
আজ এই সভ্যতায় দাড়িয়ে নারী হিসাবে বেশ স্বাধীন আমরা।এই স্বাধীনতা অর্থনৈতিক,রাজনৈতিক,সামাজিক সবদিক হতে আছে।তবে তা একদিনে আসেনি। দীর্ঘদিনের সংগ্রামের ফল এটা। একটা সময় নারীকে কেবল দাসি হিসাবে ব্যবহার করা হত। আবার নারীকে শুধু ভোগ্যপন্য হিসাবে ব্যবহার করা হয়েছে সেই পর্যায় হতে আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা স্বাধীনতার স্বীকৃতি পেয়েছি।
নারীরা এখন ঘরে – বাহিরে সমান তালে নিজেদের যোগ্যতা প্রমান করে যাচ্ছে।নারীদের যেমন রয়েছে বিপ্লবী চেতনা তেমনি রয়েছে নমনীয়তা।
নারী হিসাবে বেশ গর্ব বোধ করি।বেশ অহংকার বোধ করি আমার মাধ্যমে মানব সন্তানের জন্ম।এর জন্য মহান সৃষ্টি কর্তার কাছে অসীম কৃতজ্ঞতা যে আমাদের এত মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।প্রতিটি ধর্মে নারীদের বেশ সম্মানের সাথে দেখা হয়েছে।
নারী এমন একজন সত্তা যে একাধারে একজন মানুষ, একজন মা,একজন অধাঙ্গী,একজন মেয়ে,একজন কন্যা।
নারীর এই বহুরূপীর দায়িত্ব বহু।সমাজে নিজেদের অবস্থান কে প্রতিনিয়ত আরো শক্তিশালী করে যাচ্ছে।স্যালুট সেই সকল নারীদের যাদের জন্য্ আজ আমরা সব ক্ষেত্রে স্বাধীন।
এখন একটু ভিন্নচিত্রের কথা বলি এই শতাব্দীতে এসেও কি সম্পূর্ণ মুক্ত হতে পেরেছি? এর উত্তর না।কেন এখনো সন্তান হিসাবে ছেলে সন্তান কে কামনা করা হয়? দুঃখের বিষয় এই যে, একজন নারী ই কামনা বেশি করে থাকে। মা সেই চান প্রথম সন্তানটি ছেলে সন্তান হোক।একাধিক মেয়ে হলে বলে কি যেন অভিশাপ করছে!!! হায়!নারী হয়ে জন্ম নারীর ই কামনা নয়।।
ছেলে সন্তান কে বংশের প্রদ্বীপ বলা হয়।তাতে কোনো আপত্তি নেই। তবে কথা হলো মেয়ে কি বংশের প্রদ্বীপ হতে পারেনা?
খুব কাছের একজন কে দেখেছি যে আলট্রাসনোগ্রাফি রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত ছেলে হবে ভেবে আনন্দিত ছিল। যেই মাত্র সে জানতে পারলো মেয়ে হবে। মনে হল তার আকাশ ভেঙ্গে মাথায় পড়ছে।সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে আমাকে বিষয়টা কাউকে বলতে মানা করলো শুনে।
আরেকটা অভিজ্ঞতা লাভ করেছি নিজের আরেক আত্নীয় কাছ থেকে। প্রথমে তার কন্যা সন্তান হবে দেখে সবাই কে বলছে পরীক্ষা করায় নি।তার পরবর্তীতে যখন ছেলে হবে জানতে পারল তখন সবাই কে ফোন দিয়ে দিয়ে জানিয়েছে যে ছেলে হবে।ছেলে দেখে সবাই এত খুশি যা বলার ভাষা নেই।
সন্তান ছেলে হবে না মেয়ে হবে তাতেই যাদের এতো আপত্তি তারা কিভাবে নারীর মুক্তি কামনা করবে?
আমাদের পরিবার থেকে আমাদের বৈষম্য শুরু হয়। তা ধীরে ধীরে সমাজ, রাষ্ট্র সর্বত্র ছড়িয়ে যায়।
এ-ই স্বাধীন পৃথিবীতে আমরা ও একটি স্বাধীন জাতি। নারী পুরুষের বিভেদ নয়।সকলকে একত্র করে সুন্দর পৃথিবী রচিত হোক। মানব জাতি থেকে দূর হোক সকল বৈষম্য।
ছবিঃগুগল
২০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ছেলে সন্তানের প্রতি মায়েরা/পরিবারের লোকেরা কি পরিমাণে দুর্বল সেটা দেখার সৌভাগ্য(?) আমার হয়েছে । প্রায় প্রতি পরিবারেই এটা দেখা যায়, জিজ্ঞেস করলে একেকটা কারণ জানায়। সব থেকে বেশি যে উত্তরটা পাওয়া যায় তা হলো, কবরে মাটি দেয়ার জন্য ছেলে সন্তান তাদের লাগবেই! অথচ মায়ের কাছে তার সব সন্তানই আদরের, আরাধ্য হওয়া উচিত। ছেলেমেয়ে যাইহোক একটি সন্তান কতটা মূল্যবান সেটা কোন নিঃসন্তান মানুষের কাছে বসলেই বুঝতে পারা যায়।
প্রাচীন যুগ থেকে বর্তমান সময়ের ইতিহাসে আমরা দেখেছি নারীদের গৌরবগাঁথা, তেমনি নারীর প্রতি প্রতিহিংসার ইতিহাসও কম নেই। অমানুষ, বর্বর মানসিকতার লোক সৃষ্টি যুগের শুরুতেও ছিলো আগামীতেও থাকবে।
শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা আপনাকে।
ভালো থাকুন সসম্মানে, শুভ কামনা 🌹🌹
পপি তালুকদার
ঠিক বলেছেন কবরে মাটি দেয়ার জন্য ই ছেলে সন্তান লাগে!!!!
আশা করি সময় পাল্টে যাবে বৈষম্যহীন ধরনী তৈরি হবে।
আপনাকে ও নারী দিবসের শুভেচ্ছা রইলো।
রোকসানা খন্দকার রুকু
নারীরাই নারীদের বাধা এটি অতীব সত্য।মিনা কার্টুন দেখাতে হবে বেশি বেশি।
আমরা কবে স্বাধীন হব? ভালো লিখেছেন। শুভ কামনা।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ। হুম মিনা কার্টুন সামাজিক পরিবর্তনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।তাই দেখালে উপকৃত হতাম।
ভালো থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
সময় পাল্টেছে
নারীরা আজ সর্বত্র সম্মানীত।
জাহেলিয়া যুগ আজ কল্পনার ছায়া মাত্র।
’স্রষ্টা দিয়েছেন যার মান
নিশ্চয় তা চির অম্লান’
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
পপি তালুকদার
হুম সময় টা অনেক পাল্টে গেছে সেটা সত্যি তবে সম্পূর্ণ স্বাধীন এখনো আসেনি।
সবসময় পাশে থাকুন প্রতিটি নারীর সাথে।
অসংখ্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
পরিবার সবার আগে তারপর সমাজ, রাষ্ট্র নারীর মুক্তি, স্বাধীনতা, উন্নয়নে অন্তরায়। নারী মানেই ঘরোয়া শোপিস, দাসত্ব এই চিন্তা চেতনা পরিবার থেকেই ঢুকিয়ে দেয়া হয়। নারী ঘরের বাইরে কাজ করে ও , বাড়িতে এসেও সংসার এর সবকিছু দেখভাল করতে হয়। নারীর মুক্তি আদৌ মিলে নাই। শুধু রুপটা বদলে গেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য। নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।
আপনাকে ও নারী দিবসের শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
নারী তার নিজস্ব অবস্থান পরিবর্তন করে দীপ্র পদে এগিয়ে যাবে এবং সমাজে অবস্থান রাখবে। এমন প্রত্যাশা কামনা করছি। আমাদের উচিত আর একজন নারীকে বোঝানো। কারণ বোঝার ক্ষমতা সবার সমান নয়।
শুভ কামনা সবসময়
পপি তালুকদার
নারীরা আগের চেয়ে অনেক ভালো অবস্থান আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো অবস্থানে যাবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
মাছুম হাবিবী
রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছিলেন ‘নারী ছাড়া পুরুষ চাকা ছাড়া গাড়ির মত। যদি একজন পুরুষ গাড়ি হয়ে থাকেন তাহলে একজন নারী হবেন সেই গাড়ির চাকা। তাই নারী পুরুষ সমান অধিকার রক্ষার্থে সমাজে পুরুষদের ভূমিকাও অপরিসীম। খুব ভালো লিখেছেন।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর মন্তব্য করার জন্য।নারী পুরুষ পরস্পরের পরিপূরক। একজন ছাড়া অন্যজন সত্যি চলা অসম্ভব।
ভালো থাকুন।
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপুনি।
শুভ কামনা রইল।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
ভালো থাকুন।
তৌহিদ
আমাদের সমাজে আজও নারীরা অবহেলিত এবং পুরুষদের হুকুম ও ঘরের কাজ তামিলে ব্যস্ত রেখেছি আমরা পুরুষেরাই। নারী এখনো শুধু ছেলে সন্তান জন্ম দেয়াতেই মুখ্য ভুমিকা রাখে বলেই মানেন অনেকেই। অথচ পুরুষ নিজেও নারী হতে জন্মলাভ করেছে। মুখে নারী স্বাধীনতার কথা বললেও তা মানি কতজনে। একজন পুরুষ হিসেবে এর দায়ভার আমার উপরেও বর্তায়।
নারী দিবসের শুভেচ্ছা রইলো। শুভকামনা জানবেন।
পপি তালুকদার
বাস্তব সত্যকথা বলার জন্য ধন্যবাদ। বাস্তবতা এটাই এখনো সম্পূর্ন স্বাধীন হতে পারেনি নারী !!!আপনাদের মতো সহযোগিতার মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিরা সাথে থাকলে হয়তো সেদিন দূরে নয় তারাও মুক্ত বিহঙ্গ মেলবে পাখা।
ধন্যবাদ মুল্যবান মন্তব্য করার জন্য।
ছাইরাছ হেলাল
বোখারা আর সমরখন্দ কিন্তু আপনাদের জন্যই।
চিন্তার কিচ্ছু নেই।
যদিও বাস্তবতা ভিন্ন/ভিন্নতর।
পপি তালুকদার
ভাইয়া ইসলামের দৃষ্টি কোন হতে পর্দা কিন্তু নারী ও পুরুষ উভয়ের জন্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
রেজওয়ানা কবির
সময় পরিবর্তনের সাথে মানুষের ভাবনায়ও পরিবর্তন আসছে,তাই আজ নারীরা ঘরে বাইরে সমান তালে চলতে পারছে,তবুও কিছু গোরামী,কুসংস্কার,আর অসচেতন নেতিবাচক ভাবনায় নারীরা এখনো অনেকক্ষেত্রে পিছিয়ে, তাই কন্যা সন্তান হলে অনেকের মন এখনো কালো হ্য়,তবুও আমরা নারী, আমরা শত বাঁধা পেরিয়ে এগিয়ে যাব একদিন ইনশাআল্লাহ। শুভকামনা আপু।
পপি তালুকদার
হ্যাঁ নারীরা এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আরো এগিয়ে যাবে।অসংখ্য ধন্যবাদ আপু।