আমার অনেক গুলা হিন্দু ফ্রেন্ড আছে। আমি বিভিন্ন সময়ে তাদের বাসায় যাই এবং খাই। আমার এসব নিয়ে কোন মাথা ব্যথা নাই। আমার বরং ভালো লাগে ওদের নিয়ম কানুন গুলা জানতে। ওদের সাথে কাটানো সময় গুলা আমার মনে লেগে থাকে অনেক সময় ধরে। মা বাবা এক সময় বলতো কিছু মিছু,এখন আর কিছু বলেনা।
কিন্তু আমার আসে পাশের অনেকের দেখি এসব নিয়ে ভিশন মাথা ব্যথা ওঠে। আমি ফ্রেন্ডদের বাসা থেকে ঘুরে আসলেই শুরু করে দেয় উকিল v চোর টাইপের প্রশ্ন। আমি সাধারণত সে গুলা এরায়ে যাই বরাবর। সমবয়সী বা ছোটরা কিছু জানতে চায় না বা চাইলে ফাইজলামো উত্তর করেই পার পেয়ে যাই।
তবে এবারে একটু অন্য রকম গেছে পূজার সময় টা। ছোট গুলা কেউ কোন প্রশ্নই করে নি। আমি আশাই করি নি এমন এক জন আমায় প্রশ্ন করে( সম্পর্ক টা উহ্য রাখছি)।
-কই গেছিলা?
– রায়দের বাসাই।
– তুমি এখনও যাও?
– হ্যা যাই তো, রায় আমার খুব ভালো ফ্রেন্ড।
– নিশ্চয় খেয়ে আসলা? খারাপ লাগলো না?
– হা খেয়ে আসলাম। খারাপ লাগে নি কারন ও আমার ফ্রেন্ড।
-আমি তোমার কাছ থেকে এগুলা আশা করি নি। তুমি জানার পরেও যাও,খাও,ওদের সাথে চলাফেরা করো, তুমি পাপ রাখার যায়গা পাবে না দেখো।
-( আমি নিশ্চুপ)
এখন আমার প্রশ্ন হলো, পাপ পূন্য জানার মালিক কি মানুষ? আমি হিন্দু ফ্রেন্ডদের সাথে চলাফেরা করি বলে যদি আমার পাপ হয় তবে যারা সারাদিন স্টার জলসা আর জী বাংলার সিরিয়াল গুলাতে হিন্দুদের সব নিয়ম কানুন দেখে তাদের পাপ হয় না? এই চ্যানেল গুলার দেখার জন্য আপনার আমার সব মুসলমান ঘরে সকাল সন্ধা উলুধ্বনি পরে তাতে পাপ হয় না? বড় বড় হটেল রেস্টুরেন্ট এর হিন্দু সেফ দের হাতের রান্না খেয়ে সন্তুষ্টির ঢেকুর তোলে তখন পাপ হয় না? হিন্দুদের পাতা দই বা বানানো মিষ্টি খুব ভাল বলে অন্য কোন দই মিষ্টি না কিনে ওগুলাই চরা দামে কেনা হয়, খুব আয়েশ করে খাওয়া হয় তখন পাপ হয় না? জীবন বাঁচানোর প্রয়োজনে যখন হিন্দুদের রক্ত কোন মুসলমানের গায়ে প্রবাহিত হয় তখন পাপ হয় না। তখন কোথায় যায় সব আদর্শ?
আমার মতে যারা হিন্দুদের সাথে চলাফেরা নিয়ে কটুক্তি করে তারা সেই টাইপ মুসলমান যারা ফরজের চেয়ে নফল আর ওয়াজিব কেই বেশি প্রাধান্য দেয়।
২০টি মন্তব্য
কবীর হুমায়ুন
মানুষ হিসেবে দেখাই শ্রেয় – জাত নয় ।
মেহেরী তাজ
এমন চিন্তা ভাবনা করায় আমাকে অপদস্থও হতে হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
দারুন আপু, সমাজের অসংগতি তুলে এনেছেন।
ধন্যবাদ রইলো।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া।
সঞ্জয় কুমার
মানুষকে ধর্মের মাপকাঠিতে বিচার করাই নির্বুদ্ধিতা ।
আপসোস তাদের জন্য যারা না হতে পারল ধার্মিক না মানুষ ।
মেহেরী তাজ
আসলেই আপসোস তাদের জন্য ।
স্বপ্ন নীলা
সঞ্জয় কুমার বলেছেন —
মানুষকে ধর্মের মাপকাঠিতে বিচার করাই নির্বুদ্ধিতা ।
আপসোস তাদের জন্য যারা না হতে পারল ধার্মিক না মানুষ ।———–সহমত —
আমারও অনেক হিন্দু বান্ধবী এবং কলিগ আছেন যাদের বাসায় আমি খাই —
আসা যাওয়া আর খাওয়া — এসব আন্তরিকতাকে বাড়িয়ে দেয় — সবাই মিলে মিসে থাকলে আরো বেশি ভাল লাগে — অনেক বিষয় জানা ও শেখা যায় —
শুভকামনা রইল
মেহেরী তাজ
মানুষকে বিচার করতে হবে মনুষ্যত্ব দিয়ে, ধর্ম দিয়ে নয় আপু। আমরা প্রায় সবাই ভুল করি।
খেয়ালী মেয়ে
আমারও অনেক হিন্দুফ্রেন্ড আছে–আমার হোস্টেল লাইফে আমার রুমমেটও ছিলো হিন্দু–যাদের সাথে চলাফেরায় আমার কখনোই মনে হয়নি যে আমরা আলাদা কিছু…..
মেহেরী তাজ
বেশ কিছু মানুষ আছেন, যারা এই বিভেদ সৃষ্টি করে রাখে, এরা নরকের কিট।
অলিভার
আমাদের সমস্যা, আমরা পুরানো খেয়ালেই আটকে আছি। সময়ের সাথে সম্পর্কের সঠিক মূল্যায়নটা বুঝতে পারছি না। আবার কেউ সঠিক মূল্যায়ন করতে গেলেও সেখানে বাধ সেধে দাঁড়াচ্ছে এই পুরাতন ধ্যান ধারনা। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে ছোট বড় সকলের। দুনিয়া হাটি হাটি পা পা করে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমরা এই ধর্মের নামে বিভেদ লুপটা থেকেই এখনো বেরুতে পারছি না। আর এভাবে চললে আমাদের সামনে এগুতেও হবে না বোধ করি।
মেহেরী তাজ
দৃষ্টি ভঙ্গি কি আসলেই পাল্টাবে আমাদের সমাজ ? ধন্যবাদ ভাইয়া।
সীমান্ত উন্মাদ
এটা কোন কথা হলো, আমারো অনেক হিন্দু ফ্রেন্ড আছে তারা আমার বাসায় আসে দুমছে খাই দাই করে আমিও যাই তাদের বাসায়। কে কোন ধর্মের তার চেয়ে বরউঘ ব্যাপার তারা আমার বন্ধু তার চেয়ে বড় আমরা মানুষ
মেহেরী তাজ
এমন ভাবনা যদি সবাই করতো, তাহলে হিন্দুরা দেশ ত্যাগ করতোনা। ধন্যবাদ আপনাকে।
হৃদয়ের স্পন্দন
ব্যাপার টা হলো মানুষের মন একেক জনের একেক রকম , আমি মানুষ ধর্ম কে বড়ই জানি, আমার জানামতে প্রত্যেক টা ধর্মেই বলা আছে কোনো ধর্ম বা মানুষকে ছোটো করে বলা বা তার ধর্ম নিয়ে কথা বলার মত রাইট নাই কোথাও, মানুষ মানুষ ই, ধর্ম মানুষের জন্য তৈরি যেনো তারা পাপ না করে, তবে হিন্দুর সাথে মুসলমান মিশলে পাপ হবে আর এটা মুসলমান রা বিশ্বাস করে আজ শুনলাম, আমার জানামতে হিন্দুরা মুসলমান দের এড়িয়ে চলে অপবিত্র হবার ভয়ে, যাই হোক লম্বা ভাষন দিয়ে ফেললাম একটাই কথা মানুষ মানুষুই , মানুষের উপর কিছু নাই, পাপ পূন্যের বিচারক আল্লাহ্, যাদের হিন্দু মুসলিম নিয়ে চুলকানি আছে তারা আসলে ভিন গ্রহের বাসিন্দা অথবা আদি অমানুষ
মেহেরী তাজ
আমরা হিন্দুদের ভালোভাবে রাখিনা ভাইয়া। তাঁদের অব্যাহত দেশ ত্যাগ এটাই প্রমান করে। ধন্যবাদ আপনাকে।
ঘুড্ডির পাইলট
ভিন্যধর্মালম্বিদের সাথে চলাচলে নিজের প্রতি আমার ব্যাক্তিগত কোন নিষেধ নেই । কিন্তু ওদের বাড়িতে সব ধরনের খাবার খেলেও মাংস জাতীয় খাবার কেন যেন টেস্ট লাগে না । তাই খাই না । এটা কেন হয় আমি নিজেও জানি না ।
মেহেরী তাজ
অনেকেই এটা পারেননা। তবে এদের সাথে মেশা যাবেনা, এটা মানা যায়না। ধন্যবাদ ভাইয়া।
বনলতা সেন
এগুলো মেনে বন্ধুদের ছাড়তে পারব না কিছুতেই। তাতে পাপ পূণ্য যা হয় হোক।
মেহেরী তাজ
ধন্যবাদ আপু,আপনি ঠিক বলেছেন।