নীল পাহাড়ের মেঘ

ছাইরাছ হেলাল ১৪ আগস্ট ২০১৫, শুক্রবার, ০২:৩৮:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য

পাহাড় ভাবে
আর একটু হলেই আকাশ ছোঁবে,
আকাশ ভাবে
ঐ তো পাহাড়, দৃষ্টি সীমায়।
সবুজ ভাবে
বৃষ্টি এলো বলে, ঐ তো মেঘ;
হাত বাড়ালেই
আসবে নেমে অঝোর ধারায়।
মেঘ আসে না
পাহাড় হাসে না,
নিশ্চল নিশ্চুপ পাহাড়ের
আকাশ ছোঁয়া হয় না।
সাগর ভাবে
ঐ তো বালিয়াড়ি
পা ছুঁয়ে দিলাম বলে,
পা আসে না।
পাহাড় কে কষ্ট দিয়ে পুষ্ট হওয়া
এ যেন নির্জনতায় মেঘেদের
মস্ত এক লণ্ডভণ্ড খেলা
বন হরিণীর বেশে।

১৪৮৯৯জন ১৪১৯৮জন
0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ