
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি,
কে দিতো জ্বালায়ে দীপ স্বপ্নের গড়ে!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে।
যে বুকে রাখতো সদা আপনার দরে,
তুমি কি দিয়েছো তার দাম এক রতি!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ভাবনা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লিখেছেন ভাই।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল মন্তব্যের জন্য।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাই আপনিও সুস্থ ভালো এবং নিরাপদে থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
যে ভালোবেসে চায় আমরা তার মূল্য দিতে জানিনা। আপনার মতোই বলতে হয় নিরালে ভাবতে হবে।।।
শুভ কামনা।।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসলে বিনিময়ে কষ্ট ই পেতে হয়। নিরালায় ভেবে ভেবে দিনশেষ তবুও হিসাব শূণ্য। সুন্দর লেখনী। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ অনুভব!
সুন্দর মন্তব্যের প্রতি অটুট শ্রদ্ধা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।