
নীরব থাকতে পৃথিবী ভালবাসে!
আলোকময় জ্বালানি রাতের আকাশ
ঘাম ঝরান দিনের উত্তাপ অথচ
কোথায় জানি ইটভাটার অনল জ্বলছে
খোঁজে পাওয়া যায় না-
এ নীরব জেনো মৃত্যুর মজলিসের স্বাদ
সারি বদ্ধ কলা গাছের দুইসারি বাঁধ!
তারচেয়েও ঘুম জানি মাটির নীরবতা আশ;
সমস্ত ভালবাসা একমুঠো জল-
অতঃপর ভালবাসা মানেই সবুজ রাঙা নীরবতা।
20 ভাদ্র ১৪২৮, ০4 সেপ্টেম্বর ২১
১৫টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানুষের জীবন মৃত্যুতেই শেষ — “অতঃপর ভালবাসা মানেই সবুজ রাঙা নীরবতা”।
ভালো লেগেছে ভাই।
আলমগীর সরকার লিটন
জি আলম দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো থাকবেন ভাইয়া।
রেজওয়ানা কবির
প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।।।
অতঃপর ভালোবাসতেও হবে।।।
আলমগীর সরকার লিটন
জি কবি কবির আপু
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
সুপর্ণা ফাল্গুনী
মৃত্যু অবধারিত। আজকাল সবাইকেই এ স্বাদ নিতে হবে। অফুরন্ত শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জি কবি ফাল্গুনী দিদি
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
হালিমা আক্তার
মৃত্যুকে অস্বিকার করার সাধ্য কারও নেই। জীবনের সমাপ্তি মৃত্যুর মাধ্যমে ঘটবে। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
সাবিনা ইয়াসমিন
মৃত্যু অবধারিত এই সত্যিটা সামনে রেখেই আমরা বাঁচি, ভালোবাসি।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জি প্রিয় সাবিনা আপু
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
আরজু মুক্তা
সব কাজ করে যেতে হবে ভালো বেসেই।
শুভ কামনা
আলমগীর সরকার লিটন
জি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
মনির হোসেন মমি
মরণ কথা স্বরণ করো
ভালবাসায় জীবন গড়ো
চমৎকার কবিতা কবি।
দালান জাহান
“নীরবতার ব্যাখ্যা জানেন দীপেন মাঝি” চমৎকার লিখেছেন কবি