গলির মোড়ে রেনেসাঁ সমাবেশ,
পৃথিবী গড়বার শপথ নেবেন ঈশ্বর,
হাততালি দেবে কিছু দেবদূত-ইভ ও ইবলিশ ।

চল্ আমরাও গলিমুখো হই,
সেখানে প্রতীক্ষমান রাত্রির রমনী।

চল্ ‘দেশলাই’ খুঁজি।

না হয় কিছুটা প্রেম শুঁকে নিস্ তুই,
তারপর জপতে থাকিস্ সাম্যবাদী শ্লোগান।
তলিয়ে যাওয়া পৃথিবী তুলতে
উত্তপ্ত আগুনের প্রয়োজন।

চল্ বারুদ খুঁজে নিই।
আমরাও হয়ে যাই নাগরিক ঈশ্বর।

৪৪৫জন ৩৮৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ