
আজ আমার অস্তিত্ব বিলুপ্ত প্রায়!
মনে হচ্ছে এই আছি এই নেই।
বুকের বাম অলিন্দে কষ্টেরা যখন,
সূচের আঘাতের মতো এফোঁড়-ওফোঁড় করছে-
রক্তাক্ত ক্ষত- বিক্ষত করছে তখন,
মনে হলো শেষ করে দেই এই অস্তিত্ববিহীন আমাকে।
কোনো বিষাক্ত রাসায়নিক ক্যামিকেল গিলে
অথবা সিলিং ফ্যানে ঝুলিয়ে দেই কদর্য দেহটাকে।
কিন্তু আমি পারলাম না,
আমি পারলাম না কারণ আমার পিছুটান।
আমার পিছুটান আমায় ছাড়লো না।
ঐ মায়াভরা মিষ্টি মুখটা আমায় বার বার বললো!
হেরে গিয়ে নিজেকে শেষ করে দেওয়া নয়,
ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করায় জীবনের ধর্ম।
জীবনের এক একটা অধ্যায় এক একটা যুদ্ধক্ষেত্র!
আর এই যুদ্ধক্ষেত্রে জয়-পরাজয় থাকবেই।
জীবন যুদ্ধে যে হেরে যায় সে হয় পরাজিত সৈনিক।
তুমি তো পরাজিত নও!
তাই পরাজিত সৈনিকের মতো পালিয়ে যেতে পারো না তুমি।
নিকষ কালো আঁধার রাত শেষে আসবে সোনালী সকাল-
নিয়ে নতুন জীবনের আহ্বান।
২১টি মন্তব্য
আরজু মুক্তা
আশাবাদী কবিকে ভালো লাগলো। জিত হবেই।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
জীবন আমাদের নিয়ে যাবে স্বপ্নের সোনালী বন্দরে
এ আশাই হোক আমাদের একান্ত কাম্য।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আশা, স্বপ্ন নিয়েই বেঁচে থাকা, এরই নাম জীবন। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো আপনার জন্য
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
সাদিয়া শারমীন
খুব সুন্দর লেখা।সবার জীবনেই সোনালী সকাল আসুক নিকষ আঁধার কেটে..
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
ভালো লাগল। ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“তাই পরাজিত সৈনিকের মতো পালিয়ে যেতে পারো না তুমি।
নিকষ কালো আঁধার রাত শেষে আসবে সোনালী সকাল-“
হতাশার কালিমা ভেদ করে
সোনালী স্বপ্নের দিন আসবেই
সেই দিনের প্রতীক্ষায়।
বসন্তের শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
জীবন নিয়ে যাবে আমাদে স্বপ্নীল সোনালী সিমানায়।
এ আশাই হোক আমাদের একান্ত কাম্য।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
হালিম নজরুল
“নিকষ কালো আঁধার রাত শেষে আসবে সোনালী সকাল-
নিয়ে নতুন জীবনের আহ্বান”
—————–আশাবাদী
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
অনুপ্রেরণা মূলক কবিতা, আমিও বলি শেষ হওয়ার আগ পর্যন্ত শেষ বলতে নেই, সাহসী পদক্ষেপে এগিয়ে চলাই জীবন…….শুভ কামনা সব সময়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
শুভ কামনা জানবেন আপু।
ইসিয়াক
খুব ভালো লাগলো কবিতাটি।
শুভকামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়