
পাত্রী দেখ বিয়ে করব
ধার্মিক মেয়ে চাই,
বোরখা পরবে, পর্দা করবে,
স্বর্গে নেব ঠাঁই।
মেয়ে ধার্মিক, নামাজ পড়ে,
ছেলে কেমন বলো?
ছেলে ভালো, চালাক চতুর,
টাকা কামায় কালো।
ঘুস দিয়েছে, চাকরি হবে
ঠেকায় কে তারে
পায়ের ওপর হাত পা তুলে
খায় আর ঘুরে।
পড়ালেখা কদ্দূর ছেলের?
উচ্চ শিক্ষিত।
পড়তে কি আর হয় আজকাল?
সনদ বেচে কত!
লাখে একটা এই ছেলেটা
নামাজী পাঁচ বেলা
লেনদেন করে নয়ছয় করা
বাঁ হাতের খেলা।
মেয়ে চায় সৎ পাত্র
নিজেও ধার্মিক,
ছেলে তো নামাজ পড়ে
সে কি অধার্মিক?
নামাজ পড়ে, ঘুস খায়
নয়তো অধার্মিক
তবে কি, ছেলেটা বোধহয়
আস্তো বকধার্মিক!
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
নামাজ পড়ে, ঘুস খায়
নয়তো অধার্মিক
তবে কি, ছেলেটা বোধহয়
আস্তো বকধার্মিক!
দারুন উপমায় সুন্দর লেখা ভাল লাগল।
নীরা সাদীয়া
নিজেরা যেমন তেমন, পাত্রী খোঁজে সেই ধার্মিক।
মোঃ মজিবর রহমান
অন্যের ঘাড়ে চইড়া উত্ত্রাইতে চাই আপি।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার উপস্থাপন। ছন্দটা দারুন লাগলো। বিয়ে করতে গেলে সবাই ধার্মিক , শিক্ষিত, সুন্দর খুঁজে। মনের সৌন্দর্য কেউ খুঁজে না। ভালো থাকুন
নীরা সাদীয়া
মনের সৌন্দর্য বোঝার মত ক্ষমতা সবার নেই আপু।
সুরাইয়া পারভীন
দারুণ দারুণ লিখেছেন আপু
নিজেরা অসৎ কিন্তু ধার্মিক পর্দাশীল মেয়ে খোঁজে
জান্নাতে যাবে বলে
রম্য হলেও বাস্তবতার চিত্র
নীরা সাদীয়া
সেটাই। নিজে ধার্মিক হোক বা না হোক, পাত্রী খোঁজে ধার্মিক। এটাই এসমাজের কুটিল দিক।
ইঞ্জা
চরম চরম এক লেখা দিলেন আপু, দারুণ লাগলো।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সমাজের পঙ্কিল এবং কুৎসিত দিকটা খুব সুন্দরভাবে তুলে এনেছেন —- নামাজ পড়ে, ঘুস খায়
নয়তো অধার্মিক
তবে কি, ছেলেটা বোধহয়
আস্তো বকধার্মিক!
প্রীতিময় শুভেচ্ছা রইলো।
নীরা সাদীয়া
আপনাকেও অনেক ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
নিতাই বাবু
ছেলেটা সত্যি সত্যি বদধর্মীক! মেয়ে পছন্দ হয়েছে, কবিতা পছন্দ হয়েছে, ভালো লেগেছে। কিন্তু আজকালকার ঘুষখোর ছেলেগুলো মোটেও পছন্দ হয় না।
তবুও হ্যাঁ, সত্যি ভালো লেগেছে।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ। ঘুসখোরদের আমারও পছন্দ নয়।
ফয়জুল মহী
চমৎকার ভাবব্যঞ্জণা I
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
সুরাইয়া নার্গিস
রম্যছড়ায় দারুন কবিতা, সত্যি আপু বাস্তব কথা গুলো লিখছেন।
আমরা ভুলে যাই দেহের সৌন্দর্য কয়েক বছর, মনের সৌন্দর্য সারাজীবন।
মনের দাম কেউ দেয় না আপু সমাজের তাই দেখি..
ভালো থাকবেন,
শুভ কামনা রইল
নীরা সাদীয়া
লম্বা, ফর্সা, সুশ্রী কত কিছু তাদের চাই!
অনেক শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
বেশ বাস্তবতার মিল আছে অনেক শুভেচ্ছা রইল কবি দিদি
নীরা সাদীয়া
বাস্তবটাকেই তুলে ধরার চেষ্টা করেছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
কামরুল ইসলাম
ভাল লিখেছেন
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
ছেলে হোক বা মেয়ে। বিয়ের কথা উঠলেই উভয়েই কোরবানির পশু হয়ে যায়। দেখে শুনে বুঝে বাছাই করে কোরবানি হবে টাইপ অবস্থা। আজকাল সবাই ধার্মিক, সব কিছু জায়েজ।
ভালো থাকুন আপু।
নীরা সাদীয়া
দেখে শুনে নেওয়া ভালো। কিন্তু তাই বলে মেপে ঝেপে, হাঁটায়ে, নাচায়ে দেখা কি ভালো? ঠিক বলেছেন যেন কোরবানির গরু।
আরজু মুক্তা
হা হা।
দারুণ বাস্তবতা!
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ আপু।