
রিংটোন বেজে উঠলো। বলল, ‘…আর নেই’।
হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ির উঠানে পৌঁছাতেই বেহুঁশ (অজ্ঞান) হয়ে মাটিতে লুটে পরলাম।
চোখের পর্দা খুলে দেখি পৃথিবীটা ঘোলাটে বিবর্ণ রঙমহলে আলোকোজ্জ্বল। ধীরে ধীরে সন্ধ্যা বেয়ে বেয়ে রাতের আহাজারি পায়চারি বাড়ছে।
কে যেন চোখেমুখে পানি ছিটিয়ে দিতেই হুঁশ বেহুঁশের তালা খুলে পৃথিবী রঙ্গমঞ্চের নিদ্রা কাটতেই দেখি – ‘দুটো লাশের খাটিয়া ‘।
বাবা বরাবরই মাকে বলতো, ‘আমি চলে গেলে তুমি থেকো না। তোমার নিশ্বাস, তোমার কলিজার টুকরোরা তোমার দেখবাল করবে না। ‘
সত্যিই তো! ‘এ ঋণ শোধরাব কিভাবে? কোন ক্ষণকালে?’
২৫টি মন্তব্য
সুরাইয়া পারভীন
ভালো লিখেছেন।
ভালো লাগলো
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া ।
নৃ মাসুদ রানা
হুমম, সেই তো
সুপায়ন বড়ুয়া
“বাবা বরাবরই মাকে বলতো, ‘আমি চলে গেলে তুমি থেকো না। তোমার নিশ্বাস, তোমার কলিজার টুকরোরা তোমার দেখবাল করবে না। ‘ “
সন্তানেরা আজন্ম রাখুক মনে
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
হুমম, শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সন্তানেরা ভুলে যায় বাবা-মায়ের ঋনের কথা। যে ঋন কখনো শোধরাবার নয়। শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
দোয়া করবেন প্রিয়
ছাইরাছ হেলাল
কিছু ঋণ ঋণেই থেকে যায়।
নৃ মাসুদ রানা
হুমম, তাই।
ফয়জুল মহী
সুন্দর ও চমৎকার উপস্থাপন।
নৃ মাসুদ রানা
একদম ঠিকবলেছে….,
আরজু মুক্তা
বাবা মায়ের ঋণ কি শোধ হয়?
নৃ মাসুদ রানা
না, কখনো না…
তৌহিদ
কিছু ঋন শোধ হয়না। তবুও আমরা অনেকেই অকৃতজ্ঞ থেকে যাই।
লেখা ভালো লেগেছে।
নৃ মাসুদ রানা
Tbx a lot
সঞ্জয় মালাকার
বাবা মায়ের ঋণ কি শোধ হয়?কেননা আমরা অকৃতজ্ঞ থেকে যাই।
নৃ মাসুদ রানা
হয়না, আমরা অকৃতজ্ঞ থেকেই যাই…
কামাল উদ্দিন
এমনটা সহ্য বড় কঠিন, তবু বাস্তবে এমন ঘটনা ঘটছে, আর তা না মেনে আমাদের কোন উপায়ও নেই……….শুভ কামনা সব সময়।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, হরহামেশাই এরকম ঘটনা ঘটে। আর এটা আমার ভাবনার গল্প, চিন্তার গল্প।
কামাল উদ্দিন
হুমম, ধন্যবাদ ভাই
মনির হোসেন মমি
হৃদয় নাড়া দিল। দিন শেষে আমি একা।
নৃ মাসুদ রানা
সত্যিই তাই, এ পৃথিবীতে আমরা সবাই একা।
সাবিনা ইয়াসমিন
বাবার মৃত্যুর সাথে সাথে মায়ের ওকি মৃত্যু হয়েছে ?
নৃ মাসুদ রানা
এটা আমার কল্পনার গল্প, একান্তই নিজস্ব চিন্তাধারার গবেষণার..