ধেক ।
শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ঠিক বলেছেন, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ।
এত আগের পোস্ট পড়ে মন্তব্য দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹