
আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
চিঠিতে প্রেমের উদ্ভট গল্প বলে-
আমার শোয়ার ঘরে কুত্তাটা ক্ষ্যাপছে
আরেকটা ধবধবে কুত্তার ভুলভাল উচ্চারণ
তাজা রক্তে রঞ্জিত- তারপর মানুষের বিছানা।
অতঃপর, একটি উচ্চারণ
রাষ্ট্রীয় কায়দাকানুনে দ্বৈত কুত্তায় সঙ্গম করে।
আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
প্রেমের শেষ আক্ষেপে লিখে-
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
কুশলে- শতবর্ষী রক্তে দুষিত ভাইরাস ঢুকবে?
ইতি—–
তোমাকে জাতের দেয়াল টপকেও চুমু খাই।
নেত্রকোণা, ময়মনসিংহ।
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কাব্যপাঠে বেশ উপলদ্ধীকর—–
অনেক শুভ কামনা রইল কবি দা
নাজমুল হুদা
ভালোবাসা জানবেন দাদা ❣️🍂
ফয়জুল মহী
ভাষা, বর্ণ ও বাক্য গঠন সবই চমৎকার I
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ ভাইয়া 💞
হালিম নজরুল
আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
প্রেমের শেষ আক্ষেপে লিখে-
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
কুশলে- শতবর্ষী রক্তে দূষিত ভাইরাস ঢুকবে?
———-চমৎকার
নাজমুল হুদা
ভালোবাসা ভাইয়া 💞
আরজু মুক্তা
আসলেই দুষিত ভাইরাস। তবুও সেই আমার প্রিয়তম।
ভালোই বললেন।
নাজমুল হুদা
আপু জয় হোক মানবতার
সাখিয়ারা আক্তার তন্নী
ইতি—–
তোমাকে জাতের দেয়াল টপকেও চুমু খাই।
খুবি ভালো লাগলো।
নাজমুল হুদা
জয় হোক মানবতার জয় হোক প্রেমের।
ধন্যবাদ আপু 💕
নিতাই বাবু
বর্তমানে তা-ই দেখা যাচ্ছে, আর হচ্ছে ঘটছে! কবির উপল
নিতাই বাবু
উপলব্ধি চমৎকার। কবিকে শুভেচ্ছা।
নাজমুল হুদা
দাদা ভাই
জয় হোক মানবতার জয় হোক অসাম্প্রদায়িকতার।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো কবিতা।” আমার প্রিয়তমা সম্প্রীতি সেন
প্রেমের শেষ আক্ষেপে লিখে-
এখন সঙ্গমতান্ত্রিক সাম্প্রদায়িক উত্তেজনা
কুশলে- শতবর্ষী রক্তে দুষিত ভাইরাস ঢুকবে?” ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য
মনির হোসেন মমি
অতঃপর, একটি উচ্চারণ
রাষ্ট্রীয় কায়দাকানুনে দ্বৈত কুত্তায় সঙ্গম করে।
নেতাগো চপোঘাত করলেন ভাল ভাবেই।
সুপর্ণা ফাল্গুনী
নেতাগো চপোঘাত করলো কিন্তু তারাতো শোধরাবার নয়। ধন্যবাদ
নাজমুল হুদা
আমি আমাকেই আঘাত করি, তাই কবিতা বের করি। কাউকে আঘাত করতে আমার বিবেকে লাগে।জয় হোক মানবতার।ধন্যবাদ ভাইয়া আপু দু’জনকেই।
সুপায়ন বড়ুয়া
নিষিদ্ধ চিঠির নামে
প্রকাশিত উত্তেজনা ও ইংগিত পূর্ন লেখাটি
অধম আমি বুঝতে না পারার জন্য দু:খিত।
কবির জন্য শুভ কামনা।
নাজমুল হুদা
আপনার মন্তব্যের ভিতর আছে আপনি কবিতা বুঝে গেছেন।
(প্রকাশিত উত্তেজনা এবং ইঙ্গিতপূর্ণ- এই লাইনটি তার যথোপযুক্ত ভাব প্রকাশ করে।
ধন্যবাদ দাদাভাই 💞
জিসান শা ইকরাম
চমৎকার প্রকাশ হুদা।
শুভ কামনা।