নাজমুল হুদা ডিসেম্বর ৩০, ২০১৯ at ১১:২০ অপরাহ্ন এমন করে বললে নিরুদ্দেশ হতে চাইবে যে কেউ যে কারো সাথে। আমিও নিরুদ্দেশ হবো, হবে? শুভ কামনা 💕
রুমন আশরাফ ডিসেম্বর ৩১, ২০১৯ at ১২:০৬ পূর্বাহ্ন এই কোলাহল আর নষ্ট সমাজ থেকে নিরুদ্দেশ হতে চাই তোমায় নিয়ে।
সুপর্ণা ফাল্গুনী ডিসেম্বর ৩১, ২০১৯ at ১২:১৭ পূর্বাহ্ন নিরুদ্দেশ হতে চাই এমন কাউকে খুঁজছি আমিও। খুব রোমান্টিক কবিতা। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন ডিসেম্বর ৩১, ২০১৯ at ৭:৫০ পূর্বাহ্ন দারুণ ভালো লেগেছে আপনার কবিতা। মাঝে মাঝে এমন ইচ্ছেটাই আমার করে, হয়ে যাইও। তবে আমি পৃথিবীর সমস্য কোলাহল মুক্ত হতে চাই না। আমি চাই সেখানে কোলাহল মুখর প্রকৃতি থাকুক………শুভ কামনা সব সময়।
সুপায়ন বড়ুয়া ডিসেম্বর ৩১, ২০১৯ at ৮:৫৪ পূর্বাহ্ন “নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে। তুমি যাবে? আমার সাথে?“ তোমার সাথে পণ করিলাম যাবো অচিনদেশে। সোনেলার রথে। শুভ কামনা
সুরাইয়া পারভীন ডিসেম্বর ৩১, ২০১৯ at ১২:৫৮ অপরাহ্ন এমন আহ্বান কেউ কি করে উপেক্ষা করতে পারে? অবশ্যই যাবে, শুধু আপনার সাথে যাবে। চমৎকার উপস্থাপন
১৬টি মন্তব্য
নাজমুল হুদা
এমন করে বললে
নিরুদ্দেশ হতে চাইবে যে কেউ যে কারো সাথে।
আমিও নিরুদ্দেশ হবো, হবে?
শুভ কামনা 💕
সাদিয়া শারমীন
কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগছে। ধন্যবাদ।
রুমন আশরাফ
এই কোলাহল আর নষ্ট সমাজ থেকে নিরুদ্দেশ হতে চাই তোমায় নিয়ে।
রুমন আশরাফ
ভাল লাগলো লেখাটি।
সাদিয়া শারমীন
অনেক ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
নিরুদ্দেশ হতে চাই এমন কাউকে খুঁজছি আমিও। খুব রোমান্টিক কবিতা। শুভ কামনা রইলো
সাদিয়া শারমীন
আপনার জন্যও ভালোবাসা।
কামাল উদ্দিন
দারুণ ভালো লেগেছে আপনার কবিতা। মাঝে মাঝে এমন ইচ্ছেটাই আমার করে, হয়ে যাইও। তবে আমি পৃথিবীর সমস্য কোলাহল মুক্ত হতে চাই না। আমি চাই সেখানে কোলাহল মুখর প্রকৃতি থাকুক………শুভ কামনা সব সময়।
কামাল উদ্দিন
সমস্য = সমস্ত
সাদিয়া শারমীন
ধন্যবাদ।ভালো থাকবেন।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন আপু
ছাইরাছ হেলাল
নিরুদ্দেশের হাতছানি, লেখায় এসেছে ভাল করেই।
সাদিয়া শারমীন
অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
“নিরুদ্দেশ হতে চাই তোমার সাথে।
তুমি যাবে? আমার সাথে?“
তোমার সাথে পণ করিলাম
যাবো অচিনদেশে।
সোনেলার রথে।
শুভ কামনা
সাদিয়া শারমীন
আপনার জন্যও শুভ কামনা। ধন্যবাদ
সুরাইয়া পারভীন
এমন আহ্বান কেউ কি করে উপেক্ষা করতে পারে? অবশ্যই যাবে, শুধু আপনার সাথে যাবে। চমৎকার উপস্থাপন