পাখি

সাবিনা ইয়াসমিন ২১ এপ্রিল ২০২১, বুধবার, ০২:১৩:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

ছোট্ট পাখিটা আসে রোজ
রোজ মানে রোজ-ই আসে,

ঠিক সন্ধ্যা ছুঁইছুঁই সময়ে এসে জানালার পাশে আম গাছের একটা ডালে বসে।

তার আমার দূরত্ব থাকে আধ-হাত,
জানালার এপাড় ওপাড় মুখোমুখি হয়ে বসে থাকি আমরা।

মাত্র সাতদিন
এত্তটুকুন একটা পাখি কেমন করে যেন সঙ্গী হয়ে গেলো!

প্রথম সন্ধ্যার প্রথম দেখায় অবাক করলো এক মূহুর্ত নিয়ে,
এরপর দিন-দুই অপার বিস্ময়, কেড়ে নিলো মনোযোগ,

তার-ও-পর নিশ্চিত করলো “সে” আসবে-ই রোজ!
থাকছে পাশে সন্ধ্যা হতে ভোর;

পাখি
আমার সখা-পাখি,

কেন আসো?
কার বার্তা নিয়ে!
সঙ্গ দিয়ে সঙ্গী হলে কার প্রহরী হতে!

 

উৎসর্গ-তোমাকে:)
*ছবি- আমার।

১৩৬৫জন ১০৪৩জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ