পিতা

রিমি রুম্মান ১৭ মার্চ ২০২১, বুধবার, ১০:২২:৩০অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

পিতা,

কয়েক শতাব্দী পর আপনি ফিরে এলে
শুন্য বিষণ্ণ উঠোনে বুক পেতে শুয়ে থাকা
ধূসর ঘাসেরা সবুজ সতেজ হয়ে উঠবে

দীর্ঘ অনুপস্থিতির দেয়াল ফুঁড়ে আপনি ফিরে এলে
পাখিরা গেয়ে উঠবে প্রার্থনা সংগীত
কাঠবেড়ালি ডালে ডালে লেজ নাচিয়ে উল্লাস প্রকাশ করবে
আপনাকে দেখবে নির্নিমেষ

হাতের মুঠোয় লুকিয়ে রাখা নিভু নিভু জোনাক
উজ্জ্বল থেকে উজ্জলতর আলো ছড়াবে
সমুদ্র তলদেশে ছুটে বেড়ানো মাছেরা ভেসে উঠবে
একযোগে জানতে চাইবে, এতোদিন কেমন ছিলেন ?

১৭ই মার্চ
রিমি রুম্মান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

ছবিটি এঁকেছেন – মুক্তিযাদ্ধা তাজুল ইমাম

৬৬২জন ৫৬৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ