নেরি কুকুর ও বাচ্চারা

রোকসানা খন্দকার রুকু ২১ আগস্ট ২০২০, শুক্রবার, ০৯:৩৯:৪২পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

দুটো বাচ্চা আর নেরি কুকুরটা,

দাঁড়িয়ে থাকে আমার দরজায়

মাঝেমাঝে খাবার বিস্কুট দিলে,

কু কু করে লেজ নেড়ে নেড়ে খেয়ে নেয়।

বাচ্চারা একটু বড় হলে,

শোয় আমার ঘরের সামনে

এক সকালে আমার জুতা জোড়া নেই,ওরই কাজ॥

এরপর প্রায়ই থাকতো না,

রাগ হল ওর উপর তাড়িয়ে দিলাম

তারপর আর কোনদিনই আসেনি,

অনেক ডাকলেও না;

সামনের ফাকা জায়গায়  শুয়ে থাকে চুপচাপ।

জুতা,স্যান্ডেল  কোনটাই নেয় না শুধু-

মধ্যরাতে ডেকে উঠে অজানা সুরে,দীর্ঘ সময় ধরে।

ধরফর করে জেগে উঠি,গলা শুকিয়ে যায়,

এপাশ ওপাশ করি ঘুম আসেনা।

কিসের হাহাকার বুকের ভেতর,

কুকুরটা আরও ঘেউ ঘেউ করে করুন সুরে।

প্রচন্ড পানির পিপাসা পায়,

ওজু করে নিই,ওয়াকত ছাড়াই নামাজে বসি,

নিজেকে মহাপাপী মনে হয়!

হুহু করে কেঁদে উঠি ।

আর কুকুরটাও করুন সুরে ঘেউ ঘেউ করে।

ফজরের আজান হয় মুখটা উজ্জল হয়ে ওঠে,

সকালের অপেক্ষা!

অন্ধকার একাকীত্বের শেষ,

ভুলে যাই- বয়স বাড়ছে,

একা থাকতে পারিনা আর!!!

৭৩৩জন ৫৮৮জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ