দেহের রাত

আলমগীর সরকার লিটন ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার, ১২:১৫:৫২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

সত্যই রাতের গায়ে এক ভয়!

নরম বিছানায় ঘুমাতে হয়;

বিস্মৃতি স্মৃতিচারণ চাঁদের সাথে কথা কয়!

দীর্ঘশ্বাসে একটা আতঙ্ক;

সব ভাবনাকে অম্লান করে যায়,

অথচ রাতকে উপভোগ করি অনেক কিছু

লাল পানি- উষ্ণ শীতল বুক-

তবুও ভয়ে জাগ্রত হয় না আপন সত্তা;

কেনো করবে চোখে যে রঙিন নেশা

উম্মাদ পাগল নয় বরং আঁধারের কাছে

বিলিন হওয়া ভয়ের কিছু না,

মৃত্যুর আলিঙ্গন করাই হলো দেহের রাত।

১২ পৌষ ১৪২৮, ২৭ ডিসেম্বর ২১

১৪৮৫জন ১৩৮৮জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ