
বাহিরে দুগ্ধবতী চাঁদের আলো
ক্রমশ স্তিমিত হয়ে আসে,
হুতুম প্যাঁচা ডাগর চোখ মেলে চায়
দ্রুত অন্ধকার নামে–বেদম হাসে।
একগুচ্ছ জোনাকি মেলে ময়ূর পেখম
দূরে কলাবনে বাঁদুরের ঝাঁক,
ঝিঁঝিঁপোকা একটানা সানাই বাজায়
খুঁজি কোথায় ভালবাসার ডাক।
এই রাত কোথাও নিবিড়-কোথাও ঝাঁঝালো
বুকের ভেতরে তেজী অশ্বের হাঁক,
সময় বদলে গেছে-চাঁদও লুকোচুরি খেলে
মূহুর্তেই পাল্টে যায় কবিতার বাঁক।
গভীর থেকে গভীরে নামে সংশয়-বিষ্ময়
বিপন্ন জীবনের গান তেতে ওঠে,
চাওয়া-পাওয়াগুলো নিঃস্ব হয়ে যায় ক্রমশ
বেদনার গল্পগুলো দিকশুন্য ছুটে।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার লাগল দিকশুন্য কাব্য কবি দা
অনেক শুভেচ্ছা রইল————-
রিয়েল আবদুল্লাহ
শুভ কামনা প্রিয় ভাই। সঙ্গে থাকুন
সুপর্ণা ফাল্গুনী
আপনাকে আমাদের সোনেলার উঠোনে স্বাগত। খুব ভালো একটি কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ আপনাকে। চাওয়া পাওয়া গুলো হারিয়ে গিয়ে গল্পগুলো দিকশূণ্য হয়ে পড়ে। চমৎকার উপস্থাপন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
রিয়েল আবদুল্লাহ
অনেক শ্রদ্ধা আপামণি। একসাথে যেন লিখে যেতে পারি
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই একসাথে পথ চলতে চাই সোনেলার সাথীদের নিয়ে
ফয়জুল মহী
অতুলনীয় লেখা হয়েছে। শুভকামনা রইলো
রিয়েল আবদুল্লাহ
শ্রদ্ধেয় মহী ভাই সালাম ও শ্রদ্ধা জানবেন
নিতাই বাবু
সোনেলা পরিবারের সুস্বাগত! “দিকশুন্য কাব্য”ই দারুণ হয়েছে দাদা। নিয়মিত লিখুন, সাথে আছি।
তৌহিদ
সোনেলায় স্বাগতম ভাই। চমৎকার একটি কবিতা পড়লাম। ভালো লেখেন আপনি। আশাকরি নিয়মিত লিখবেন।
শুভকামনা রইলো।
রিয়েল আবদুল্লাহ
প্রিয় ভাই ভাল থাকুন শুভস্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ —চাওয়া-পাওয়াগুলো নিঃস্ব হয়ে যায় ক্রমশ
বেদনার গল্পগুলো দিকশুন্য ছুটে”।
ধন্যবাদ।
রিয়েল আবদুল্লাহ
শ্রদ্ধেয় শ্রদ্ধা জানবেন
আরজু মুক্তা
চমকপ্রদ। কবিতা ভালো লাগলো।
সোনেলায় স্বাগতম
রিয়েল আবদুল্লাহ
শুভ কামনা আপু
নীরা সাদীয়া
স্বাগতম সোনেলা উঠোনে। অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
রিয়েল আবদুল্লাহ
অনেক অনেক হার্টি শুভেচ্ছা