দশ মিনিটের ঘুম

সুরাইয়া পারভীন ১২ জুন ২০২০, শুক্রবার, ১২:০৬:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

 

সারাদিনের দৌড় ঝাঁপ শেষে;
ক্লান্ত-শ্রান্ত শরীর যখন এলিয়ে দেই বিছানায়
তখন মনে হয় আজ রাতে নিশ্চয়ই ঘুম হবে
বেশ তৃপ্তিদায়ক আর পরম শান্তির ঘুম হবে!

সারাদিনের ব্যস্ততা শেষে অবসন্ন মন-
কতোক্ষণই বা জেগে জেগে ভাববে তারে।
বেশ প্রফুল্ল হয়ে দু’চোখের পাতা একে অপরকে আলিঙ্গন করে।

তারপর দ্রুত ঘোর ঘুমে আচ্ছন্ন হই
ঠিক তখনই সে আসে দুঃস্বপ্ন হয়ে,
ভেঙ্গে দিয়ে শান্তির ঘুম চলে যায় দূর বহুদূর!

বড্ড ক্ষণস্থায়ী হয় ঘুম,
ঘড়ি ধরে ঠিক ঠিক দশ মিনিট।
তারপর আবার যেই কে সেই
সারারাত এপাশ ওপাশ
ছটফট দম বন্ধকর অবস্থা।

একটা মানুষ এমনি করে-
আর কতোদিন বাঁচতে পারে?
এর চেয়ে স্বেচ্ছায় মৃত্যুর মিছিলে-
সামনের সারিতে দাঁড়ানো ভালো,
এই দুর্বিষহ যন্ত্রণার চেয়ে মৃত্যুই শ্রেয়।

৭৫০জন ৬০৮জন

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ