
উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু
হারিয়ে যাচ্ছে অসংখ্য পাতা!
একদিন আমার পাতাও হারিয়ে যাবে
বুঝতে পারি না- জানতেও পারি না
কোন পাতার সুঘ্রাণ- বড় মধুময়;
অথচ কষ্ট হয় তখনী, যখনী শুনতে হয়
সে পাতা আর নেই- ঝরে গেছে
গভীর মাটির মমতায়- কোথায় হারালো
জানা হলো না শুধু অভিমানে চলে গেলো!
কোথায়? সবটুকু মমতার কায়া রেখে গেলো
জানা হলো না স্বপ্ন পুরনে কথার আনন্দ
অথচ বিশ্বাসটুকু যে ধর্ম, সেই ধর্মের আলোকে
প্রার্থনা জানাই প্রভু- এ পাতা- সব পাতা-
জান্নাত দান করো প্রভু! পাতাগুলো অম্লান।
২৮ভাদ্র ১৪২৮, ১২সেপ্টেম্বর ২১
উৎসর্গঃ প্রয়াত শ্রদ্ধাভাজন আরজু মুক্তা আপু
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সবার সৃতিতে অম্লান, সবার অন্তরে জাগ্রত থাকবে। আল্লাহ তার দোষ গুলো ক্ষমা করে জান্নাতবাসি করুন। আমিন।
অনন্য অর্ণব
কিছু কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ে আলোড়ন তোলে, তেমনি একজন আরজু মুক্তা আপু। সোনেলা ব্লগের প্রতিটি লেখক পাঠকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন তিনি। তাকে ভুলতে পারবো না ভুলতে চাইলেও না।
সুপর্ণা ফাল্গুনী
তাকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তার স্মৃতি অম্লান হয়ে থাকবে সোনেলার আঙ্গিনায়। আপুর বিদেহী আত্মার শান্তি কামনা করছি
উর্বশী
এক অচেনা ঘুম পরীদের ভীড়ে মিলিয়ে গেল। স্মৃতির পাতার ডাইরিটা যেন এক অনন্য জায়গা খুঁজে পেল। ভালোবাসার এই উঠোনে চির জলজল করবে অবস্থান।যেখানেই থাকবেন,তিনি যেন ভাল থাকেন,মহান আল্লাহ পাক যেন সহান —- আমীন।
মনির হোসেন মমি
ভুলি কী করে যার এতো এতো ঘ্রান;।
ওপারে ভাল থাকুন শান্তিতে থাকুন।
চমৎকার বন্দনা।
সাবিনা ইয়াসমিন
সোনেলার স্মৃতির পাতায় তিনি অম্লান হয়ে থাকবেন।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন।
আমিন।
জিসান শা ইকরাম
সোনেলার পাতায় এবং ব্লগারদের হৃদয়ে তিনি অম্লান হয়ে থাকবেন।
আরজুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।