পরীদের স্বপ্ন-বন্দরে

ছাইরাছ হেলাল ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০৮:৪২:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

সহ্য-ফুলের সুগন্ধে, নবান্ন ভোরে আকাশী সিঁড়ি বেয়ে
নেমে আসে পরীদের দল, উচ্ছাস-উচ্চহাস্যের কলরবে;
শিশিরে পা ফেলে আনন্দ-নাচের-উল্কি এঁকে এঁকে
অরণ্য-আবরণে সোনারাঙা ঢেউয়ের আঙিনায়
আজ হেমন্তের সোনালি জোয়ারের স্বপ্ন-বন্দরে;

পিঠে-পুলির আয়োজন উনুনে উনুনে
খেজুর রসের ঘ্রাণে, নির্ভীক হাসির রক্তিম ঠোঁটে
বনফুল-বন্যা অন্তরে অন্তরে;
কুটিরে কুটিরে আজ অচঞ্চল চঞ্চলতা
শিশির-ভেজা হৃদয়ের সবুজ-সোনালি সকালে;

পরী-দল অক্লান্ত আত্মদানে কবিতায় বিভোর
ভোরের রৌদ্ররেখায় রোদ পোহাতে পোহাতে,
বা গরম-উনুন উমে জলে-স্থলে শিস দিয়ে
ওঠে কবিতা ধ্বনি;
ধান-শীষের টলমল-শিশির বুকে ছুঁয়ে ছুঁয়ে
শুদ্ধ চিত্তে শুধুই দু’পা মেলে কবিতায় গেঁথে থাকা,
আশৈশব স্বপ্ন-বন্দরের এই উঠোনে।

১২২৪জন ১১২৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ