
কুহকের ধ্রুম্রজালে পথিক – পথ হারিয়েছো;
রবির আলোকে যে-ই পথ কুড়িয়ে পেয়েছো-
পেরেছো কি তারে ঐকান্তিক আপন করে নিতে?
আজন্ম জোনাকির আলোয় পথ হেঁটেছো;
চাঁদনী পসরে তবুও আলোর উত্তাপ খুঁজে ফিরেছো।
নক্ষত্র রাশি খসে পড়ছে পালকের মত-
নগ্ন-অন্তরিক্ষের শরীর বেয়ে বেয়ে।
পথের রেখায় চরণ-চিত্র জেগে আছে অনাদিকাল;
তবুও পথিক পথভ্রষ্ট নিজ ভুলে।
পথের মাঝে পথ হারিয়ে পথকেই খুঁজছো অবিরত।
ছবি-গুগল
২৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
পথগুলো এরকমী কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ও ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভকামনা রইলো
পপি তালুকদার
” পথের মাঝে পথ হারিয়ে পথকেই খুঁজছো অবিরত” খুব ভালো লাগলো…
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। খুব ভালো লাগলো। আশা করছি নিয়মিত পাশে পাবো। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
পথের মাঝে পথ হারালে, তাই কি পাওয়া যায়? তবু খোঁজা। নতুন পথের সন্ধানে, চলুক তবে যাত্রা।
ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। পথ হারিয়ে আমরা পথকেই খুঁজে ফিরি সর্বদা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। অফুরন্ত কৃতজ্ঞতা ও শুভকামনা
শামীম চৌধুরী
পথ আছে বলেই পথিকের পথভ্রষ্ট হওয়া। তারপরও গন্তব্যটা ঠিক রেখেই পথ চলা দরকার। খুব সুন্দর কবিতা দিদিভাই।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া। সত্যিই তাই গন্তব্য টা ঠিক রেখেই পথ চলা দরকার। ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
পথ হারালে পাওয়া যায় না। তবুও খুঁজতে হয়।
শুভ কামনা রইলো দিদিভাই।🌹
সুপর্ণা ফাল্গুনী
নিয়মিত পাশে থাকার জন্য, সময় করে মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার মা কেমন আছেন? ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
রোকসানা খন্দকার রুকু
মা ভালো নেই। ডান হাত উল্টে গেছে ব্যান্ডেজ করা।ভাত খাওয়ানো নিয়ে মহা ঝামেলা হাত তিনবার সাবান দিয়ে ধুয়ে নিয়েও শুকে দেখছে॥
শুভ কামনা রইলো দিদিভাই।🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
শুনে খুব খারাপ লাগলো আপু। কিভাবে এমন হলো? সাবধানে থাকতে হবে। ঈশ্বর সহায় হোন সবার
ছাইরাছ হেলাল
দূর্লভ আলোয় পথিক খুঁজে নেবে
ভাগ্য রেখার দীপচিহ্ন ,
পোড়া আঁধারে ও হৃদলিপি পরে নেব
ফুরফুরে হাওয়ায়।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ চমৎকার। অশেষ ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো মন্তব্য টি। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
নিজ ভুলে পথভ্রষ্ট পথিকের জন্য সঠিক পথ খুঁজে নেয়া কঠিন হয়ে যায়। পথচলা থেমে থাকে না।
ছোট কবিতা ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপু। ভালোবাসা অবিরাম। নিজ ভুলে পথ হারালে কাঙ্ক্ষিত পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, পথ চলা থেমে থাকে না কখনো, সম্ভব ও নয়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম 🌹🌹
তৌহিদ
আপনার লেখা পড়ে একটি গান মনে পড়ে গেলো। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে কেন আমি মন হারালাম…. শুনেছেন নিশ্চই? ইউটিউবে দেখুন দিদিভাই।
ছোট্ট লেখায় দীর্ঘশ্বাসে ছড়াছড়ি কেন? ভালো থাকুন, হাসিখুশি থাকুন এটাই চাই।
সুপর্ণা ফাল্গুনী
গানের কথাগুলো যেন নাড়াচাড়া দিয়ে দিল হৃদয় মন্দিরে। আপনি ও ভালো থাকুন, হাসিখুশি থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
কি ভালো কবিতা।
পথিক পথভ্রষ্ট হলে এমনি হয়।
পথই পথিককে না হয় পথ দেখাক।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরন্তর। শুভ কামনা অবিরত
সুপায়ন বড়ুয়া
পথ ভ্রষ্ট পথিক ফিরে পাক পথ
দিদির কবিতায় পূর্ণতা পাক।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদাকে অফুরন্ত ধন্যবাদ। দাদার জন্য একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সন্ধ্যা
দালান জাহান
পথ হারিয়েই মানুষ পথ খোঁজে শেষটা খুব চমৎকার লিখেছেন ক।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সন্ধ্যা