
ছোট্ট পাখিটা আসে রোজ
রোজ মানে রোজ-ই আসে,
ঠিক সন্ধ্যা ছুঁইছুঁই সময়ে এসে জানালার পাশে আম গাছের একটা ডালে বসে।
তার আমার দূরত্ব থাকে আধ-হাত,
জানালার এপাড় ওপাড় মুখোমুখি হয়ে বসে থাকি আমরা।
মাত্র সাতদিন
এত্তটুকুন একটা পাখি কেমন করে যেন সঙ্গী হয়ে গেলো!
প্রথম সন্ধ্যার প্রথম দেখায় অবাক করলো এক মূহুর্ত নিয়ে,
এরপর দিন-দুই অপার বিস্ময়, কেড়ে নিলো মনোযোগ,
তার-ও-পর নিশ্চিত করলো “সে” আসবে-ই রোজ!
থাকছে পাশে সন্ধ্যা হতে ভোর;
পাখি
আমার সখা-পাখি,
কেন আসো?
কার বার্তা নিয়ে!
সঙ্গ দিয়ে সঙ্গী হলে কার প্রহরী হতে!
উৎসর্গ-তোমাকে:)
*ছবি- আমার।
২৫টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
সাবধানে সি সি লাগিয়ে বসে আছে কিন্ত ! ছোট হলে কি হবে সব খবরই দেবে কিন্তু?
মায়া খুব মারাত্বক জিনিস। কারও ওপর পরলে ছাড়তে চায় না। এমন করেই রোজ এসে পাশে পাশে থাকে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মায়াতেই সব হয়, মায়া না থাকলে কেউ কাছে থাকে না, সাথেও।
সি সি! এটাতো ভেবে দেখিনি! এখন থেকে তাহলে পাখিটার খাতির যত্ন বাড়িয়ে দিতে হবে, বলা যায়না কখন কোন আগডুম বাগডুম বার্তা নিয়ে যায়!
সুন্দর এবং প্রথম কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌹🌹
সঞ্জয় মালাকার
দিদি, অনেক দিন পর আপনার লেখা পড়লাম, পড়ে মুগ্ধ হলাম,
ভালো থাকবেন দিদি শুভ কামনা রইলো //
সাবিনা ইয়াসমিন
অনেক দিন পর আপনার কমেন্ট পেয়ে আমারও ভালো লাগছে দাদা।
নিয়মিত হোন, আপনার জন্য শুভ কামনা রইলো।
🌹🌹
প্রদীপ চক্রবর্তী
পাখিটি অত্যন্ত প্রেমিক।
পাখিটি আপনার সখা।
তাই আসে রোজ খবর নিতে, আসে পলকভরে দেখতে।
.
হোক পাখির সাথে প্রেম, জড়িয়ে পড়ুক আপনভাবনা গুলো।
ভালো লাগলো,দিদি।
ছবিটাও অসাধারণ।
সাবিনা ইয়াসমিন
বাহ দারুণ বলেছো প্রদীপ।
পাখির সাথে প্রেম! হু, হতে পারে। নিজে নিজে যে কাছে আসে তার সাথে প্রেম হয়েই যায়।
লেখা দিও, ব্লগ ছেড়ে আর কত দূরে থাকবে?
আরজু মুক্তা
প্রকৃত বন্ধু তো এভাবেই পাশে থাকে।
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
প্রকৃত বন্ধুত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার। সৌভাগ্যবান/বতীরাই প্রকৃত বন্ধুর সাহচর্য পায়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
ছোট্ট পাখিটা আসে
রোজ আসে মানে রোজ-ই আসে,
ঠিক ছুঁইছুঁই সন্ধ্যা সময়ে,
জানালার পাশে আম গাছের ডালে বসে।
দূরত্বে থাকে, মাত্র আধ-হাত
জানালার এপাড়ে ওপাড়ে মুখোমুখি আমি,আমরা।
মাত্র সাতদিন
এত্তটুকুন একটি পাখি কেমন করে
হয়ে গেলো সঙ্গী-প্রাণ!
সন্ধ্যার প্রথম দেখায় অবাক মূহুর্ত,
এরপর দিন-দুই অপার বিস্ময়, কেড়ে নিলো প্রাণ;
তার-ও-পর নিশ্চিত করলো “সে” আসবে-ই রোজ!
থাকছে পাশে সন্ধ্যা হতে ভোর;
পাখি,
আমার সখা-পাখি,
কেন আসে?
কার বার্তা নিয়ে!
সঙ্গ দিয়ে সঙ্গী হলে,
কার প্রহরী হতে!
নির্ভেজাল কপি-পেস্ট!!
সাবিনা ইয়াসমিন
আমারতো এমন কপি-পেস্টই চাই!
কপি করে কুপি ধরিয়ে পথ দেখানো অব্যাহত রাখুন মহারাজ, এটা অনুরোধ নয় দাবী।
আর হ্যা, অসাধারণ কপি-পেস্ট এর জন্য আপনাকে বিশাল একটা ধন্যবাদ দিয়ে এক্টুখানি খাঁটো করে দিলাম 🌹🌹
ছাইরাছ হেলাল
অনেক কম শ্রমে একখানি টসটসে তেল তেলে মন্তব্য করা যেত।
স্বজনের জন্য একটু শ্রম দিলাম, এ আর এমন কী !!
বলছি-না সকলই গরল ভেল !!
ধন্যবাদ।
আশরাফুল হক মহিন
কেন আসো?
কার বার্তা নিয়ে!
সঙ্গ দিয়ে সঙ্গী হলে কার প্রহরী হতে!
কথাগুলো মন ছুঁয়ে যায় প্রিয় কবি ।
শুভকামনা রইল আপনার জন্য ।
সাবিনা ইয়াসমিন
হায়রে, আপনি আমাকে কেন যে কবি ডাকেন এটাই বুঝি না। তাও আবার প্রিয় কবি!
সোনেলার সবাই জানে আমি অকবি, আমার কবিতা গুলো কেবলই অ-কবিতা হয় 🙁
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
সখ্যতা গভীর তাই আসবে সেটা সুনিশ্চিত হয়ে গেছে..
হয়তো দূর কোনো এক প্রিয় মানুষের বার্তা নিয়ে আসে..অজানা ভালোবাসার টানে।
সাবিনা ইয়াসমিন
❝হয়তো দূর কোনো এক প্রিয় মানুষের বার্তা নিয়ে আসে..অজানা ভালোবাসার টানে❞
এমন মন্তব্য পড়ে জবাব থমকে যায়!
যদি এমন হয় তবে চাইবো পাখিটা থাকুক আমার সাথে, বার্তাবাহক হয়ে, ভালোবাসার প্রতিচ্ছায়া হয়ে।
অজস্র ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
পাখির সাথে গভীর সখ্যতা। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়, শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
পাখিদের এমন বিচরণ সত্যিই মুগ্ধ করে।যদি তার কাছাকাছি কিছু খাবার দাবার দেয়া প্রত্যহ দেখবেন একদিন অসংখ্য পাখিদের আনাগোনা হবে।কবিতা ভাল হয়েছে।
সাবিনা ইয়াসমিন
আসলেই মুগ্ধ করার মতোন। পাখিরা সাধারণত মানুষের কাছাকাছি হতে ভয় পায়, এর জন্য অবশ্য আমরা মানুষরাই দায়ী। যেখানে ভালোবেসে তাদের জন্য অভয়ারণ্য গড়ে দেবার কথা সেখানে আমরা এই পাখিদের নিজের মনোরঞ্জনের জন্য খাঁচায় পুষে রাখি।
ধন্যবাদ মমি ভাই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
মানুষ বাদে অনেক প্রাণীই মানুষের সাথে সখ্যতা গড়ে তুলতে পারে। অনেক আগে দেখেছিলাম বিষাক্ত অজগরের সাথে বসবাস করছে একজন, বাঘ-সিংহ ও বাদ যায় না। ছোট পাখির সাথে আপনার এই সখ্যতা দারুন লাগলো , প্রাণীদের মধ্যে পাখিকেই আমার বেশি ভাল লাগে। এমন বন্ধুত্ব বেঁচে থাক যুগ যুগ ধরে।
ভালোবাসা অবিরাম 🌹🌹
সাবিনা ইয়াসমিন
মানুষ বাদে নয়, অমানুষ বাদে।
সখ্যতা, মায়া, ভালোবাসা আসে প্রাণের ভেতর বসত করা মনের সুপ্ত কুঠুরি থেকে।
অমানুষ দের মন থাকে না।
ভালো থাকুন আপনিও অবিরাম ভালোবাসায়❤️
নতুন লেখা দিন, পড়বো 😇
তৌহিদুল ইসলাম
একান্ত অনুভূতি হিসেবেই পড়ছিলাম, হেলাল ভাইয়ের কপিপেস্ট দেখে নিদারুণ এক ভালোলাগার কবিতা পেলাম লেখায়।
পাখিরাই মনের কথা বুঝতে পারে, তাদের মনে কলুষতা নেই। এমন পাখিকে আদর করে বন্ধুত্ব পাতালে ঠকতে হবেনা নিশ্চিত।
দারুণ লেখা পড়লাম আপু। শুভকামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
উনি গুণীজন, তাই একান্ত অনুভূতিকে কবিতায় রুপান্তর করে দিলেন, আমি চেষ্টা করলে অ-কবিতাও হতো না।
পাখিকে আমার স্বাধীনতার প্রতীক মনে হয়।
ভালো থাকুন ভাই, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
পাখিও মানুষ চেনে।
যার মধ্যে মায়া, ভালোবাসা বেশি তার কাছেই পাখি যায়।
পাখিটা বুঝেছে যে আপনি তার কোনো ক্ষতি করবেন না, বরং আগলে রাখবেন। নিশ্চিন্তে নির্ভাবনায় তাই আশ্রয়ের জন্য আপনার কাছেই যায়।
কার বার্তা নিয়ে এলো সে, তা জানতে পাখি হতে হবে।
পাখি থাকুক আপনার কাছেই পরম মমতা আর ভালোবাসার মাঝে।
সাবিনা ইয়াসমিন
আমরা সকলেই কিন্তু যার যার ভেতর একটা করে পাখি পুশি, অথবা একেক সময় নিজেই হয়ে যাই কোন এক নাম না জানা পাখি।
যে পাখিটা-
স্বাধীন হতে শেখায়
ভালোবাসা, মায়ার প্রতিদান দিতে জানে
সঙ্গ দিয়ে মুহুর্তেই মন আনন্দে ভাসায়।
নাহ ক্ষতি করবো না,
আগলে রাখবো যতদিন যেমন থাকতে চায়।
অনেকদিন পরে আপনার কমেন্ট পেয়ে ধন্য হলাম।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা 🌹🌹