
সহ্য-ফুলের সুগন্ধে, নবান্ন ভোরে আকাশী সিঁড়ি বেয়ে
নেমে আসে পরীদের দল, উচ্ছাস-উচ্চহাস্যের কলরবে;
শিশিরে পা ফেলে আনন্দ-নাচের-উল্কি এঁকে এঁকে
অরণ্য-আবরণে সোনারাঙা ঢেউয়ের আঙিনায়
আজ হেমন্তের সোনালি জোয়ারের স্বপ্ন-বন্দরে;
পিঠে-পুলির আয়োজন উনুনে উনুনে
খেজুর রসের ঘ্রাণে, নির্ভীক হাসির রক্তিম ঠোঁটে
বনফুল-বন্যা অন্তরে অন্তরে;
কুটিরে কুটিরে আজ অচঞ্চল চঞ্চলতা
শিশির-ভেজা হৃদয়ের সবুজ-সোনালি সকালে;
পরী-দল অক্লান্ত আত্মদানে কবিতায় বিভোর
ভোরের রৌদ্ররেখায় রোদ পোহাতে পোহাতে,
বা গরম-উনুন উমে জলে-স্থলে শিস দিয়ে
ওঠে কবিতা ধ্বনি;
ধান-শীষের টলমল-শিশির বুকে ছুঁয়ে ছুঁয়ে
শুদ্ধ চিত্তে শুধুই দু’পা মেলে কবিতায় গেঁথে থাকা,
আশৈশব স্বপ্ন-বন্দরের এই উঠোনে।
১৬টি মন্তব্য
নিতাই বাবু
কবির কবিতার পরীরা কি শুধু হেমন্তের আগমেই আসে? এঁরা কি শুধু হেমন্তকাল পর্যন্তই কৃষকদের আঙ্গিনায় থাকে? মনে হয় তা-ই! হেমন্তের শেষে পরীরা আবার চলে যায় নিজ গন্তব্যে। তখন কৃষক হারিয়ে ফেলে তাঁদের আনন্দ উল্লাস!
ছাইরাছ হেলাল
আমাদের কৃষক চির দুখী, সুখের হাতছানি থাকে, তবে তা খুব সামান্য
সময়ের জন্য।
ধন্যবাদ।
আরজু মুক্তা
হিমেলো রাতের ঐ গগনের দিনগুলি রে
হেমন্তিকা করলো গোপন
আঁচল ঢেকে ধীরে ধীরে।
শীত চলে আসছে। পরীরা ও হাইবারনেশনে যাবে।
ছাইরাছ হেলাল
কবিতা লিখে ফেলছেন তো।
যাওয়া আসার মাঝেই জীবন, পরীরা আসে, পরীরা চলেও যায়।
আমাদের আনন্দ-প্রত্যাশা থাকেই।
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
শব্দ চয়ন বাক্যের গাঁথুনি দারুণ
ছাইরাছ হেলাল
আপনি নিয়মত পড়ছেন, অবশ্যই ধন্যবাদ।
এস.জেড বাবু
পরীরা ও স্বপ্ন দেখে ?
স্বপ্নে ভূত দেখলে ওদের মুখটা কেমন হয় দেখার ইচ্ছে হলো
কঠিন ভাবার্থ হবে হয়ত- পুরোপুরি বুঝি নাই।
তবে
চমৎকার লিখেছেন,
ছাইরাছ হেলাল
সরাসরি অর্থ করলে হবে!
সবার-ই স্বপ্ন থাকে, আর সে স্বপ্ন ছুঁয়ে যাওয়ার ইচ্ছেও থাকে।
আমিও না বুঝে-টুঝেই লিখি কিন্তু, এগুলো কোন ব্যাপার না।
না বুঝলে চমৎকার হলো কেমনে!!
পড়ায় মন নেই!
খুব মজার লেখা এটি!
এস.জেড বাবু
পড়তে চমৎকার লাগছে,
বুঝিনাই একবারে, দুইবারে
তাই তিনবার পড়ছি-
চমৎকার না হইলে কেউ তিনবার পড়ে !
নবান্ন ভোরে আকাশী সিঁড়ি বেয়ে
নেমে আসে পরীদের দল,
আর আমার হইছে কি, কুয়াসায় ঠান্ডা লাগে, দাঁতে দাঁত বাড়ি খায়- বুঝার অবসর কই!!
হাহাহা
শুভেচ্ছা প্রিয় ভাই।
ডোন্ট রাগ কইলাম প্লিজ।
ছাইরাছ হেলাল
ধুর! কি যে কন!
প্রিয় কবি!
সাবিনা ইয়াসমিন
সুন্দর কবিতা লিখেছেন। অনেক ভালো হয়েছে। আরো লিখুন।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
আপনি/আপনাদের দোয়ায় এই আবজাব লেখা চালু থাকিবে।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
জীবনে একটা পরীও দেখলামনা,
আর আপনি দেখেন পরী-দল।
ক্যামনে দেখেন? সিস্টেমটা শিখিয়ে দিয়েন্তো,
আমিও দেখবার চাই।
পৌষের কবিতা চালু হোক।
ছাইরাছ হেলাল
এদের সবাই দেখতে পায় না, সব্বাইকে দেখা দেয় ও না।
লিখব অবশ্যই শীত কে নিয়ে।
তৌহিদ
ডাইনীর পরে পরীদের নিয়ে এলেন দেখে স্বস্তি পেলাম। পিঠাপুলির উৎসবে খেজুর গুড় আর সাথে পরীর দল! উম মন্দ নয় কিন্তু।
ছাইরাছ হেলাল
নবান্ন ঘ্রাণে এদের না আনলে কী চলে!
পিঠাপুলি বলে কথা।