তুমি আমি হেটে যেতাম এপথে
কখনো হাতের আঙ্গুলে আঙ্গুল,
কখনো স্পর্শবিহীন,
অধরা পার্থক্যে আসেনি মাপজোখ
মেনে নিই কিছু দূরত্ব থেকেই যায় সময়ে অথবা অসময়ে ….
আমি আজ হেঁটে যাই একা
তুমিও কোথাও ছটফটে অস্থিরতায়
ভেঙে ফেলছো ঘড়ি,
দূর ঘোচানোর যুদ্ধে আমরা সময়কে দেই আলটিমেটাম,
জানা অজানায় থেকে যায় গল্পটা—
হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন….
২১টি মন্তব্য
বনলতা সেন
অতীত ছুঁলেন পরম মমতাময় ভালোবাসায় , বর্তমানে দাড়িয়ে চোখ ফেললেন দূর দেশে।
কষ্টের ছায়া ফেলে । খুব সুন্দর লেখা কিন্তু ।
মিথুন
আপনি সুন্দর বললে ভালো লাগে অনেক।
খসড়া
দুরত্ব সে যতই হোক কাছে থাকুন।
মিথুন
দুরত্ব কোন ব্যাপারই না 🙂
শুন্য শুন্যালয়
হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন… এমনি করেই থাকুন। শুভকামনা অনেক…
মিথুন
ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন….খুব ভাল লাগল।
মিথুন
খুব ধন্যবাদ। ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
প্রশংসা পাওয়ার মতই লেখা।
দূর হোক নিকট শুধু এটুকূই চাই। দারুণ লেখা ।
মিথুন
কিছু প্রিয় মানুষদের প্রশংসা পেলে আবেগ আপ্লুত হই। আর কোন দূর নেই ভাইয়া। ভালো থাকুন।
পুষ্পবতী
খুব সুন্দর কবিতা।সময়টা আসলেই অনেক কিছু বদলে দেয়।
মিথুন
হ্যাঁ সময় টাই সবকিছু, ধন্যবাদ আপনাকে আপু।
মিথুন
দিন দিন পাঠিয়ে দিন। নকল করেছি না বললেই হয় :Happy:
জিসান শা ইকরাম
ছোট কবিতা
বেশ ভালো লিখেছেন মিথুন।
একা হেটে যাওয়া, ছটফটানি, ‘ জানা অজানায় থেকে যায় গল্পটা ‘ এসব শব্দ কেমন জানি বেমানান মিথুনের সাথে।
অবশ্য সমাপ্তি ‘ হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন…. ‘ এটি ঠিক আছে ।
শুভ কামনা ।
মিথুন
শব্দগুলো সত্যি থেকে নেয়া। কিছু কিছু সময় তো আমরা এমন থাকি। ভালো লেগেছে বলে ধন্যবাদ ভাইয়া।
আগুন রঙের শিমুল
যেখানে অবিরাম অঙ্গুলীস্পর্শ ছেরে কেউ হচ্ছে সূদুর সেখানে
কারোর হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন…. শুনলে ঈর্ষা হয় 🙂
মিথুন
বাস্তবতার কাছে আমরা অসহায় তবে আমি সৌভাগ্যবান।
মিথুন
না না ভাইয়া কোন দ্বন্দ্ব কাজ করেনি। কিছু সময় কাছে থেকেও মানুষ দূরে থাকে আর কিছু সময় দূরে থেকেও কাছে। এর বাইরে আর কিছু নেই লেখায়। পারিওতো না লিখতে।
মিথুন
অনেক ধন্যবাদ আপু। অবিরাম কাছে থাকতে চাই 🙂
স্বপ্ন
আমার কাছেই থাকে সে, আমি কখনো দুরত্বকে দূর ভাবিনি। হয়ত বাস্তব দূর, কিন্তু মনের একদম কাছে ।
মিথুন
:Flowers-for-you: