দেশের গানের মধ্যে আমার সবচে সুন্দর লাগে ‘ধন ধান্য পুষ্প ভরা’। এই গান গাইলেই আমার কেমন যেন লাগে। দেশে জব করার সময় যখন ট্রেইনর হয়ে কোথাও শিক্ষকদের ট্রেনিং দিতে যেতাম প্রায় সব ট্রেনিংয়ে আমার একটা কমন এক্টিভিটি ছিলো সব শিক্ষকদের নিয়ে এই গানটা গাওয়া। অন্যলাইনগুলো গাইতে পারলেও যেই লাস্ট লাইনগুলাতে যেতাম প্রতিবার আমার চোখ আর্দ্র হয়ে যেতো, মনে মনে নিজের গ্রামে চলে যেতাম, মায়ের কথা মনে পড়তো।

“ভাইয়ের মায়ের এমন স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,

ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,

আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

এই এমেরিকা বসেও এখনও এটাই ভাবি। জীবনের শেষ সময়টা আমার গ্রামেই কাটাতে চাই। বিদেশে বসে বুঝতে পারি জন্মভূমি কি জিনিস, তারপ্রতি টানই বা কেমন! এখনও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি যার জন্য গোটা একটা জাতি যুদ্ধ করেছিলো।

বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে ♥♥

১৬ ডিসেম্বর ২০২০
পুস্পিতা আনন্দিতা
নিউইয়র্ক

৯৯১জন ৯০২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ