নারী

তায়েবুল জিসান ৬ ফেব্রুয়ারি ২০১৩, বুধবার, ০৯:০৮:২০অপরাহ্ন বিবিধ ৪ মন্তব্য

ওষ্ঠে আঙ্গুল ছোঁয়ালেই কি নারী হওয়া যায়;
এমনিতে যার নাম ছিল আশালতা।

আচ্ছা! তোমার ওই নরম ঠোঁটে আঙ্গুল নাইবা ছোঁয়ালাম।
নারী তুমি ঘৃণা তো শিখতে পারো।

নারী তুমি, আশালতা নামটি নিয়ে যাও।
তোমার শরীরের সেই ঘ্রাণ; এ্যডিকোলনের উদ্ভট মাদকতাও নিয়ে যাও।

ফুল দিয়ে আমি কি করবো বল!
সহস্রগুণ ভালো আগুনের ফুল্কি রেখে যাও!i!i!i!

তায়েবুল জিসান ₹ ২৯/১২/১২

৬৬৬জন ৬৬৬জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন