
আসসালামুআলাইকুম।
সম্মানিত এডমিন গন,মডারেটর গন,শ্রদ্ধেয় গুনীজন,অন্যান্য প্রিয় লেখক,লেখিকাগন এবং সকল সদস্যবৃন্দ , দীর্ঘ বিরতির পরে নীড়ে ফিরে এলাম।আশা করছি যার যার অবস্থানে আল্লাহ পাক সবাইকে ভাল রেখেছেন।অসুস্থতার জন্য অনিয়মিত ছিলাম।সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আবার নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করছি ইন শা আল্লাহ।
দুই মাতালের কথোপকথন ঃঃ——–
১ম মাতালঃ—- তুই যদি বলতে পারিস এই ব্যাগে কি আছে,তাহলে এই ব্যাগের সব ডিম তোর।আর যদি বলতে পারিস মোট কয়টা ডিম আছে,তাহলে ব্যাগের ছয়টা ডিমের ছয়টাই তোর।এবং যদি তুই আরও বলতে পারিস যে,ডিম গুলো কিসের তাহলে এই ডিম গুলো পাড়া মুরগিটাও তোর।
২য় মাতাল ঃঃ—– দোস্ত কোনো একটা ক্লু দে…
সতীন কাঁটা বা ফুল ঃঃ—–
সেই ছোটবেলার প্রাইমারী স্কুলের বান্ধবী প্রভাকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে চলেছে মনিদীপা। দীর্ঘ দিন ধরে মনের আকাশে জমে থাকা মেঘমালা আজ যেন বৃষ্টি রুপে অঝোরে ঝরে পড়ছে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে প্রভা। বিক্ষিপ্ত মনটাকে শান্ত করতেই প্রভার বাড়িতে এসেছে মনিদীপা।
মনিদীপা
নআর কাঁদিস নে,, কি আর করবি বল! যা হবার তাতো হয়েই গিয়েছে। বিয়ের আগে যখন কিছুই হুঝতে পারিস নি, এখন আর কেঁদে কি লাভ? সেই ডাইনিটার হাত থেকে অনন্তকে কিভাবে ছাড়িয়ে আনবি সেটা নিয়ে ভাব।
নারে প্রভা,আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু কিছুই হচ্ছেনা।অনন্ত আমায় বলে দিয়েছে ও আমায় যেমন ছাড়তে পারবেনা, তেমন ওই হতচ্ছাড়ীকেও ছাড়তে পারবে না।
প্রভা চিন্তা করছে,এটা কিভাবে সম্ভব হচ্ছে, মনিদীপা যথেষ্ট সুন্দরী। কলেজে,ইউনিভার্সিটিতে পড়ার সময় কত সুন্দর সুপুরুষ প্রেম নিবেদন করে ওকে। কিন্ত কোনোদিন কাউকে দেখে মনিদীপাকে টলে যেতে দেখেনি প্রভা। সে সময় প্রভা কত বলতো এত সুন্দর, স্মার্ট ছেলেটিকে যা তা বলে দিলি দোস্ত।
যুক্তিপটিয়সী মনিদীপা তখন বলেছে,স্মার্ট ছেলেরা টাইমপাস করে রে,ভালোবাসেনা। শেষে কিনা ইউনিভার্সিটির প্রথম বেঞ্চে বসা ভারী লেন্সের চশমাওয়ালা রোগা টাইপের লম্বা ছেলেটা যখন এক বন্ধুর মাধ্যমে তার ভাল লাগার কথাটি বলে, তখন মনিদীপা একটু ভাব নিয়েছিল বটে । পরে অবশ্য ছেলেটিকে হ্যা বলে দেয়। সেই ছেলেটি এখন মনিদীপার স্বামী অনন্ত। সেই সময় ওদের সব বন্ধু বান্ধব এক বাক্যে বলেছিল অমন ছেলে এই বিশ্ব বিদ্যালয়ে আর নেই। মনিদীপা ই অনন্তের জীবনে প্রথম নারী, যার দিকে চোখ তুলে তাকিয়েছে। তার আগে কখনোই কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় নি অনন্ত। সেই ছেলেটি কিনা এখন না ছাড়তে পারবে মনিদীপাকে,আর না ছাড়তে পারবে সেই ডাইনিটাকে। পুরানো কথা ভাবতে ভাবতে মনিদীপার মাথায় হাত বুলাতে লাগলো প্রভা।
এই, মনিদীপা, অনন্ত কোথায় রে?
আবার কোথায়,আজ অফিস যাবার সময় বলে বেরিয়েছে, অফিস শেষে সন্ধ্যা বেলায় ওই ডাইনিটার কাছে যাবে।
ডাইনিটা কোথায় থাকের রে?
স্টেডিয়ামে থাকে,আর নয়তো আমার বাড়িতে।রাগের মাথায় স্টেডিয়াম শব্দটি মিস করে গেছে প্রভা
বলিস কি রে? বাড়িতেও আসে তোর সতীন? কিন্তু আসেটা কখন ওই হতচ্ছাড়ীটা?
সকাল, দুপুর, সন্ধ্যা,রাত যখন খুশি অনন্ত তখন ই তাকে নিয়ে আসে। আর নয়তো বাইরে সময় কাটায়। আমার জন্য ওর কোনো সময় নেই, অথচ ওই ডাইনিটার জন্য সময় আছে।
চুপ কর! মনিদীপা চুপ কর। আমি আর সহ্য করতে পারছিনা। এবার তোর সতীনের নাম টা বল তো?
ফুটবল।
উফ, মনিদীপা তুই আর শোধরাবি না! সামান্য একটি খেলাকে সতীন বানিয়ে ফেললি।?
কেন? ফুল ও তো বানাতে পারি হিহিহি
প্রভার বুঝতে বাজি নেই মনিদীপা সেই আগের মতই ছেলে মানুষী ভাব ই রয়ে গিয়েছে।
বিঃ দ্রঃ— যাপিত জীবনে আমাদের এ ধরনের কিছু না কিছুর সমুক্ষীণ কম বেশী হয়ে থাকি হয়তো। সেটা লেখা লেখির বিষয় হতে পারে।টিভি দেখা নিয়েও হতে পারে। সব নির্ভর করে যার যার সখের উপর ভিত্তি করে। তবে সেটাকে কোনো কাঁটা নয়। আসুন আমরা তাকে সুবাসিত ফুল হিসেবেই মূল্যায়ন করি।
সকলের মংগল কামনা করি।
এস,এম,এস ঃঃঃঃঃ–+
এস ( S) স্যানিটাইজার
এম (M) মাস্ক
এস( S) সোস্যাল ডিস্ট্যাঞ্চ
চলমান সময়ে আমরা এক অস্থিরতার মাঝেই দৈনন্দিন সব কিছুই জীবনের প্রয়োজনে করে চলেছি। মহামারী চলে যায়নি, পরিবেশ তাকে নীরব করে রেখেছেন।যদি আক্রান্ত হই, গননা করা হয় , তাহলে শুধু মাত্র একটি সংখ্যায় পরিণত হবো। কিন্তু পরিবারে অন্যান্য সদস্যদের কাছে আমরা এক একজন পুরো পৃথিবী। তাই আসুন, ” এস এম এস এর সঠিক ব্যবহার ও তার মূল্যায়ন করি।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। সোনেলা ভালোবাসা ও শুভ কামনা সবার জন্য।
৩০টি মন্তব্য
ফয়জুল মহী
বিমান বন্দরে দুই সতীনের ঝগড়া টিভিতে দেখেছি। গল্প পড়ে ভালো লাগলো । শুভ কামনা সুস্থ ও সুন্দর থাকুন ।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিমান বন্দরের কথা আমার সেজো বোনের কাছে থেকে জেনেছি। আমি দেখিনি মহী। তোমার লেখাও অনেক অনেক অনেক ভাল উন্নত।
ছাইরাছ হেলাল
বেঁচে থাকার একমাত্র উপায় এখন এস এম এস! মানি বা না-মানি।
সবি কিছু মিলেয়েই জীবন, কে কীভাবে সামলে নিতে পারি সেটি ই আমাদের পরীক্ষা,
সকল সুস্থতা (দাঁত সহ) নিয়ে আমাদের মাঝে ফিরে আশার জন্য ধন্যবাদ।
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
আপনার সাথে একমত পোষণ করছি। জীবন পরীক্ষার সন্ধিক্ষণে। সেটা যে কোন দিক থেকেই হতে পারে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন সব সময়, শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু।
আপনার অসাধারণ লেখনীর প্রত্যাশায় রইলাম।
এরকম করে লিখুন আমরা পড়ে পড়ে ধন্য হই।
শুভ কামনা।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আপনি ও খুব ভাল লিখেন এবং অল্প কথায় ভাল মন্তব্য ও করেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
মনদিয়ে পড়লাম বেম মজা লাগল আপু —————-
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
আপনার ভাল লেগেছে জেনে খুশিও হলাম।বিরতি নিয়ে ফিরলাম হাসির জিনিস সাথে নিয়ে এলাম ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন।
আলমগীর সরকার লিটন
জ্বি আপনিও
সুপর্ণা ফাল্গুনী
প্রথম করনীয় হলো নিজেদের কে সেফ রাখা, তার জন্য মাস্ক এর কোনো বিকল্প নেই তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা , দূরত্ব বজায় রাখা কিন্তু এসবের কোনো বালাই ইদানিং দেখছি না। ঈশ্বর সহায় হোন সবার। শুভ কামনা রইলো। শুভ সকাল
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আপনার সাথে সহমত পোষণ করছি। কিন্তু পরিবেশ দেখে মাঝে মাঝে মনে হয় মহামারী নানের সাথে জনগন পরিচিত নন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন শুভ কামনা।
শামীম চৌধুরী
নিজে সচেতন হলে কোন রিস্ক নেই। আর এমন মাতালের প্রশ্নটা যদি আমাকে করতো তবে ৬ টা মুরগীর ডিমই আমার ছিল। খুব মজা লাগলো ল
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়া,
সঠিক বলেছেন নিজে সচেতন হলে রিস্ক থাকে। বিরতি তে ছিলাম অসুস্থতার জন্য একটু হাসির লেখা নিয়েই ফিরলাম। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন।
আরজু মুক্তা
আগে নিজে সচেতন হই। তারপর অন্যদের বলি।
শুভকামনা।
যাই হোক, ডিম ৬ টাই নিলাম
উর্বশী
আরজু মুক্তা আপু,
আপনার সাথে সহমত পোষণ করছি। রাস্তা ঘাটে ছেলে মেয়েরা এমন ভাবে চলাচল করছে যেন মহামারী শব্দের সাথে তারা পরিচিত নন। অনেককে দেখি মুখে মাস্ক না রেখে দাড়ির নীচে রাখেন।আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা।
ইঞ্জা
আপু প্রথমে বলুন আপনার শরীর কেমন?
মহামারী নিয়ে লেখাটিতে সত্যই বলেছেন, যাপিত জীবনে সোস্যাল ডিস্টেন্সই পারে আমাদের বাঁচিয়ে রাখতে, নতুভা প্রাণহানি হতে পারে।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এখন কিছুটা সুস্থ। আগামী কয়েক দিনের মধ্যে আবার ডাক্তারের কাছে যাব।
নিজেদের কেই সামাল দিয়ে চলতে হবে।এর কোনো বিকল্প নেই আপাতত। খুব ভাল থাকুন শুভ কামনা সব সময়।
ইঞ্জা
এইটা ঠিক বলেছেন, নিজেদেরকেই সামলে চলতে হবে আপু।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
সহমত।শুকরিয়া।ভাল থাকুন।শুভ কামনা সব সময়।
ইঞ্জা
আপনিও ভালো থাকুন। 😊
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
জ্বি ভাইয়া, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন,শুভ কামনা রইলো।
ইঞ্জা
শুভকামনা আপু
রেজওয়ানা কবির
সচেতন হই,ভয়কে জয় করি।শুভকামনা।
উর্বশী
রেজওয়ানা কবির আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঠিক বলেছেন। খুব ভাল থাকুন, শুভ কামনা সব সময়।
খাদিজাতুল কুবরা
রম্যরচনায় সুন্দর সচেতনতা মুলক গল্পটি পড়ে মজা পেলাম।
খুব সুন্দর লিখেন আপনি।
সচেতনতার কোনো বিকল্প নেই।
আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন
উর্বশী
খাদিজাতুল কুবরা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার সাথে একমত পোষণ করছি। খুব ভাল থাকুন শুভ কামনা সব সময়। তবে আপনি ও অনেক ভাল লিখেন এবং সুন্দর গোছানো মন্তব্য করেন।
তৌহিদ
করোনাকালীন সময়ে এখন ভার্চুয়াল জগতটাই আপনজনদের কাছে পাবার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। আপনার লেখায় শিক্ষণীয় অনেক কিছুই আছে। করোনা থেকে সৃষ্টিকর্তা আমাদের মুক্তি দিন । আপনিও ভালো থাকুন আপু।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আমীন।আমরা সবাই ভাল থাকার চেষ্টা করি। মহান আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন।
অনেক ধন্যবাদ সহ সালাম ও কৃতজ্ঞতা।
জিসান শা ইকরাম
আপনি সুস্থ্য হয়ে ফিরে এসেছেন সোনেলার উঠোনে দেখে ভালো লাগছে।
আমি আসতে পারছি না এখনো, চোখের সমস্যায় ভালোই ভুগছি। সমস্যা আমার সাথে আত্মীয়তা গড়েছে।
দোয়া করবেন।
শুভ কামনা।
উর্বশী
জিসান শা ইকরাম ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চেষ্টা করি আসার জন্য, কিন্তু আমি ঝামেলাকে ছাড়তে চাইলেও ঝামেলা আমায় ছাড়েনা। খুব ভালোবাসে। নিয়ম করে সময় দিতে পারিনা। আশা করি কাটিয়ে উঠবো। আর অসুস্ততা তো আমার ডাল ভাত। একটি ঠিক হতেই অন্যটি হাজির।তবুও রেগুলার হওয়ার চেষ্টা করবো। হ্যা, তা ঠিক এক টি জায়গায় মিল আছে ভালই, তাই আত্মীয়তা গড়েছে।দোয়া করি ভাল থাকুন সব সময়।