
সারাদিনের দৌড় ঝাঁপ শেষে;
ক্লান্ত-শ্রান্ত শরীর যখন এলিয়ে দেই বিছানায়
তখন মনে হয় আজ রাতে নিশ্চয়ই ঘুম হবে
বেশ তৃপ্তিদায়ক আর পরম শান্তির ঘুম হবে!
সারাদিনের ব্যস্ততা শেষে অবসন্ন মন-
কতোক্ষণই বা জেগে জেগে ভাববে তারে।
বেশ প্রফুল্ল হয়ে দু’চোখের পাতা একে অপরকে আলিঙ্গন করে।
তারপর দ্রুত ঘোর ঘুমে আচ্ছন্ন হই
ঠিক তখনই সে আসে দুঃস্বপ্ন হয়ে,
ভেঙ্গে দিয়ে শান্তির ঘুম চলে যায় দূর বহুদূর!
বড্ড ক্ষণস্থায়ী হয় ঘুম,
ঘড়ি ধরে ঠিক ঠিক দশ মিনিট।
তারপর আবার যেই কে সেই
সারারাত এপাশ ওপাশ
ছটফট দম বন্ধকর অবস্থা।
একটা মানুষ এমনি করে-
আর কতোদিন বাঁচতে পারে?
এর চেয়ে স্বেচ্ছায় মৃত্যুর মিছিলে-
সামনের সারিতে দাঁড়ানো ভালো,
এই দুর্বিষহ যন্ত্রণার চেয়ে মৃত্যুই শ্রেয়।
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সহমত আপনার সাথে। এমন করে না ঘুম হয় , না শরীরের ক্লান্তি দূর হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
ঘুম নাই। শুধু দুশ্চিন্তা।
কখন যে নতুন ভোর হয়
সুরাইয়া পারভীন
আসবে আসবেই নতুন ভোর
তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে
এই আর কি
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
না-ঘুমের কষ্ট-কাতরতা লেখায় ভাল ভাবেই এসেছে।
কামনা করলেই সব পাওয়া হয় না, পাওয়া যায় না।
সুরাইয়া পারভীন
একদমই তাই
চাইলেই সব পাওয়া যায় না
ঘুম তো নয়ই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানসিকভাবে শক্ত হোন। ভালো থাকবেন এ প্রত্যাশা রইলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
ভীষণ ভালো লাগলো লেখা ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাহবুবুল আলম
কবিতার ঢংয়ে একান্ত অনুভূতি ভাল লাগল।
শুভেচ্ছা জানবে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
আপু এখন মোটেও টেনশন নেবেন না, যা নেবেন তাহলো সচেতনতা, প্রটেকশন, মনকে বলেন দূর হও যাবতীয় টেনশন, আপু টেনশন নেবেন না, উল্টো দেবেন, এই হলো বাঁচার উপায়।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
কারে আর দেবো টেনশন
দারুণ বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
শুভকামনা আপু
হালিম নজরুল
অল্প সময় ঘুম না আসার আক্ষেপে চিরন্তন ঘুমের প্রত্যাশা!
সুরাইয়া পারভীন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাদিয়া শারমীন
দূর্বিসহ যন্ত্রণার চেয়ে মৃত্যূই শ্রেয়- কথাটা আসলেই ঠিক। সুন্দর কবিতা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
ঘুম কেন যায় হারিয়ে
কষ্ট গুলো যায় ভাবিয়ে ?
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কেনো যে যায় হারিয়ে
জীবনের চৌদ্দটা বাজিয়ে
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
কবিতাটা পড়ে মুগ্ধ হলাম। ভাল থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
ইদানিং দিদির লেখাগুলো কেমন জানি চিন্তাময়!
শুভকামনা দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
পার্থ সারথি পোদ্দার
মানসিক,শারীরিক প্রশান্তির জন্য নির্বিঘ্ন ঘুমের বিকল্প নেই।১০ মিনিটের ঘুম ১০ ঘন্টার নির্বিঘ্ন ঘুমে পরিনত হোক,সেটাই কামনা করি।সুন্দর অনুভূতি প্রকাশ,আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
দালান জাহান
সুন্দর লিখেছেন আসলে মানসিক শান্তি এখন কারোই নেই।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন। ধন্যবাদ অশেষ