
তব ধোপদস্ত চুম্বনে,
মদীয় অম্ভোধি পয়স্বিনীতে
জলোচ্ছাস বয়ে গেল অতর্কিতে।
মেঘহীন বর্ষণে ভিজে গেল
মাঠ প্রান্তর।
নতুন জলপ্লাবনে
অচিরেই জেগে উঠলো সেথায়
ঘাস, দূর্বা ও অন্যান্য প্রাণের অনুরণন।
এভাবে তুমি তোমার জাদুকরী
ক্ষমতা প্রয়োগ করো
অকসর প্রিয়তমা ।
আমি চিরকাল তোমার প্রেমে,
নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই।
অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।
২২টি মন্তব্য
রেহানা বীথি
এভাবেই তো প্রাণসঞ্চার হয়, প্রেমে পবিত্রতায়।
শুরুর শব্দগুলো যদিও কঠিন, তবুও
বেশ লাগলো ।
ইসিয়াক
শুভকামনা রইলো আপু্।
ধন্যবাদ
তৌহিদ
চুম্বন নিয়ে কিছু বলবো? গদ্য হয়ে যাবে। তার চেয়ে আপনার কবিতায় প্রেমরস আস্বাদন করি এই ভালো।
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা। শুভকামনা রইলো।।
অনন্য অর্ণব
আমি চিরকাল তোমার প্রেমে,
নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই।
অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।
চমৎকার অভিব্যক্তি। ভালো লাগলো খুব।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া্।
ফয়জুল মহী
দারুণ ছন্দ বর্ণ । মনোমুগ্ধকারী , শুভেচ্ছা সতত ।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া্ ।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।
সঞ্জয় মালাকার
দারুণ ছন্দ বর্ণ কবিতা দাদা, ভালো লাগলো খুব।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো
শুভেচ্ছা সতত ।
নিতাই বাবু
কামনা করি কবির কবিতার মতো এই ভালোবাসা অক্ষত থাকুক সবসময়!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
ইসিয়াক
অনেক ধন্যবাদ দাদা। শুভকামনা।
জিসান শা ইকরাম
নতুন সৃষ্টি এভাবেই হয় হয়ত,
শুভ কামনা।
ইসিয়াক
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ।
শুভকামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
“আমি চিরকাল তোমার প্রেমে,
নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই।
অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।“
সত্যিকারের প্রেমিক বটে
প্রেমিকারা আসবে ছুটে।
শুভ কামনা।
ইসিয়াক
সুন্দর মন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেল। শুভকামনা রইলো্
সুপর্ণা ফাল্গুনী
এতো অল্প কথার জাদুতে নতুনের জন্ম হলো-খুব ভালো লেগেছে। শুভ কামনা
ইসিয়াক
অনেক অনেক কৃকজ্ঞতা রইলো দিদি।
পর্তুলিকা
দারুণ রোমান্টিক কবিতা।
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো্।
মাহবুবুল আলম
লেখাটি ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন!
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভকামনা রইলো্