ভোরের কুয়াশা ভেদ করে ঘুম কাতর দু’চোখে
পৌছে দাও সকালের মিষ্টি রোদ,
শুন্য চায়ের কাপে টুংটাং ছন্দে ভর্তি হোক উষ্ণ মমতাবোধ।
ফুলে ফুলে উড়ুক রঙ্গীন প্রজাপ্রতি
কুয়াশায় ছড়িয়ে যাক ভালবাসা,
তোমার পরশ পেতে শিশির সিক্ত পায়ে
সহস্র মাইল নির্ভয়ে পেরিয়ে আসা।
লাল দালানে ঝুলাবো প্রেমের ব্যানার
কার্নিসে দোলাবো দুই জোড়া পা,
পাশাপাশি হাত ধরে বসে রবো একসাথে
প্রাণ খুলে শোনাবো কথা ছিলো যা।
পাতাঝরা বনে হাটবো দু’জনে
কাটাবো নির্জন নিশ্চুপ রাত,
ঝিঁ-ঝিঁ পোকা দিবে পাহারা
পথ দেখাবে পান্ডুর চাঁদ;
মায়াময় সে রাত যেন না ফুরোয়
দেখতে চাই না সকাল,
এভাবেই যেন কাটে শত শত কাল।
১০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে কবিতা। শুভ কামনা রইল
ছাইরাছ হেলাল
এমন স্বাপ্নিক রাত বয়ে চলুক হাজার বছর ধরে।
বানান সতর্কতা দরকার।
সুপায়ন বড়ুয়া
“পাতাঝরা বনে হাটবো দু’জনে
কাটাবো নির্জন নিশ্চুপ রাত,
ঝিঁ-ঝিঁ পোকা দিবে পাহারা
পথ দেখাবে পান্ডুর চাঁদ;”
ওয়াও রোমান্টিক জুটি সফল হোক
শুভ কামনা
ইসিয়াক
কি সুন্দর লেখেন আপনি! মুগ্ধতা।
মাহবুবুল আলম
“তোমার পরশ পেতে শিশির সিক্ত পায়ে
সহস্র মাইল নির্ভয়ে পেরিয়ে আসা।” এটাই ভালোবাসার চিরন্তন আবেদন।
কবিতা ভাল লেগেছে। শুভ কামনা।!!
সুরাইয়া পারভীন
লাল দালানে ঝুলাবো প্রেমের ব্যানার
কার্নিসে দোলাবো দুই জোড়া পা,
পাশাপাশি হাত ধরে বসে রবো একসাথে
প্রাণ খুলে শোনাবো কথা ছিলো যা।
আহা! প্রেম,,,, দারুণ দারুণ
সবই ঠিক আছে । কিন্তু সকাল না হলে আমাদের হবে কী?😱
ফয়জুল মহী
অপূর্ব শব্দশৈলিতে চমৎকার l
নিতাই বাবু
এভাবেই বেঁচে থাকুক, সকলের ভালোবাসা। ভালোবাসার জয় হোক!
তৌহিদ
এমন নির্জন নিশ্চুপ রাত একদিনের জন্য হলেও আসুক। আপনার সকল চাওয়া পূরণ হোক এটাই কাম্য।
কবিতা ভালো লেগেছে।
জিসান শা ইকরাম
বাহ ! অনেক সুন্দর।