এই ব্লগে অনেকদিন ধরেই ভাবছি যে কিছু লিখবো,সবার লেখাই আমি কম বেশি পড়ি,কোন মন্তব্য করিনা। মন্তব্য দেবো কিভাবে, আমার তো এখানে আইডিই ছিলো না। ব্লগার সাবিনা আপুর বদান্যতায় এখানে শেষ পর্যন্ত নিবন্ধন করেই ফেললাম।
এখানে অনেক সম্মানিত লেখক ও পাঠক রয়েছেন, তাই ভয় হয়, কি না কি লিখবো। যদি আবার কোনো ভুল টুল হয়ে যায়!
আসলে আমি সবসময়ই মানুষ কে হাসাতে পছন্দ করি তাই লেখাগুলোও অনেক হাস্যকর হয়। আমার আবেগ যে নেই তা কিন্তু নয়। আবেগ কে বলেছি তুই সাবেক জায়গায় থাক, ভবিষ্যতে হাসি নিয়ে মরতে চাই আর ভালো কিছু করতে চাই। যাইহোক গতকাল ফেইসবুকে একটা পোষ্ট করেছিলাম পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে-
আমার মাথার চুল কমে যাওয়াতে মাঝেমধ্যে পেঁয়াজ ঘসি কিন্তু এই ঘসাটা বেড়ে যায় যখন পেঁয়াজের দাম বাড়ে। তো গতকাল একটা পেঁয়াজ কুচি করে মাথায় ঘসতে ছিলাম, এর মধ্যে আম্মু এসে বললো ‘ সারা বছর তো দেওনা যখনই দাম বাড়ে তখনই কি তোর দিতে ইচ্ছে করে?’ আমি বললাম হ্যাঁ আম্মু,আর কেনো দেই জানো? কারন এখন যেহেতু দাম বেড়েছে সেহেতু ওদের কার্যক্ষমতাও হয়তো বেড়েছে, এখন ঘসলে ৯০/১০০টা পর্যন্ত চুল গজাতে পারে আর আগে ঘসলে ডেইলি ৩০/৩২ টা পরে যেত। আম্মু বললো ‘ আমাকে আর জ্ঞান দিতে হবেনা মোবাইল দিয়া পেঁয়াজের ছবি তুইল্যা কাইল থেইকা মোবাইলের লগে মাথা ঘস 😭 । ‘
আসলে এই পোস্ট টা হাস্যকর হলেও এখানে আমার দেয়া একটা বার্তা ছিলো আর আম্মুর কথারো যুক্তি ছিলো, এভাবে দাম বাড়লে আসলেই সবার এই পন্থাই অনুকরণ করতে হবে। রান্নার সময় আগে থেকেই মোবাইলে পেয়াজের ছবি রান্নার সামনে রেখে রান্না করতে হবে 🙂
২৫টি মন্তব্য
শাহরিন
হা হা হা, আপনার আম্মুকে আমার সালাম জানাবেন। সঠিক বলেছেন একদম।
অনেক অভিনন্দন সোনেলায়। আশাকরছি সব সময় সোনেলার পাশে থাকবেন। ধন্যবাদ।
আহমেদ ফাহাদ রাকা
ইনশাআল্লাহ ❤️
সাবিনা ইয়াসমিন
সুস্বাগতম সোনেলা ব্লগ পরিবারে। 🌹🌹
লেখার মুল কমেন্ট নিয়ে কিছুক্ষন পর আসছি। ততোক্ষনে উঠোনটা ঘুরেঘুরে দেখুন। 😊😊
আহমেদ ফাহাদ রাকা
❤️❤️❤️❤️❤️❤️
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম আপনাকে।
রম্যর মাধ্যমে সমসাময়িক পিঁয়াজের মূল্য বৃদ্ধিকে উপস্থাপন করলেন,
সবাই এটি পারেনা।
ভালো লেগেছে পোষ্ট।
নিয়মিত লেখুন,
অন্যের লেখাও পড়ুন।
শুভ কামনা।
আহমেদ ফাহাদ রাকা
ধন্যবাদ আপনাকে
নিতাই বাবু
পেঁয়াজের দাম শুধু আমাদের দেশেই বাড়েনি দাদা, ভারতেও কিন্তু বেড়েছে! তো পেঁয়াজের দাম বাড়তে থাকুক, যতি খুশি তত। আমার কথা হলো, পেঁয়াজের কুচি মাথায় ঘোষলে চুলের কীরকম উপকার হয়? এবিষয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে।
আহমেদ ফাহাদ রাকা
আপনার মাথায় তো বেশ ভালোই চুল রয়েছে দাদা
উপকার হয় একটাই যে মাথায় ঘসলেই একটা শান্তনা পাবেন যে আপনি পেঁয়াজ ঘসেছেন,আর তা যদি হয় বেশি দামী পেঁয়াজ,তাহলে তো কথাই নাই,চুল ওঠা না ওঠা এটা নির্ভর করে পেঁয়াজের মেজাজের উপর,আর দামের কথা যে বললেন আমিও চাই এই পেঁয়াজের কেজি কোটি টাকায় পরিনত হোক, বাড়ুক ভোগ,হোক দুর্ভোগ কেউ বা হাসুক আর কেউ বা পালন করুক শোক,
নিতাই বাবু
দারুণ মাতেলেন, দাদা। মুগ্ধ হলাম।
আহমেদ ফাহাদ রাকা
ধন্যবাদ দাদা ❤️
শিরিন হক
আপনার দেয়া পেয়াজের ছবি দিয়াই ভাবছি কাল রান্না করমু।
আহমেদ ফাহাদ রাকা
হাহা হা 😂😂😂মজা পেলাম অনেক
সাবিনা ইয়াসমিন
মাথায় পেঁয়াজ ঘসলে চুল বাড়ে? আবার দাম বাড়ার সাথে সাথে এর কার্যক্ষমতার উন্নতি-অবনতি ঘটে!! আগে জানতাম না। কত কিছু যে অজানা থেকে গেলোরে….🙇🙇
অনেক অনেক লিখুন, পড়ুন অন্যদের গুলোও। সকলের সাথে মিলেমিশে মুখোরিত রাখুন সোনেলার উঠোন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
আহমেদ ফাহাদ রাকা
❤️❤️❤️❤️❤️ নিজেকে এইখানে সামিল করতে পেরে অনেক ভালো লাগলো, দোয়া করবেন আমার জন্য,
আরজু মুক্তা
আসলেই তাই হয়েছে। আমরা কৃপণের মতো হিসেবি হবো। ছবি তুলে রান্না করব।
হায়! পেঁয়াজ।
আহমেদ ফাহাদ রাকা
এভাবে চলতে থাকলে তো তাইই করতে হবে 😭
মোঃ মজিবর রহমান
চুল আর কয়টা আছে পেয়াজের ঝাঝে!!!
হায় আমরা দাম বাড়া দেখলেই কি না কি হই কেন বেশি করে। কিন্তু দুই একদিন পর দাম ঠিকই কম্ব। সোনেলার সবার প্রিয় আশা রাখি আওঅঅনি নিয়মিত আসবেন। শুভেচ্ছা নিরন্তর। 💜💛💚💙❤
আহমেদ ফাহাদ রাকা
ইনশাআল্লাহ নিয়মিত আসবো ❤️
মোঃ মজিবর রহমান
দোয়া রইল আল্লাহ সুস্থ রাখুক ভাল লেখুন।
চাটিগাঁ থেকে বাহার
ব্লগকে ভয় না করে জয় করুন। পড়ুন, মন্তব্য করুন, সমালোচনা করুন ও নিজে লিখুন। শিখার জন্য ব্লগ একটি বিশাল প্লাটফরম।
আপনাকে স্বাগতম!
আহমেদ ফাহাদ রাকা
অসংখ্য ধন্যবাদ ❤️
তৌহিদ
স্বাগতম জানাচ্ছি সোনেলায়। রম্য লেখায় পেঁয়াজকে নিয়ে এসে লেখাটিতে প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন সুন্দর ভাবে।
লিখুন আপনার মত করে।
আহমেদ ফাহাদ রাকা
ধন্যবাদ জনাব
মনির হোসেন মমি
হা হা হা
সোনেলায় অভিনন্দন ভাইয়া।সোনেলার কষ্ট এই একটাই এখানে কেউ তাকে তেমন ভাবে মন খুলে হাসাতে পারে না । যাক দেরীতে হলেও সোনেলা এবার একজনকে পেল।এবার জমবে হাসির মেলা।
চমৎকার একটি গুরুত্বপূর্ণ পোষ্ট কেমন হাস্যরসে দিলেন।ভাবলে অনেক কিছু না ভাবলে কিছুই না। এ দেশের চালকদের বোধদয় ঘটুক এটাই কাম্য।
আহমেদ ফাহাদ রাকা
অসংখ্য ধন্যবাদ ❤️ ইনশাআল্লাহ পাশে আছি