নতুন জীবনের আহ্বান

সুরাইয়া পারভীন ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৫:৩১:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

আজ আমার অস্তিত্ব বিলুপ্ত প্রায়!
মনে হচ্ছে এই আছি এই নেই।
বুকের বাম অলিন্দে কষ্টেরা যখন,
সূচের আঘাতের মতো এফোঁড়-ওফোঁড় করছে-
রক্তাক্ত ক্ষত- বিক্ষত করছে তখন,
মনে হলো শেষ করে দেই এই অস্তিত্ববিহীন আমাকে।
কোনো বিষাক্ত রাসায়নিক ক্যামিকেল গিলে
অথবা সিলিং ফ্যানে ঝুলিয়ে দেই কদর্য দেহটাকে।
কিন্তু আমি পারলাম না,
আমি পারলাম না কারণ আমার পিছুটান।
আমার পিছুটান আমায় ছাড়লো না।
ঐ মায়াভরা মিষ্টি মুখটা আমায় বার বার বললো!
হেরে গিয়ে নিজেকে শেষ করে দেওয়া নয়,
ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করায় জীবনের ধর্ম।
জীবনের এক একটা অধ্যায় এক একটা যুদ্ধক্ষেত্র!
আর এই যুদ্ধক্ষেত্রে জয়-পরাজয় থাকবেই।
জীবন যুদ্ধে যে হেরে যায় সে হয় পরাজিত সৈনিক।
তুমি তো পরাজিত নও!
তাই পরাজিত সৈনিকের মতো পালিয়ে যেতে পারো না তুমি।
নিকষ কালো আঁধার রাত শেষে আসবে সোনালী সকাল-

নিয়ে নতুন জীবনের আহ্বান।

৫৩৯জন ৪২৯জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ