
ধুসর কালো মৃত্যুর গাঁয়ে রক্তক্ষরণ কান্না
অম্লান করে যাচ্ছে- সময় কাল;
অথচ বিধাতা জানাজা করার রিজিক রাখলেন না-
ভাগ্যের কি নির্মম পরিহাস- ভাবায় যায় না!
মনের কষ্টটুকু প্রতিধ্বনি হচ্ছে-
গন্ধ সুবাস বিমুখ বাতাসে- বাতাসে;
আমার শোহ বহ ঘ্রাণ ভাসবে না
তোমার নাকের ডগায়- কারণ
চোখে মুখে নাকে রিজিক নাই
তবুও দুই মুঠো মাটির ছুঁয়া হবে না
ঠিক আমার মতো-দুঃখ চির অমলিন
অতঃপর রিজিকের উৎপত্তি স্থানে নাই রিজিক।
১১ কার্তিক ১৪২৮, ২৭ অক্টোবর ২১
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কখন কিভাবে রিজিক হবে একমাত্র আল্লাহপাক ভালো জানেন। জানাজা করার রিজিক রাখুক বা না রাখুক দয়াময় রব্বুল মহান আল্লাহ তাঁকে উত্তম স্থান দান করুন , ইনশা আল্লাহ ।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা সুন্দর বলেছেন
অশেষ ধন্যবাদ জানাই——-
মোঃ মজিবর রহমান
আপনাকেও ধন্যবাদ কবি ভাই।
মনির হোসেন মমি
চমৎকার বন্দনা।
আলমগীর সরকার লিটন
কবি মমি দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
নার্গিস রশিদ
সুন্দর প্রকাশ ।
আলমগীর সরকার লিটন
জি কবি নার্গিস আপু
কাব্যপাঠে ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভূতির ব্যক্ততা কবি দা।
শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
কাব্যপাঠে ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
যতদিন আছে রিজিক ততদিন থাকবো এই ভুবনে। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-