
(১)
নীল চুড়ি
…
যত্ন করে আগলে রাখো;
পরিমাপের হাত আমার দখলে গেলে
চোখে রেখে চোখ- তোমাকেই পরাবো।
(২)
কালো টিপ
…
সৌন্দর্য বৃদ্ধির দাবিতে
তোমার জায়গায় যার আমৃত্যু অনশন
রোজ রোজ খালি করে দিও
তাঁর অবস্থান- আমার উষ্ণ চুমুর স্লোগান।
নেত্রকোণা, ময়মনসিংহ।
১৮টি মন্তব্য
এস.জেড বাবু
রোমান্স আর রোমান্টিক অনুভুতি যাকে বলে।
অসাধারণ লিখেছেন
দু’টোই সুন্দর
নাজমুল হুদা
রোমান্টিকতায় জীবনের উৎস।
কেউ প্রকাশ করে কেউ করে না।
ধন্যবাদ ভাইয়া 💕
মনির হোসেন মমি
বাববাহ্ দারুণ রোমান্টিক। এবার হতে টিপ দেয়া বন্ধ করতে বলে দিবো।
নাজমুল হুদা
হা হাহা হা, কে বলে দিবেন ? বন্ধ করার লোক এখনও জন্মে নাই।
আর একজন বন্ধ করে দিলে, হাজার হাজার টিপ স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসবে।
নাজমুল হুদা
**কাকে বলে দিবেন?
মনির হোসেন মমি
হা হা হা
প্রদীপ চক্রবর্তী
অনুকবিতা আমার বেশ প্রিয়।
ভালো লাগলো দাদা।
নাজমুল হুদা
জ্বী, দাদা অনু হলেও একটা প্রেক্ষাপট উঠে কয়েকটা বাক্যে!
নুর হোসেন
আমি একপাতা কালোটিপ কুড়িয়ে পেয়েছি সেগুলো কার আপনি জানেন?
নাজমুল হুদা
জানি , সেই টিপগুলো কোনো এক কবিতার।
সুপর্ণা ফাল্গুনী
আরো এমন রোমান্টিক কবিতা চাই
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕
তবে রোমান্টিকতায় সৃষ্টি হলেই আসবে কলমে।
জিসান শা ইকরাম
অনু কবিতা ভালো হয়েছে।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদাভাই 💕
নিতাই বাবু
নীল শাড়ীতে কালো টিপে দারুণ মানিয়েছেন দাদা। সত্যি দারুণ সুন্দর একটা কবিতা।
আপনাকে শুভেচ্ছে।
আরজু মুক্তা
রোমান্টিকতায় ভাসলাম।
ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
চমৎকার দুটো অনু কবিতা
দারুণ লিখেছেন ভাই
সাবিনা ইয়াসমিন
পরিমাপের হাত আমার দখলে গেলে
চোখে রেখে চোখ- তোমাকেই পরাবো।…
পরিমাপ জানা হয়ে গেলে চোখে-চোখ রেখেই রঙ্গিন হয়ে উঠে দু হাত।
দারুণ লিখেছো,,
শুভ কামনা 🌹🌹