গলির মোড়ে রেনেসাঁ সমাবেশ,
পৃথিবী গড়বার শপথ নেবেন ঈশ্বর,
হাততালি দেবে কিছু দেবদূত-ইভ ও ইবলিশ ।
চল্ আমরাও গলিমুখো হই,
সেখানে প্রতীক্ষমান রাত্রির রমনী।
চল্ ‘দেশলাই’ খুঁজি।
না হয় কিছুটা প্রেম শুঁকে নিস্ তুই,
তারপর জপতে থাকিস্ সাম্যবাদী শ্লোগান।
তলিয়ে যাওয়া পৃথিবী তুলতে
উত্তপ্ত আগুনের প্রয়োজন।
চল্ বারুদ খুঁজে নিই।
আমরাও হয়ে যাই নাগরিক ঈশ্বর।
১৪টি মন্তব্য
সাদিয়া শারমীন
খুব সুন্দর
হালিম নজরুল
ধন্যবাদ আপু
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর প্রতিবাদী কবিতা।
মানবতাবোধের এক অতুলণীয় নিবেদন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ভাই।
নিতাই বাবু
চমৎকার লিখেছেন, কবি দাদা। শুভকামনা থাকলো।
হালিম নজরুল
শুভকামনা প্রিয় দাদা।
মোঃ মজিবর রহমান
পৃথিবী গড়ার জন্য ইশ্বরি শক্তি খুবই দরকার। ভালো লাগলো হালিম ভাই।
হালিম নজরুল
মানুষেরা প্রায়ই ইবলিস হয়, ঈশ্বর হয় না কখনো।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির ছোয়া কবি দা ভাল থাকবেন
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ফজলে রাব্বী সোয়েব
চমৎকার। শুভ কামনা রইলো দাদা
হালিম নজরুল
প্রেরণা পেলাম ভাই। ধন্যবাদ।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অসাধারণ কথাবার্তা, ভালো লাগলো।
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ভাই।