
শেষ হলো তোমার সদ্য মেকআপ ?
নতুন করে হলো নাকি, নতুন রংয়ের ফেসপ্যাক ?
সব কিছু কি হয়েছে অস্পস্ট্য – হয়েছে আড়াল !!
আচ্ছা ;
রংটা কি আগেরই আছে-
তেমনি নিরেট নির্ভেজাল ?
আইব্রু লাগিয়েছো ?
টিকলিটার নিচে পড়েছো কি লাল ফোটা ?
রং লাগিয়েছো ঠোটে ?
ঝড়ে পড়ার আগে রক্তজবার যেমন রং
লালের চেয়ে একটু গাঢ় !! কালশিটে !
মাস্কারা লাগিয়েছো পাপড়িতে ?
চুল ছেটেছিলে ?
আসে কি হালকা বাতাসে এলোমেলো ক’টা চোখের সামনে ?
বেণী করেছো-
না ছড়িয়ে রেখেছো ?
আকাশ কালো মেঘের মতো- ফর্সা পিঠ পিছনে !!
কাজলটা বদলেছো ?
নাকি সেই চিকন রেখা-
টানা টানা দুচোখের আশপাশে, নিকষ কালো !!
নাকি বেহুলার চোখ, ভিজেনা আর !!
আচ্ছা চিনতে পার কি নতুন চোখে
কোনটা আঁধার আর কোনটা আলো !?
শাড়ি পড়েছো ! গাঢ় সবুজ
লাল পাড় হলদেটে ?
নাকি ফুলন দেবীর চরিত্রে এবার
নতুন রূপে, নতুন দর্শকের হাটে ॥
দোল পড়েছো না ঝুমকা কানে ?
নাকফুলটা কি আছে ?
পারফিউমটা ও বদলে দিয়েছো
না রেখেছ কোথাও কাছে !!
কি যেনো সংলাপ !
এ নাটকেও তেমন ?
ভাঙ্গা সুরে ভাঙ্গা গলায় ,
যেমনি করে কারো হৃদয়ে
একটা একটা শব্দে
একটা করে পেড়েক ঠুকে যায় ?
রোমান্টিকতা আছে এ নাটকে ?
আকুলতা, বিনয় আর মোহনীয়তা !!
নাকি শুধু বিরহীনীর অভিনয়-
নাকি-
রাগি রাগি চোখে বিরঙ্গনা বিমূর্ত,
যেনো কালী মূর্তির নগ্ন উল্লাসে-
অশুরের গলা কেটে হবে, যুদ্ধে বিজয় ।
নতুন পান্ডুলিপি, নতুন সংলাপ-
নতুন মাঠে, নতুন ঘাটে-
নতুন কোন চরিত্রের রূপায়ন ।
বদলেছে রং, ঢং আর রূপ
বদলেছে জানি তবে,
নতুন নাটকে,
নতুন করে তোমার আচরণ ॥
-০-
০১/১০/২০১৮
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
নারীদের সাজ সজ্জায় দেখি ভালোই নজর আছে 🙂
বদলে যায় সব কিছুই, ইচ্ছে বা অনিচ্ছায়।
এস.জেড বাবু
আসলেই তাই
অনেক ধন্যবাদ ভাইজান
সুরাইয়া পারভিন
সাথে সাথে বদলে যায় সব কিছু। বদলে যায় সময়, বদলে যায় প্রিয়জন,বদলে যায় ভালোবাসা।
হয়তো এটাই প্রকৃতির নিয়ম।
চমৎকার লিখেছেন ভাইয়া
এস.জেড বাবু
অশেষ কৃতজ্ঞতা আপু
ছাইরাছ হেলাল
বদলে দাও, বদলে যাও,
কারো ইচ্ছায় বা অনিচ্ছায়। নাটুকে অভিসম্পাতে, কালী মূর্তির উন্মত্ত উল্লাসে;
এস.জেড বাবু
বদলে দাও
ইচ্ছায় বা অনিচ্ছায়
শুভেচ্ছা ভাইজান
শফিকুল ইসলাম
কারো অভ্যেস, কারো প্রয়োজন…
যাইহোক, মানুষ তো
আর মানুষ শব্দটি ভীষণ মর্যাদার।
ভালো লাগলো চমৎকার লেখাটি।
এস.জেড বাবু
সত্যি বলেছেন-
অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান
সঞ্জয় মালাকার
বাবু ভাই নারীদের সাজ সজ্জায় দেখি ভালোই নজর আছে,।
চমৎকার লেখা পড়ে ভালো লাগলো খুব।
এস.জেড বাবু
জ্বী ভাই
দেশে আসলেই প্রচুর সাজ সজ্জার সরঞ্জাম কিনতে হতো। দুবাইতে দুই দিনের ট্রানজিট নিতে হতো।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই
সঞ্জয় মালাকার
মিলে গেলো ভাইজান একে একে দুই, আপনিও প্রবাসি আমিও প্রবাসি। ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইল।
এস.জেড বাবু
দোয়া রইলো ভাইজান, নিজের যত্ন নিবেন।
ভাল থাকবেন।
শিরিন হক
ভালোলাগল মানুষের অভ্যাস মানুষের প্রয়োজন জীবনের গল্প।
মানুষ সেতো মানুষ সব কিছুর উপরে।কেউ ভাবি শিল্প কেউ ভাবি অপসংস্কৃতি দৃষ্টিভঙ্গি এক এক জনের আলাদা আলাদা।
এস.জেড বাবু
মুল্যবান মতামত
অনেক ধন্যবাদ প্রিয় আপু
অনন্য অর্ণব
বাহ চমৎকার। কিন্তু দাদা নর্তকী শিরোনামে আমার একটা কবিতা আরো তিন বছর আগে আমার পেজ এ পোস্ট করেছিলাম। ভেবেছিলাম এখানেও দেবো। কিন্তু আপনিতো আমার আগেই পোস্ট করে দিলেন।
এস.জেড বাবু
ওহ সরি ভাই,
আগে জানলে এমনটা হত না।
আর নামে কি আসে যায়- লিখা বা মিনিং তো আর এক না। আপনার কবিতাও দেবেন। পড়তে ইচ্ছে করছে যে।
শুভেচ্ছা ভাইজান