সুপ্রিয় ব্লগার গন। এটি হয়ত অনেকেই লক্ষ্য করেননি। সোনেলার প্রথম পাতায় আজ ন ময় হয়ে আছে।
প্রথম পাতার পনেরোটি পোষ্ট দাতার নাম গুলো দেখি।
ন্য যুক্ত ব্লগারগনের নাম
শুন্য
বন্য
অরণ্য
ন যুক্ত ব্লগারদের নাম
মামুন
ওয়ালিনা
ইয়াগনিন
বোহেমিয়ান
মনির হোসেন
নীলাঞ্জনা
আজকের জন্য নিনের নাম সঞ্জীবনী রাখবো নাকি ? :p
৪৬টি মন্তব্য
বন্য
আপনার মাথায় এগুলো যে কিভাবে আসে তাই ভাবছি, সঠিক সিদ্ধান্ত আজকের জন্য আপনিও “ন”যুক্তাক্ষরে নাম নেন তবে নূতন নাম রাখার আগে খাওয়াইতে ভুইলেন না সজীব ভাই।
ব্লগার সজীব
চোখে পরে যায় বন্য ভাই। আমি তো আর আপনাদের মত লিখতে পারিনা,তাই ভাবি কি লেখা যায় :p ব্লগেও নামের আকিকা লাগপে ? :D)
বন্য
ফ্রি পাইলে আলকাতরাও ছারে কে, একটু উস্কানিতে যদি পার্টি একটা পাওয়া যায় তাতে মন্দ হয় না তাই একটু উস্কানি দিলাম আর কি, এখন আপনার সদিচ্ছায় কিন্তু খওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, কি দিবেন নাকি? আর লেখার ব্যাপারে যা বললেন তা সম্পূর্ণই দ্বীমত আপনার সাথে, আগে খাওয়ান তারপর তর্ক করুম।
ব্লগার সজীব
আমাদের উৎসব কন্যা লীলাবতী দিদিকে বাদ দিয়ে পার্টি করলে খপর আছে আমাদের সবার। দিদিকে বলি পার্টির আয়োজন করতে। আমি রাজি \|/
বন্য
ডাকেন ডাকেন আশেপাশের ময় মুরুব্বী যারা আছেন তাদেরকে ডাকেন, তারপরও আয়োজন করেন, আপনি রাজি আছেন সেইটা শুনেই খুশিতে লাফালাফি শুরু হয়েছে, আর লাফাল্ফিতে বেড়েছে ক্ষিধা, এখন কি লীলাবতী দিদির জন্য অপেক্ষা করতে হপে ? চুপি চুপি দিতে পারেন কাউরে কিছু কমু না, আর আইডিয়া জন্মানর ইতিহাস শুনতে চাই, যদিও জানি এই ব্লগের মেধাবী যদিও একজন আপনি নিজেই তা প্রমাণিত, ঠিকানা দেন চইলা আসি।
ব্লগার সজীব
লীলাবতী দিদিকে লাগবেই ভাই। দিদি এক পার্টি পোষ্ট দিক। আমার পার্টি কি আমি দিতে পারি?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ওহ! \|/ কি মজা…………
লীলাবতী
ওকে দিন ক্ষন ঠিক করা হোক, কবে হবে পার্টি?বৃহস্পতিবার রাতে দেয়া যায়? শুক্রবার বন্ধ, সমস্ত দিন রাত আড্ডা দেয়া যাবে।
বন্য
খালি মুখে আড্ডা!! ^:^ ^:^
অরণ্য
:D)
অরণ্য
ভাই চাল্লু অবজারভেশন আপনার। 😀
ব্লগার সজীব
ধন্যবাদ ভাই। ইতি পুর্বে আমি আমার মেধার পরিচয় দিয়েছি, আপনি নুতন তাই হয়ত জানেন না :p
শুন্য শুন্যালয়
জ্ঞানী মানুষের চিন্তা ভাবনাই অন্যরকম। আকিকা করা লাগবেনা, আপনাকে এখন থেকে ন ভাই ডাকুম নে। আপনার মতো ক্রিয়েটিভ আইডিয়ার মানুষের জন্য সোনেলায় একটা এওয়ার্ড চালু করা উচিত। মডু বাহিনী কোনে গেলো????
ব্লগার সজীব
আপু আপনিই শুধু বুঝলেন। গুনীর কদর এজাতি দিতে পারেনা। সোনেলা দিবে কিভাবে? নিজেকে নিজেই খুঁজে, কি দিনকাল আইলো :p
শুন্য শুন্যালয়
কি কয়? কিছুই তো বুঝিনা। দিনকাল আসলেই খারাপ, নিজের জ্ঞানের কথা মানুষ নিজেই কয়। :p
আমিতো জাতীর বাইরে না।
ব্লগার সজীব
মডু খুঁজেন আপনি, এটাই বলেছি। সুত্রঃ সোনেলার চারটি ভিন্ন আইডি 🙂
নুসরাত মৌরিন
😀
বাহ!!চমৎকার আবিষ্কার তো!!
ব্লগার সজীব
আপু আপনিও দিন একটি পোষ্ট, নাম উঠে যাক আপনার। রুম্মন আপু দিলে তো আরো ভালো হয় 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
আমরা আমারই তো।
ব্লগার সজীব
হ্যা, আমরা আমরাইতো।
মোঃ মজিবর রহমান
সুন্দর সজীব ভাই।
(y)
ব্লগার সজীব
রহমান ভাইর কোন পোষ্ট ছিলো না, আপনার নামও থাকতো তাহলে।
মোঃ মজিবর রহমান
আমি কথাও নাই।
কৃষ্ণমানব
আমার কিন্তু মূর্ধণ্য ‘ ণ ‘ , দন্ত্য ‘ ন ‘ দুটাই আছে :p :v
ব্লগার সজীব
শেষ অক্ষর ‘ ন ‘ :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ন’ভাইয়ৌ -{@ আননে কেমন আছৌন।এত বুদ্ধির ওজন নিয়া ঘুমান কেমনাই।ধন্যাবাদ শুভ কামনা।
ব্লগার সজীব
ঘুমাই খুব কম মনির ভাই 🙂
স্বপ্ন নীলা
ওরে বাবা এ যে দেখছি ন এর ছড়াছড়ি !! দারুনতো
ব্লগার সজীব
ন এর আধিক্য আপু।
লীলাবতী
দারুন তো 🙂 সজীব থেকে সঞ্জীবনী খারাপ হয়না কিন্তু 🙂
ব্লগার সজীব
রাখবো কিনা ভাবছি দিদি।
খেয়ালী মেয়ে
আপনার মাথায় তো দেখি প্রচুর পরিমাণে জৈবসার আছে :p
ব্লগার সজীব
আমিও তাই ভাবি পরী আপু। আপনার নামের শেষে ‘ন’ থাকলে হতো।
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশশ শেষ পর্যন্ত বুঝি এই ছিলো কপালে যে, একটা ‘ন’ এর জন্যও আফসোস করতে হচ্ছে..কেন যে একটা ন এর মালিক হলাম না..একটা ন থাকলে তো আজ আমারও________________
ছাইরাছ হেলাল
আপনি চোখের ডাক্তার দেখান।
ব্লগার সজীব
এই প্রথম কেউ ভালো একটি পরামর্শ দিলো। ধন্যবাদ আপনাকে।
মরুভূমির জলদস্যু
আমিতো বাদ পরে গেলাম।
ব্লগার সজীব
আপনার নামের শেষ অক্ষর ‘ন’ নাই, তাই বাদ।
সাইদ মিলটন
😀 পুরা কাবজাব লাইগা গেল পড়ার পর থিকা চারদিকে ন দেখি খালি 🙁
ব্লগার সজীব
আপনার কোন পোষ্ট ছিলো না মিলটন ভাই 🙂
শিশির কনা
আমি যে কেন দিলাম না পোষ্ট ? 🙁
ব্লগার সজীব
লস করলেন আপনি।
সায়ন্তনু
আগে জানলে কাজ হতো মনে হচ্ছে।
ব্লগার সজীব
অবশ্যই হতো ।
মেহেরী তাজ
ভাগ্য ভালো ঐদিন আমি পোষ্ট দেইনি।আমার নাম তো আর থাকতো না 😀
ব্লগার সজীব
ওস্তাদের নাম রাখার অনেক বুদ্ধি আছে।কাদের লেখা আজকের ন ময় নয়, সেখানে দিয়ে দিতাম আপনার নাম। ওস্তাদ বলে কথা।