
প্রগলভতা চিদাকাশটায়-
বৃষ্টি ভেজা চন্দ্রের মাখামাখি পঞ্চমী-তিথীতে।
ক্লান্ত মন ভাবনার শাখে শাখে
বেদনাকে নিমন্ত্রণ জানায় মৃদঙের সুরে;
প্রেম-বিরহী বাসনার নদী-তীরে
চার-প্রহরের হিসাবে গরমিল,
অবশিষ্ট প্রহর এলোমেলো।
তীব্র তাপদাহে লোকলজ্জা ভুলে বর্ষা আসে অভিসারে;
উত্তপ্ত বনানীকে শীতলতায় ছুঁয়ে যায় গভীর আলিঙ্গনে।
প্রলয়ংকারী তান্ডবে দুমড়ে-মুচড়ে যায়
চির-হরিৎ বনানীর বুক-পাঁজরের অস্থি পঞ্জরাদি;
এ অভিসার পুনঃ পুনঃ চলমান-
আদিম সভ্যতার আঁচলের খুঁটে নবজন্মের আহ্বানে।
২১টি মন্তব্য
কামাল উদ্দিন
এখানে ভাতের কোন গুন নাই, শামীম ভাইয়ের লেখার সাথে যেন আপনার কবিতার মিল খুঁজে পাই।
সুপর্ণা ফাল্গুনী
তাই নাকি ভাইয়া! বিষয়টি বিস্তারিত বললে ভালো লাগতো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
ফয়জুল মহী
সুন্দর লেখনী
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
সুন্দর ছবির আড়ালে
সুন্দর কবিতা পড়ে
রাতটা কাটুক ভাল।
শুভ কামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অবিরাম কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। আপনার মন্তব্যে বারবার আনন্দ পাই। ভালো থাকুন সুস্থ থাকুন
প্রদীপ চক্রবর্তী
চমৎকার কাব্যকথন দিদি।
ভালোলাগা রেখে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
ঋতু ফিরে ফিরে আসে আপন নিয়মে, নিয়ম মেনে।
বিধির বিধান এমন-ই।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল ভাইয়া
তৌহিদ
বৃষ্টি এলে আমার খুব ঘুম পায়, বিষণ্ণতা জাগে হয়তো কবিদের। আমিতো কবি নই। এই তীব্র গরমে বৃষ্টিতে ঠান্ডার পরশ খুঁজি সবাই। সুন্দর কবিতা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া বৃষ্টি হলে আমারও ঘুম পায়। ভাইয়া আমি কিন্তু আপনার কবিতার ভক্ত। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
জেনে আনন্দিত হলাম দিদিভাই। ভাই বোনের কি মিল!! ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
নবজন্মের আহ্বানে বর্ষা আসুক বারেবারে,
পৃথিবী ভরে থাকুক চির সবুজের সম্ভারে।
ভালো লাগলো কবিতাটি।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
পার্থ সারথি পোদ্দার
অপূর্ব! এমন অনিন্দ্য সুন্দর কবিতা বারেবারেই চাই,প্রিয় কবি।ভালো থাকবেন,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা দাদা। আপনাদের এমন অনুপ্রেরণা তেই ছাইপাস লিখে যাই।আপনারা পাশে আছেন তাতেই ধন্য ভালো থাকবেন সবসময় শুভ কামনা
হালিম নজরুল
লোকলজ্জা ভুলে বর্ষা আসে, কবিতাও হাঁটে সেই পথ ধরে।
সুপর্ণা ফাল্গুনী
হুম সেটাই ভাইয়া। আপনার বাবা কেমন আছেন? ভালো থাকুন সুস্থ থাকুন
জিসান শা ইকরাম
অনেক সুন্দর কবিতা।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। শুভ কামনা রইলো