দেব শিশু

ছাইরাছ হেলাল ১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ১২:১৫:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪১ মন্তব্য

DSC_5323 [320x200]
ঝেঁপে আশা নিঃসঙ্গতায় তেতো হয়ে ওঠে মন জগদ্দল ভোরে। থির জল, ভাবনার সিক্ত বিলাই, নিরুপদ্রব নিরাপদে নিরাপদ প্রস্থান তো চাই ই, কিন্তু ধারে আনা রংয়ের প্যালেটে চকিতে দোল খায় রংধনুর ছায়াময় ছায়া, আধেক অন্ধ আমি, হারিয়েছি রং, যা ছিল বিস্তর দামী, খুঁজছি আলোর দিশা। সুদূরের গন্তব্য অজানা অনন্তর, তবুও অন্বেষণে;

নয় কোন চাতক অপেক্ষা, নয় কোন বাজারের লম্বা ফর্দ হাতে সুপার শপের ঘোর বারান্দায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, নয় কোন ভীড়ময় অলিগলির অটালে; অথবা নয় কোন মানবিক ক্রান্তিকালে,

প্রায় অলকানন্দার অলকসুন্দরতায় নিরন্তর অপেক্ষা সময় শূন্যতায়,
সদাপ্রভুর মুখোমুখি হলাম বলে।

“কী করেন কেমন আছেন? খুঁজে খুঁজে খোঁজ পেলাম এ অব্দি এসে পেয়েও গেলাম,”
চমকে গেলাম দেব শিশুর আন্তরিক সুসম্ভাসনে,
“জানিতো চিনতে পারছেন না, এই এখানে কালের ওপারে দাঁড়িয়ে।
আমি কিন্তু সেই আমি, ‘সিপি’ খাওয়া সেই শিশু, সামান্যতেই অনেক অনেক আদর-সোহাগ, পেয়েছি যা আর পাইনি কোথাও কখনও”।

হে নিস্তেজ ওস্তাগর,
সময়ের নিখুঁত ভাজে ভাজ ফেলে ত্বকচ্ছেদের ফাঁদে ফেলে মুন্ডুচ্ছেদ করে ফেললেন!!
বেঢপ উদাসীন উদাসীনতায়। অথবা বিস্তর কান্নার রোল দেখে মানসিক জোঁক তেতে উঠে, হামলে পড়ে গরম রক্তের খোঁজে, তৃষ্ণার মুমূর্ষুতায়;

২৩০২জন ২৩০০জন
0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ