
নিস্তব্ধ গভীর রাতে বিরহীর বাসে
অবাক দৃষ্টিতে জাগা আধ খাওয়া চাঁদ,
কবেই নেমেছে বন্যা মালিকের আশে
চৌচির জমিতে খাড়া তবু এক ফাঁদ।
প্রখর দুপুরে বসে গাছ তলে একা
লিলুয়া বাতাসে ভাবা পথিকের মন,
শীর্ণ তর্জনীতে এঁকে নীলিমায় রেখা
অবাধ্য দু’পায়ে চলা পথিকের ক্ষণ।
চৈত্রের জলধি যদি নাও যাচে জল
কালচক্র এনে দিবে জোয়ারের তাড়া,
বেভুলা অম্বুদ সেও ছেড়ে গেলে দল
সিক্ততা জাগাবে তবু সময়ে ইশারা।
টানলে কলুর ঘানি কালশিটে ঘাড়,
চায় কি স্বপন কভু চাঁদে যেতে তার!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ খুব সুন্দর সনেট কাব্য কবি দা ভাল থাকবেন
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল কবি দা!
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
অপুর্ব বোরহান ভাই কাব্য রচনা। মুগ্ধতা রেখে গেলাম।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত মজিরব ভাই।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
সময়ের ইশারার অপেক্ষাই আমাদের একমাত্র কাম্য।
বোরহানুল ইসলাম লিটন
নিঃসঙ্গ জীবন সময়ও ইশারা দিতে চায় না!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
পথিক কি আর পথ চলিতে ভয় পায়। কলুর ঘানীতে স্বপ্ন যেন না হারায়। শুভ রাত্রি।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মাছুম হাবিবী
মাইকেল স্যারের দাছে কবিতা লেখার চেষ্টা
সত্যি সুন্দর!
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।