
হাত দুলে ভাত তুলে
খাই না আমি।
পা ঝুলে কোন ভুলে
সিঁড়ি না নামি।
নিদ্রা হতে অনিদ্রাতে
বসে থাকি ঘরে।
বাহিরেতে না হয় বাহির
হারিয়ে যাওয়ার তরে।
গাড়ি আমি নাহি চড়ি
দুর্ঘটনার ভয়।
কখন কোন অপঘাতে
আমার মৃত্যু হয়।
নৌকাতে আমি নাহি চড়ি
যদি যাই পরে।
কে করিবে উদ্ধার এ দেশ
যাই যদি মরে।
বাঁচাটা আমার অতি দরকার
অনেক ভেবে দেখেছি।
যতন করে প্রাণটা যে তাই
আপন করে রেখেছি।
দেশের জন্য বাঁচতে চাই
শতাব্দি মহাকাল।
আধুনিক সালে আমি এক
নতুন নন্দলাল।।
বিঃদ্রঃ কেভিড-১৯ ফ্যাক্ট
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
স্যালুট জানাই। দেশের জন্য বাঁচবেন, বাঁচতেই হবে ।নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুক, সর্বোপরি দেশ ও বিশ্বকে ভালোবাসুন মানবতার খাতিরে।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় আমার বেঁচে থাকাকে সাধুবাদ জানানোর জন্য।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা, ভালো লাগছে।
শুভ কামনা রইল।
নিরব সাগর
আপনার জন্য রইলো শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“দেশের জন্য বাঁচতে চাই
শতাব্দি মহাকাল।
আধুনিক সালে আমি এক
নতুন নন্দলাল।।”
ধরি মাছ না ছুই পানি
নন্দ লালের কথা মনে পড়ে গেল
শুভ কামনা।
নিরব সাগর
জ্বি জনাব, আমি আধুনিক নন্দলাল।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
এস.জেড বাবু
“নন্দলাল”
উচিত নামকরণ
দারুন লিখেছেন
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
হালিম নজরুল
নৌকাতে আমি নাহি চড়ি
যদি যাই পরে।
কে করিবে উদ্ধার এ দেশ
যাই যদি মরে।
—–পড়ে
নিরব সাগর
খুব ভালো বলেছেন। আমার কাছে মরে শব্দটায় যুক্তিযুক্ত মনে হয়েছে। তবে আপনারটি চিন্তা করে দেখবো।
শুভেচ্ছা নিবেন প্রিয়